পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭৬ ইনভারনৈস শায়ার হইতে সিক্ষোর্থ মনট্রোজকে আক্রমণ করিবার সংকল্প করিতেছিলেন । এই ভাবে তিম দিক হইতে আক্রাস্ত হইলে মনট্রোজের ধ্বংস আৰগুপ্তাধী। মনট্রোজ যেন ইন্দ্রজালবলে র্তাহার ইতস্ততঃ বিক্ষিপ্ত সেনাদলকে একসঙ্গে সম্মিলিত করিয়া সকলের বিস্ময় উৎপাদন করিলেন । আর্গাইল এবং তাছার পক্ষভুক্তগণ এক দিন সংবাদ পাইলেন যে, মনট্রোজ আর্গাইল শায়ার হইতে রাজপক্ষভুক্তগণকে সরাইয়া লইয়া গিয়াছেন । তাচার বাহিনী উত্তরাভিমুখে দুর্ভেদ্য পৰ্ব্বতমালার মধ্যে পরিচালিষ্ঠ করিয়াছেন । মনট্রোঞ্জের এই কার্ষ্যে র্তাহার যে সকল সেনাপতি আপত্তি জানাইয়াছিলেন, তাহার। তখনই বুঝিতে পারিলেন যে, সিফোর্থের সাহায্যার্থ অপর দুই শক্রবাহিনী আসিবার পূর্বেই সিফোর্থের সহিত যুদ্ধ করা মনট্রোজের অভিপ্রায় এবং যদি সম্ভবপর হয়, র্তাহাকে সম্পূর্ণরূপে পরাজিতও করিবেন । উরি ও বেলিলি আর্গাইলের বাহিনী গুইতে নিজেদের সেন|দলকে বিচ্ছিন্ন করিয়া লইয়া গ্রামপিয়ান পৰ্ব্বতের দক্ষিণাঞ্চলের দিকে ধাবিত হইলেন । তাহাদের উদ্দেশু হুইল আঙ্গস অঞ্চলের মধ্য দিয়া মনটোজকে মধ্যপথে বাধা দিবেন এবং এবারডিন শায়ারের দিকে তিনি সাহাভে পলায়ন করিতে না পারেন । আর্গাইল নিজ সেনাদলসহ মনট্রোজের পশ্চাতে পশ্চাতে ধীরে ধীরে চলিলেন । ইতিমধ্যে মনটোজ যদি উরি বা বেলিলির বাহিনীর সঠিত সংগ্রামে লিপ্ত হন, তাহা হইলে পশ্চাদিক হইতে তিনি আক্রমণ করিতে পারিবেন । এই উদেখে আর্গাইল ইনভারের অভিমুখে অগ্রসর হইলেন । যাকাদিগের ঘরবাড়ী পুড়িয়া গিয়াছিল, এইরূপ অভাবগ্রস্ত স্থাইল্যাণ্ডরর। প্রতিহিংসার বশবৰ্ত্তী হইয়া আর্গাইলের দল পুষ্ট করিতে লাগিল । এইরূপে আর্গাইলের সেনাদল তিন সহস্ৰে পরিণত হইল । ইতাদের প্রত্যেকেই দৃঢ়প্রতিজ্ঞ, সাংসা এবং বীর । আর্গাইল সৈন্ত পরিচালনার ভার আর্ডেনভোরের সার ডনকান ক্যাম্বেল ও অচেন বেকের সার ডনকান ক্যামেলের উপর অর্পণ করিলেন । শেষোক্ত সেনাপতিকে তিনি আয়লাণ্ডের রণক্ষেত্র হইতে আহবান করিয়া আনিয়াছিলেন । আর্গাইলের সেনাবাহিনী এইভাবে মনট্রোজের অনুসরণ করিতে লাগিল, কিন্তু র্তাহার সহিত স্কুৰোগ উপস্থিত ন হইলে সংঘর্ষ বাধাইবে না, པཚ༥ཌཱུ། ༢ স্থিরীক্লন্ত হইল । সার ওয়ান্টার স্বটের গ্রন্থাবলী অষ্টাদশ পরিচ্ছেদ Piobracht au Donuil-dhu, Piobrachet an Donuil, Piobrachet agus S” breittach Feacht an Innerlochy The war-tune of Donald the Black, The war-tune of Black Donald, The pipes and the banner Are up in the rendezvous of Inverlochy. দুর্গ হইতে দুর্গাস্তরে যাইবার মে সামরিক পথ ছিল, মনট্রোক্ত সে পথে সৈন্য পরিচালনা করেন নাই । তিনি তাঙ্গার বাহিনীকে হরিণ দলের ন্যায় পাহাড়ে পাঠাড়ে লইয়৷ চলিয়াছিলেন । এক পাহাড় হইতে অন্ত পাগড়, এক অরণ্য হইতে অরণ্যাস্তরে তিনি সেনাদল সহ চলিতেছিলেন : এজন্ম তাহার শত্রুপক্ষ তাঙ্গার গতিবিধির কথা কিছুই জানিতে পারিল না। অথচ বন্ধু পৰ্ব্বতবাসীদিগের নিকট হইতে তিনি শত্রপক্ষের গতিবিধির সমস্ত সন্ধান পাইতে লাগিলেন। তিনি কঠোৰ আদেশ দিয়াছিলেন যে, আর্গাইল বাহিনীৰ অগ্রগতি সম্বন্ধে সমস্ত সংবাদ পূৰ্ব্বাশ্লেষ্ট যেন তাহাঁকে জানান হয় । সেদিন চন্দ্রালোকিত রজনী । সারা দিনের পরিশ্রমে মনট্রোঞ্চ ক্লান্ত হইয় একট। শোচনীয় স্থানে শয়ন করিয়াছিলেন । দুই দণ্ট নিদ্র। যাইবার পর কাহার হস্তম্পর্শে র্তাহার নিদ্রাভঙ্গ হইল । চক্ষু মেলিয়া চাহিবামাত্র তিনি দেখিলেন, দীর্ঘদেহ ক্যামেরণ সর্দার তাহার সম্মুখে দাডাইয়া। সর্দার বলিলেন, “খবর আছে, উঠে বসে গুমুন ।” “মি’ লডি কোন খারাপ সংবাদ আনতে পারেন ন। এখন বলুন ত খবর ভাল না মন্দ ?” সর্দার বলিলেন, “সে আপনি বুঝে দেখবেন ।” মনট্রোজ বলিলেন, “খাটি খবর ত ?” মি লড়ি বলিলেন, “হ্যা । না, হলে আর এক জন অন্যরকম খবর আমৃত ৷ বেচারা ডেলগেটির সঙ্গে আমি গিয়েছিলুম, তাতে আমি ভারী শ্রান্ত হয়ে পড়েছি। ওর সঙ্গে থেকে কঘণ্টা আমার দেরী হয়ে গেছে । আমার সঙ্গে জনকয়েক লোক ছিল । খবর পেয়েছি ষে, আর্গাইল ইনভারলচির দিকে তিন হাজার উৎকৃষ্ট যোদ্ধা নিয়ে অগ্রসর হচ্ছেন । এটা খাটি খবর । এখন আপনি যা বুঝবার বুঝে নিন ।”