পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᏬᎭ দুৰ্জয় সাহসী, অসীম শক্তিধর এবং সৰ্ব্বপ্রকার অন্ত্রচালনায় অপ্রতিদ্বন্দ্বী ছিলেন । বিপদের সম্মুখীন হইতে তিনি বিন্দুমাত্র ইতস্তত: করিঙেন না । কিন্তু সামরিক কুটনীতিতে তিনি দক্ষ ছিলেন না । তাহার বিবেচনার অভাবে অনেক সময় মনট্রোজ, কলকিটোর ৰীরত্ব সত্ত্বেও সুফললাভ করিতে পারেন নাই । কিন্তু হাইল্যাগুররা তাহার অসীম শারীরিক শক্তি ও দুর্জয় সাহসের এত ভক্ত হইয় পড়িয়াছিল ষে, মাকুইস মনট্রোজের সামরিক দক্ষতা ও বীরত্বের অপেক্ষাও তাহার বেশী অনুরাগী হুইয়াছিল। এখনও পৰ্য্যস্ত এলিষ্টার ম্যাকডোনেলের অনেক কাহিনী কিম্বদন্তী হিসাবে হাইল্যাগুররা আবৃত্তি করিয়া থাকে, কিন্তু মনট্রোজের বীরত্ব-কাহিনীর কোন উল্লেখ করে না । মনট্রোজ অবশেষে তাহার ক্ষুদ্র সেনাদল ট্রাথিয়ারমৃএ সন্নিবেশ করিয়াছিলেন । পার্থশায়ারের সীমান্তে এই স্থান অবস্থিত । এই অঞ্চলের প্রধান সহুরে যে কোন সময়ে আপতিত শুইতে পারবেন, ইহাই তাহার উদেশু ছিল । র্তাহার শত্রুপক্ষও তাহাকে বাধা দিবার জন্য অপ্রস্তুত ছিল ন! • হাইল্যাণ্ড-সেনাদলের নেতৃরূপে আর্গাইল, পশ্চিম হইতে পূৰ্ব্বভাগ পর্যন্ত আইরিশ সেনাদলের পশ্চাতে পশ্চাতে আসিতেছিলেন । তিনি ভয় দেখাইয়াই হউক, নিজের প্রঙিপত্তির প্রভাবেই হউক, অথবা ধলপূৰ্ব্বক ই হউক, মনট্রোজের সহিত যুদ্ধ করিবার উপৰোগী সেনাদল গঠিত করিয়াছিলেন । লোল্যাণ্ড বা নিম্নভূমিও যুদ্ধার্থ প্রস্তুত হইয়াছিল । তাঙ্গর হেতুও আমর গল্পের প্রারম্ভে বিবৃত করিয়াছি । ছয় সহস্ৰ পদাতিক, ছয় কি সাত সহস্ৰ অশ্বারোহী, তাহাদের নাম হইয়াছিল ঈশ্বরের বাহিনী, ফাইফ, আঙ্গস পার্থ, ষ্টালিং এবং সন্নিহিত অঞ্চল শুইতে সংগৃহীত হইয়াছিল । টপার মুইর রণক্ষেত্রে উভয় দলে যুদ্ধ হইল । মনট্রোজ র্তাহার সমগ্র সেনাদলকে শত্রুপক্ষের উপর বাপাইয়া পড়িতে আদেশ দিলেন । শিক্ষিত ও সাহসী সেনাদল কভেনান্টারদিগের সেনাদলকে হারাইয়া দিল । বহু সৈনিক হতাহত হইল । পার্থ জয়ীর হস্তগত হইল । লুণ্ঠন-ব্যপদেশে জয়ী পক্ষ বহু অর্থ ও অস্ত্রসম্ভার প্রাপ্ত হছলেন । কিন্তু হাইল্যাণ্ড-সেনাদল যুদ্ধ জয় ও লুণ্ঠনের পর ভাবিল, তাছাদের কার্য্য শেষ হইয়াছে, সুতরাং তাহাদের অধিকাংশই গৃহে ফিরিয়া গেল। সেনাদলের পূখল-রক্ষার বিষয় তাহারা ভাল বুঝিত না ! " অগ্রসর হইতেছিলেন । সার ওয়ান্টার স্কটের গ্রন্থাবলী । মনট্রোজ জয়লাভ করিয়াও স্থাইল্যাণ্ড সেনাদলের প্রস্থান এবং রাজপক্ষভুক্ত নিম্নভূমির অধিবাসীদিগের ইতস্তত: ভাল দেখিয়া আর্গাইলের অগ্রগামী সেনাদলের সহিত সহসা বলপরীক্ষা করিতে সন্মত হইলেন ন । তিনি অকস্মাৎ পার্থ হইতে সদলবলে ডনৃডিতে চলিয়া গেলেন । কিন্তু সে নগরে প্রবেশ করিতে না পারিয়া উত্তরদিকে আবার্ডিনের অভিমূখে অগ্রসর হইলেন । সেখানে গর্ডন এবং অন্য রাজপক্ষীয় দলের সহযোগিতা লাভের আশ। তিনি করিয়াছিলেন । কিন্তু কভেনাটর। লর্ড বালোর নেতৃত্বে ঐ সকল ভদ্রলোককে বশীভূত করিয়া ফেলিয়াছিলেন। এই সেনাদলের সংখ্যা তখন প্রায়.তিন হাজার । লর্ড মনট্রোজ মাত্র দেড় হাজার সৈন্য লইয়। তাছাদের আক্রমণ করিলেন । নগর-প্রাচীরের পাশ্বে উভয়দলে সংঘর্ষ উপস্থিত হুইল । নানাপ্রকার অনুবিধা সত্ত্বেও মনট্রোজ এবারও যুদ্ধে জয়লাভ করিলেন । এই অদ্ভুতকৰ্ম্ম সেনাপতি যুদ্ধজয়ের গৌরব অর্জন করিলেও, জয়ের সম্পূর্ণ সুযোগ কোনবারই লাভ করিতে পারিতেছিলেন না । এবাডিনে স্বল্পসংখ্যক সেনাদলসহ তিনি রণশ্রাপ্তি দুর করিতেছেন, এমন সময় জানিতে পারিলেন যে, গর্ডন-সেনাদল শীঘ্র র্তাহার সেনাদলের সহিত সম্মিলিত হইতে পারিবে না। অপরপক্ষে মাকুইস আর্গাইল বিপুল সেনাবাহিনী সহ অগ্রসর হইতেছেন : এমন বিপুল বাহিনীর বিরুদ্ধে এত দিন তাহাকে যুদ্ধ করিতে হয় নাই } অবশু আৰ্গাইল অপেক্ষাকৃত মনাগতিতে পথে তাহার সৈন্যবল বৃদ্ধি পাইতেছিল । মনট্রোজ বুঝিলেন, শক্রর বাহিনী তাহার সেনাদল অপেক্ষ সংখ্যায় অনেক অধিক । তখন একটামাত্র পথ মনট্রোজের সম্মুখে উন্মুক্ত ছিল । তিনি পাৰ্ব্বত্য অঞ্চলে সেনাদল সরাইয়া লইয়া যাইতে সংকল্প করিলেন । পাৰ্ব্বত্য অঞ্চলে ফিরিয়া গেলে, তিনি পুনরায় গৃহ-প্রত্যাগত হাইল্যাণ্ড সেনাদলকে পুনরায় লাভ করিতে পারিবেন । তিনি র্যাভেনসের দিকে অগ্রসর হইলেন । দ্রুতপদে সেই অঞ্চল অতিক্রম করিয়ু মনট্রোজসন্নিহিত প্রদেশ এসেক্সে গমন করিলেন । যে সকল ক্ষেত্রে কভেনাণ্টর আদে যুদ্ধার্থ প্রস্তুত ছিল না, সেই সব স্থানে তাহাদিগকে অপ্রতাশিতভাবে আক্রমণ করিয়া ছত্রভঙ্গ করিয়া দিলেন । কভেনান্টর। পরাজিত হইয়া পুনঃ পুনঃ সৈন্ত সাহায্য চাহিয়া পাঠাইল । পালামেণ্ট তাঁহাদের দলের সেনাপতি