পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এ লিজেণ্ড অব মনট্রোজ, আর্গাইলকে বার বার সেনাদল পাঠাইবার জন্য শাদেশ দিতে লাগিলেন । আর্গাইল যেরূপ গৰ্ব্বিত ও দাস্তিক ছিলেন, তাহাতে পালর্ণমেণ্টের এই আদেশ তিনি মানিতে সন্মত ছিলেন না । তিনি সে আদেশ প্রতিপালন না করিয়া মনট্রোজের পক্ষভুক্ত নিম্নভূমির অমুচরগণকে নিজের দলে আনিবার জষ্ঠ চক্রাস্ত করিতে লাগিলেন । অনেকেই বিরক্ত কষ্টয় তাহদের ধনসম্পদ কভেনান্ট দিগের কবলে ফেলিক্ষ্মা ৰাসস্থান ত্যাগ করিলেন । মনট্রোজ ও এদিকে দলপুষ্টিসাধনে মন দিলেন । মনট্রোজ এমন শক্তি সঞ্চয় করিলেন যে, স্তাহ দেখিয়। আর্গাইল তাহার সঠিত বল পরীক্ষা করিতে সাহসী হইলেন না। তিনি সেনাপতির পদ ত্যাগ করিয়া নিজের রাজ্যে ইনভারেরিতে ফিরিয়৷ আসিয়। তাহার অধীনস্ত সদারগণকে শাসন ও শোষণ করিতে লাগিলেন । ষোড়শ পরিচ্ছেদ Such mountains steep, such craggy hills, Ilis army on one side enclose : The other side, greitt griesly gills Did fence with fenny mire and moss, Which when the Earl understood, Ile courtsei era ved of captains all, Who had setforth with hiournful mood, And take such fortune as would fal!. Flodden Field, an Ancient poem. মনট্রোজ দেখিলেন, যদি তিনি অব্যবস্থি শু-চিন্তু হাইল্যাণ্ড সেনাদল ও স্বাধীন সদারদিগের সন্মতিলাভ করিতে পান,তাহ হইলে উাহার ভবিষiং আশাপ্রদ । নিম্নভূমি তখন তাহার সেনাবাহিনীকে বাধা দিতে পারিবে না । কারণ, তাচাদের রক্ষার উপযোগী সেনাবাহিনী ছিল না । আর্গাইল তখন সেনাপতির পদ ত্যাগ করিয়াছেন । স্বণশ্রমে কাস্ত সেনাদলও তপন বিশ্রাম লাভের জন্য স্ব স্ব গৃহে ফিরিয়! গিয়াছে । এই সময় তিনি যদি নিম্নভূমিতে আপতিত হইয়া তত্ৰত্য অধিবাসীদিগের মধ্যে বীরত্ব ও রাজভক্তির সুপ্ত বৃত্তিকে জাগ্ৰত করিয়া তুলিতে পারেন, তাহার এই স্বযোগ—মহেন্দ্রক্ষণ! নিম্নভূমি অধিকার করিতে পারলেই প্রচুর ধন-রত্ন লাভ ত হইবেষ্ট, তাহা ছাড়া লোকবললাভও হুইবে । তন্ত্র-২২ SSS মন্‌ট্রোজের বাহিনীর মধ্যে পশ্চিমদিকের সর্দারগণ মাকুইস আগাইলের ঘোর বিরুদ্ধবাদী ছিলেন । তাহার শক্তির প্রতাপ প্রত্যেককেই সহ করিতে হস্থত । প্রত্যেকের ধনসম্পদও আত্মীয়পঞ্জিনের উপর মাকুইস প্রতিহিংস সাধন করিতে পারিতেন ! এ জন্য তাহার। সকলেই মাকু ইসের প্রতাপ যাইতে খৰ্ব্ব হয়, তাং কামনা করিতেন । আর্গাইল পরাজিত হইলে, র্তাহাৰু বিষয়সম্পত্তি ও অনেকে গ্রাস করিঙে পারেন, এমন আশা ৪ তাঙ্গদের মনে উদিত হইত। অধিকাংশ সদারই মনে করিতেন, এডিনবরা অধিকার অপেক্ষ ইনভারেরি দুর্গ অধিকারষ্ট বিশেষ প্রয়োজনীয় ব্যাপার হাতে যাহার; মাকু ইসের ভয়-প্রযুক্ত এথনও মনট্রোঞ্জের দলে যোগ দিতে পারেন নাই, তাহারা ও নির্ভস্থ হইবেল । আর্গাইল ও মনট্রোজ-বংশ বহু দিন ধরিয়া যুদ্ধ ও রাজনীতিতে পদুম্পরের প্রতিযোগিতা করিতেন । আগাইল-বংশ সকল বিষয়ে প্রাধান্ত লাভ করায়, প্রতিবেশী সদারর। অর্গাইলকে সুনজারে দেখিতেন ন! } মনট্টোঙ্গ লিঞ্জের শক্তি ও প্রতিভার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন । মনে মনে তিনি আর্গাইলের উপর প্রতিশোধ পুঃ পোষণ করিতেন । &জন্স আর্গাইল সায়ার আক্রমণের তিনি পক্ষপাতা ছিলেন । কিন্তু ৪ংপুরে তিনি নিয়ভূমিতে আপতিত হইবার প্রলোভন দমন করিতে পারিলেন না। সেখানে পোঁছয় তিনি অনেকের সহিত পরামর্শ করিলেন। পূৰ্ব্বদিক গুইতে হাইল্যাণ্ড বাহিনী সহ আর্গাইল সায়ার “অঙ্কিমণ ও কিরূপ বিপজ্জনক, তাছাও সকলকে বুঝাইয়ু! দিলেন । গিরিসঙ্কটগুলি অতিক্রম করতে গেলে কি কি ভীষণ অসুবিধা ও বিঘ্ন ঘটিতে পারে, তাহীও মন্ত্রণ সংসদে তিনি ব্যক্ত করিলেন । বিশেষঃ শী * তখন সমাগন্ত । ডিসেম্বর মাসে গিরিসঙ্কটগুলি তুষার-স্কটিকায় দুর্গম হইয়া উঠিবে । কিন্তু সকল কথা শুনিয়া ও সদাররা সংকল্পচু্যত হইলেন না ! কোনও চরম সিদ্ধান্তে উপনীত হইতে ন পরিয়া মনট্রোজ অনেক রাত্ৰিতে মন্ত্রণাসভা ভাঙ্গিয় দিলেন । শুধু কথা রহিল, বাহার। আর্গাইলের রাজ্য আক্রমণ করিবার পক্ষপঞ্জী, তাহাদের সেনাদলের মধ্যে যাহার। পথি-প্রদর্শনের বিশেষ উপযোণী, তাহাদিগকে লিব্বাচিত করিয়া রাখিৰেন । মনট্রোজ তাহার শিবিরে রিশ্রামার্থ গমন করিলেন । শুষ্ক তৃণশয্যার উপর তিনি দেহু