পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এ লিজেণ্ড অব মনট্রোজ, অস্তরে যেন অত্যন্ত যন্ত্রণ। অনুভব করিতেছে, এমন ভাবে নিম্ন স্বরে আলান বলিল, “ত। আমি করেছি।” রেণাল্ড বলিল, “তখন সেই ছায়ামূৰ্ত্তি দেখতে fক রকম হয় ?” পূৰ্ব্ববৎ নিম্ন স্বরে কম্পিত-কণ্ঠে আলান বলিল, “তখন তার পোষাকও সে যেন উলুটে পরেছে মনে হয় ।” রেণাল্ড বলিল, “ত হ’লে নিশ্চিন্ত হও—তোমার নিজের হাতে—অন্যের হাতে নয়—ঐ কার্য তুমি করবে ।" আলান বলিল, “আমার উৎকণ্ঠিত মন डाँझे ८लातtछ । किऋ ङ अमछन । श्रांभि शग्नि ভবিষ্যতের সমস্ত কেতাবখান! পড়বার অবকাশ পাই, তা হলেও বলব, এটা অসম্ভব—আমাদের মধ্যে রক্তের নিবিড় সম্পর্ক আছে, বন্ধুত্বের বন্ধন আছে । উভয়েই আমাদের শত্রুর বুকের রক্তে তরবারি রঞ্জিত করেছি—আমি মেনটিথৈব অনিষ্ট করব, এটা স্বপ্রেরও অগোচর ” রেণাল্ড বলিল, “কিন্তু ঘটবে তাই । তবে কারণটা কি, তা ভবিষ্যতের অন্ধকার গহবরে নিহিত আছে । তুমি বলছ ব্রড হাউণ্ডের মত পাশাপাশি থেকে তোমরা এগিয়ে চলেছ ; কিন্তু তুমি কি কখনও দেখনি যে, নিহত মৃগের দেঙ্গ পাবার জন্য, একই দলের দু'টা রঙ হাউণ্ড পরস্পর মারামারি করে পাকে ?” উঠিয়া দাড়াইয়। আলীন বলিল, “মিথে৷ কথ। । এসব অদষ্টের কথা নয় । কে যেন ভবিষ্যতের তবার অন্ধকার গর্ভ থেকে প্রলোভন দেখাচ্ছে " বলিন্তে বলিতে সে সে স্থান ত্যাগ করিল। উল্লসিত-কণ্ঠে দমাদলপতি তাতার উদেশে চাহিয়া আপন মনে বলিয়। উঠিল,"র্কাট। তাঁর তোমার বুকে বিধে রয়েছে! নিহত ব্যক্তিদের আত্মা, তোমরা আনন্দ কর । হত্যাকারীদের তরবারি পরম্পরের দেহের রক্ত পান করবে, এটা জেনে রাখ !" পরদিবস প্রভাতে যাত্রার আয়োজন সমাপ্ত হইল । মনট্রোজ দ্রুতগতিতে টে নদীর তীর পর্য্যস্ত ধাবিত হইলেন । তাহার বিশৃঙ্খল বাহিনী উক্ত নামধারী হ্রদের চারিদিকে সমবেত হইল । ঐ স্থানের অধিবাসীরা ক্যাম্বেলবংশীয় । আগাইলের ক্রীতদাস তাহারা ছিল না । অতর্কিতভাবে আক্রাস্ত হইয়। তাহারা বাধা দিতে পারিল না। বিজয়ীর। তাছাদের গরু, ভেড়া, মহিষ সমস্তষ্ট কাডিয়া লইল । Yዓ¢ চারিদিকের বাসভূমিকে মরুভূমিত্তে পরিণত কৱিৰ মনট্রোজ সৰ্ব্বাপেক্ষা কঠিন স্থানে গিয়া পৌছিলেন । সেখান হইতে দুর্গমাতর গিরিসঙ্কটের মধ্য দিয়া রেণাল্ড মনটোজকে পথ দেখাইয়া চলিল। দুর্গম গিরিপথে অসংখ্য বাধা-বিপত্তি ছিল । মনট্রোজ অদম্য অধ্যবসায়ের সহিত সমস্ত বাধা অতিক্রম করিয়া আর্গাইলের রাজ্যোপাস্তে উপনীত হইলেন । এখানে আসিয়া তিনি তিন ভাগে সেনাদলকে বিভক্ত করিলেন । এক দল ক্যাপ্টেন ক্লান রেণাল্ড পরিচালিত করিলেন, দ্বিতীয় দলের ভার রহিল কলকিটোর উপর, তৃতীয় দল পরিচালনার ভার ক্টোঙ্গার নিজের উপর রাখিলেন । পাহাড় হইতে পাহাড়ীয়ার পন্থপঞ্জল লইয়। জমপদসমূহে পলাইয়া গেল । সুতরবাসীর। তাছাতেই শত্রুর আগমন-সংবাদ জানিতে পারিল । মেজর ডেলগেটি এক দল অশ্বরোঙ্গী সেনা লইয়। ইনভারেরি অক্রিমণ করিয়াছিল , সে এমন আকস্মিকভাবে দুর্গ আক্রমণ করিয়াছিল যে, আর্গাইল জলপথে পলায়ন করিয়া কোনও মতে প্রাণরক্ষা করিয়াছিলেন । তিনি পলায়ন করিলেন বটে, কিন্তু র্তাহার রাজ্যের জনগণ মনট্রোজের অত্যাচারে পরিত্রাঠি ডাক ছাড়িতে লাগিল । এ দিকে এডিনবরায় পলায়ন করিয়া আর্গাইল কনভেন্সন অব ষ্ট্রেটস এর নিকট অভিযোগ উত্থাপিত করিলেন । তাহাকে সাতস্যি করিবার জন্য অনতিবিলম্বে এক দল বাঠিনী গঠি ও হইল। তাহার নেতা গুইলেন জেনারেল বেশিলি । এই সামরিক কৰ্ম্মচারী যেমন দক্ষ, তেমনষ্ট বিশ্বস্ত ছিলেন । সার জন উরি তাহার সঞ্ছিত স্বাগ দিলেন । এক্ট ব্যক্তি মেঞ্জর ডেলগেটির ন্যায়ষ্ট ক্রমাগঙ পঙ্গপরিবণ্ডনে অভ্যস্ত ছিলেন । আর্গাইল ক্রোধান্ধ হইয়া নবগঠিত বিপুল বাহিনী সষ্ট চিরশত্রুর প্রতিশোধ কামনায় অগ্রসর হইলেন । তিনি ডনবার্টনে তাহার শিবির সন্নিবেশ করিলেন । তাহার দলভুক্ত সদারগণ সেখানে আসিয় মিলিত হইলেন । সেখান ইষ্টতে আর্গাইল শত্র-অধিকৃত নিজ রাজা উদ্ধার কবিবার বাসনায় অভিযান করিলেন । এই দুই দণ শক্তিশালী সৈন্স মনট্রোজের বিরুদ্ধে যখন মিলিত হইবার চেষ্টা করিতেছিল, সেই সময় মনট্রোজ বিধ্বস্ত অঞ্চল হইতে সসৈন্থে) সরিয়া আসিলেন । তৃতীয় আর এক দল সৈন্স আরল সিফোর্থের পরিচালনায় তাহার বিরুদ্ধে প্রস্তুত গুইয়াছে, এ কথ। তিনি জানিতে পারিয়াছিলেন ;