পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এ লিজেণ্ড অব মনট্রোজ, সঙ্গে। আর কেউ কারও সঙ্গে গোপনে আলোচন। করতে না পারে, সে ব্যবস্থাও করবে। এই বুড়োর কোন ছেলেমেয়ে আছে ?” “সবই মারা গেছে। শুধু এক জন পৌত্র আছে । সে খুব চালাক এবং কাজের ছেলে ।”

  • ডেলগেটি, তাকে আমি নিজের কাছে রাখব । কিন্তু তার আসল নাম যেন সে প্রকাশ না করে "

ডেলগেটি বলিল, “হুজুর সে রকম আশঙ্ক৷ করবেন না ।” মনৰ্দ্ৰেজি বলিলেন, "ছেলেট। তার ঠাকুর্গার জার্মানস্বরূপ থাকবে। যদি সে বিশ্বাসের পরিচয় দিতে পারে, তা হ'লে সে উপযুক্ত পুরস্কার পাবে। আচ্ছা, আজ রাত্রির মত, ডেলগেটি, তুমি বিশ্রাম কর গে | সকালবেলা রেণাল্ডকে যে কোন নামে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেবে । আমার বিশ্বাস, গুর ছদ্মবেশ ধারণে অভ্যস্ত ! ত না হ'লে জন মইডার্টের সাঙ্গাধ্য নিতে হবে ; সে ওকে ছদ্মবেশে ভাল করে সাজিয়ে দেবে । তার এক্ট জন তাবেদার বলেই পরিচিত হবে । আমার সহিল তোমাকে আজকের মও তোমার শেবার জোগাড় ক’রে দিক ” সাননীচিত্তে ডেলগেটি বিদায় লইল । সেনাপতির ব্যবহারে সে অত্যপ্ত খুলী হইয়াছিল : সপ্তদশ পরিচ্ছেদ The march begins in niilitary stato, And nations un his eyes suspendcd wait : Stern famine guards the solitary coast, And winter barricades the realms of frost, He comes, for want, for cold his course delay Vanity of Humar wishos. প্রতুৰে মনট্রোজ তাহার শিবিরে রেণাল্ডকে ডাকাইয়। লইয়া প্রশ্ন করিলেন-আর্গাইলের রাজ্যে কি ভাবে গমন করা যায়, সে সম্বন্ধে অনেক কথা জিজ্ঞাসা করিলেন । উত্তর গুলি ঙিনি কাগজে লিখিয়া লইলেন । রেণান্ডের অনুচররা যে উত্তর দিল,তাহার সহিত বৃদ্ধের উত্তর মিলাহয় লইলেন । তিনি দেখিলেন, উভধের উত্তর মিলিয়, গিয়াছে । ইংতেও সঙ্গ না হইয়ু সর্দাররা যে সংবাদ দিয়াছিলেন, তাঙ্কার সহিত ৫ ን›ጓ� মিলাইয়া দেখিলেন । এই সকল সর্দার আর্গাইলের নিকটবর্তী স্থানেরই দুর্গাধিপ। সব দিক দিয়া বিচার করিয়া তিনি পূর্ণোদ্যমে অভিযানের ব্যবস্থা করিলেন । একটা বিষয়ে মনটোজ মতপরিবর্তন করিলেন । বালক কেনেথকে তিনি নিজের কাছে রাখিবেন স্থির করিয়াছিলেন । কিন্তু কোনও স্বরে যদি তাহার প্রকৃত পরিচয় প্রকাশ পায়, তাক হইলে যে সকল সর্দার দমু্যবংশের শত্ৰু,তাহারী পাছে অসন্তোষ জ্ঞাপন করেন, এজন্য বালককে মেজর ডেলগেটির পাশ্বচর করিয়া রাখিবার ব্যবস্থা করিলেন । ধস্থ ৪ আহাৰ্য্য বাবদ একটা মোটা টাকার ব্যবস্থ করায়, এক্ট পরিবর্তনে কোন পক্ষই অসঙ্গুষ্ট হইল মা—বরং সকলেই সুখী হুইল । প্রাতরাশের পূৰ্ব্বে মেজর ৬েলগেটি বিদায় লইয়া তাছার পূৰ্ব্ববন্ধু লর্ড মেনটি% ও ম্যাক আউলের সন্ধানে বাহির হইল । নিজের জীবনে সম্প্রতি যে ব্যাপার খটিয়া গিয়াছিল, তাই বর্ণনা করা এবং বৰ্ত্তমান অভিযান সম্বন্ধে বিশদ ব্যাপার অবগত হইবার ইচ্ছ। তাহার মনে আসিতেছিল । বন্ধুর। তাঙ্গকে ফিরিয়া পাইয়। পুর্ব পুণী হইলেন ; কিন্তু আলাল ডেলগেটিকে দেখিয়! যেন তেমন আনন্দ প্রকাশ করিল না । তাহার ভ্রাত। এ বিষয়ে তাহাকে অনুষোগ করিলে অালান শুধু এই অজুইত দেখাইল যে, মেজর যে সাহচর্ষে ছিল, তাহ। তাঙ্গার রুচি অনুযায়ী ম:৪ । ডেলগেটি ইঠাতে কিছু ভীত হইয়৷ পড়িল, কিন্তু অবশেষে সে বুঝিতে পারিল, এই যুবকের ভবিনা দষ্টি অব্যৰ্থ নহে । সে কাঞ্ছাদের সহিত এত দিন বাস করিয়ছিল, তাঙ্গ। আলান জানিতে পাবে নাই ; রেণtল মেজর ডেলগেটির তত্ত্বাবধালে ছিল, সুতরাং ডেলগেটি যাহ্বাদের সংস্রবে আসিবে,তাহাকেও তাহাদের সহিঙ পরিচিত হইতে হইবে । রেশাল্ডের .বশভূষার পরিবর্তন ঘটিয়াছিল । স কোন দূরবর্তী দ্বীপের অধিবাসীর পরিচ্ছদ ধারণ করিয়াছিল । সুতরাং সে যে দক্ষ্যসদার, ৩tং কাহারও বুঝিবার উপায় ছিল না । রেণাল্ডকে ৬েলগেঢ়ি আগানের সঞ্জিত ছন্ম নামে পরিচয় করাইয়াছিল । তাহার নূতন নাম হইখাছিল, রেণta, ম্যাকগিলিহরণ । ডেলগেটির সহিত সে আগাইলের কারাগার হইতে পলায়ন কৰিয়ছিল । সে ভাল বীণাবাদক বলিয়া আলানের নিকট পরিচিত হইল । তাহার ভবিষ্যৎদৃষ্টিও আছে, এ কথা? ৬েলগেটি জানাইয়ু দিল । -*