পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এ লিজেণ্ড অব মনটোজ অবশেষে চন্দ্রালোকে দেখা গেল, এক ব্যক্তি অন্ধকার রাজ্য হইতে বাহিরে আলিয়৷ পাহাড়ের গাত্র বহিয়া সতর্কভাবে উঠিতে লাগিল । ক্যাপ্টেণ ডেলগেটি দেখিল, লোকটা এক জন হাইল্যাণ্ডার । তাহার কাছে দীর্ঘ বন্দুক রহিয়াছে । লোকটার মাথায় পার্থীর পালকবিশিষ্ট শিরস্ত্রাণ । ডেলগেটি মুদ্রস্বরে বলিল, “ওদের হাতে বন্দুক আছে । তীরধন্থক বন্দুকের বিরুদ্ধে দাড়াতে পারবে কি ?” লোকট। অৰ্দ্ধেক পথ পাঠাড়ের গ! বহিয়; উঠিয়া নিম্নের লোকদিগকে উপরে উঠিবার সঙ্কেত করিল। ঠিক সেই সময় একটি তার শন শম্ শব্দে চুটিয়া চলিল । লোকটা আঠ গু হইয় টাল সামূগাইতে ন পারিয়া সশকে নীচে পড়িয়া গেল । সঙ্গে সঙ্গে একটা আৰ্ত্ত চীৎকার উখিত শুইল । সাফল্যলাভের আনন্দে দস্থ্যদলও চাংকার করিয়া উঠিল । ক্যাপ্টেন ডেলগেটিও অবস্থ। ভুলিয়। উঠিয় দাডাইল । সে বলিয়; উঠিল, “বন্ধুগণ, ঠিক হযেছে । তীরধনুর জয় হোক ! এখন তোমরা শ্রেণীবদ্ধ হয়ে এগিয়ে চল—” নিয় হইতে কেহ বলিয়া উঠিল, “ঐ বৰ্ম্মাবৃত লোকটাকে লক্ষ্য কর । ওর ঝকঝকে ধৰ্ম্ম দেখতে পাচ্ছি " সঙ্গে সঙ্গে তিনটি বন্দুক গৰ্জ্জন করিয়া উঠিল। একটা গুলা ডেলগেটির বক্ষস্থিত সুদৃঢ় বৰ্ম্মে প্রতিহত হইল : এই বন্মের সাহায্যে বহুবার সে রক্ষা পাইয়ুছে ; দ্বিতীয় গুলী তার বাম পদের জঙ্ঘার আবরণ ভেদ করিয়া গেল। ক্যাপ্টেন অমনই ভূভলশায়ী হইল , রেণাল্ড তখনই তাঙ্গকে বাহুপাশে আবদ্ধ করিল । তার পর শঙ্গের অপর প্রাস্তে তাহাকে বহন করিয়া লইয়া গেল । ক্যাপ্টেন বলিতে লাগিল, “আমি চিরদিন অমর গষ্টেভস, ওয়ালেন্‌ষ্টিন, টিলিকে বলে এসেছি, পায়ের বন্ম গুলীনিবারক করা দরকার ।" রেণাল্ড সঙ্গিনী নারীদিগকে দুই এক কথায় বুঝাইয়া, ডেলগেটির পরিচর্ষ্যার ভার তাহাদের উপর অর্পণ করিল। তার পর সে দলের লোকদিগের নিকট যাইবার উপক্রম করিল। ডেলগেটি তাহার বস্ত্রপ্রাপ্ত দৃঢ়ৰূপে ধারণ করিয়া বলিল, *আমার কি হবে জানিনে, বন্ধু । কিন্তু মনট্রোজকে छांनि७ ८ष, श्राभि अभद्र श्रtछेउम्यद्र विदंउ s সাংসী অনুচরদের মতই যুদ্ধে প্রাণ দিয়েছি । তোমরা শক্ৰদের সঙ্গে কি ক’রে যুদ্ধ করবে, আমি বুঝতে পারছি না। . যদি কোন সুবিধা করতে পার, অার—আর—” ১৬৭ ডেলগেটর চক্ষু ইন্তে আলোক যেন নিভিয। যাইতে লাগিল। অতিরিক্ত রক্তপাতে গঙ্গাব ! শরীর অবসর হইয়। পড়িল । এই অবসরে এক জল নারীর বস্ত্রপ্রাস্ত ডেলগেটির মুঠার মধ্যে দিয়া, সে আপনাকে ছাড়াইয়। লইল । ক্যাপ্টেন তখনও সামরিক উপদেশ দিতেছিল—“বন্ধুগণ, বর্ণাধারীদের আগে বন্দুকধারীদের পাঠাও ! এ কি, আমি কোথায় ? –হে ৱেণাল্ড ! যদি পেছনে ষ্টুতে চাও, তা হলে গাছের শাখায় আগুন জালিয়া দিও ! কিন্তু এ আমি কি বলুছি ! তোমাrদর ত দেশালাই নেই—আছে শুধু তাঁরধয় । শুধ ওঁর আর ধনুক ! ॐt, झां, झी !" ক্যাপ্টেনের চৈতন্য তিরোঠি ও গুইল । ক্ষণ পুরে সে আত্মচেতন লাভ করিল । আমর! তাহাঞ্চে দম্য-ন রীদিগের নিকট রাখিয়া বিদায় লইলাম। ভীষ্টার অপরিচ্ছন্ন এবং বুনে প্রকৃতির ইষ্টলেগু, অত্যস্ত যত্ন-সহকারে ক্যাপ্টেনের সেবা করিতে লাগিল । অনেক পঞ্চদশ পরিচ্ছেদ But if no faithless action stain Thy true and constant word, I'll mako thee famous hy my pen, And glorious by my sword. I'll serve theo in such noble ways As ne’er were known before ; I’ll deck and crown thy head with bitys, And love thee more and more Montrose's Lines. সাহসী ক্যাপ্টেন ডেলগেটিকে আহত অবস্তায় ফেলিয়। আমরা অন্যত্র যাইতেছি । সে আরোগ্যলাভ করিয়াছিল কি তাঙ্গার অদষ্ট্রে অন্য কিছু ঘটিয়াছিল, তাহ। পরে জান ফাইলে আমরা এখন মনট্রোজের সন্ধান লইব । সর্দারদিগের সহায়তায় মনট্রোজ রাজার পক্ষপাতী দলের সহিত মিলিত হইয়। দুই তিন হাজার হাইল্যাণ্ড-সৈন্ত সংগ্ৰষ্ঠ করিয়াছিলেন ; তাহাদের সঠিত কলকিটোর নেতৃত্বে আইরিশ-বাহিনী যোগ দিয়াছিল । এই শেষোক্ত নেতার প্রকৃত নাম এলিষ্টার বা আলেকজাণ্ডার ম্যাক্ণ্ডোনেল । ইনি