পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এ লিজেণ্ড অব মনট্রোজ, তখনই প্রফুল্লমুখে মনট্রোজ বলিলেন, “এর অর্থ ভালই । মি’ লল্ডির কণ্ঠস্বর মনট্রোজের কাণে সব সময়েই মধুর লাগে । বিশেষতঃ যখন বীরত্বপ্রকাশের সময় উপস্থিত হয়, তখন আরো ভাল লাগে । আচ্ছা, আমাদের সৈন্তসংখ্যা এখন কত ?” মনট্রোজ আলো আনিভে আদেশ করিলেন । তিনি সহজেই হিসাব করিয়া দেখিলেন যে, দলের সৈনিকরা লুণ্ঠনজাত দ্রব্যাদি সংগ্রহের জন্য চলিয়া যাওয়ার পর তাহার সঙ্গে উপস্থিত ১২ হইতে ১৪ শত সৈনিক মাত্র আছে । একটু পামিং মনট্রোজ বলিলেন, “শক্রর সৈন্যসংখ্যার এক-তৃতীয়াংশ মাত্র কাছে আছে । এই সংখ্যা নিয়েই রঞ্জাব তরফে "আমি কাজে লগে পড়ব।" ক্যামেরন বলিলেন,"ষ্ঠ হ'লে আর ইতস্ততঃ ক’রে কাজ নাই । আপনার তুরাধবনি শুনলে—ম্যাককলম মুরের বিরুদ্ধে যুদ্ধযাত্র করতে হবে শুনলে, এ সকল উপত্যকাভূমির একজন সৈনিক ৪ সে অঞ্চলানে সাড়া ন দিয়ে থাকতে পারবে না । গ্লেনগারি, কেপকূ এবং আমি পাকৃ:ই একজন যদি কোন অজুহতে যুদ্ধে কাপ দিসে না পড়ে, ও হলে তব আর রক্ষা নেই। কাল অর্থ ; পরশু সদ্ধের দিম—স দিন ম্যকৃঙোনেল বা কামেরন-বংশের নামপরি পোন লোকেই যুদ্ধে যোগ ন দিবে প। কবে না " তাহার কর ধারণ করিম মন9োঞ্জ বfললেন, “এই ত বারের মত ক%, বন্ধু ; সাধ যুদ্ধে জয় লাভ গুয়, আমি আপনাদের কথ। ভুলব ন—তু লৈ, আমাকে সঞ্চলে কাপুরুধ, অপদাৰ্থ বলুনে । এবার মাককলম মুরের দিকে আমি মুখ ফেরালুম, সর্দার ও নেভাদের তাড়াতাড়ি খবর দেওয়। হেঃক্ । আপনি এ শুভসংবাদ প্রথমেই এনেছেন, এখন আপনিই আমাদের সোজ। পথ দেখিয়ে এগিয়ে নিয়ে চলুন ।” ক্যামেরন বলিলেন, আমি ইচ্ছামুখেই করব । আমিষ্ট পথ দেখিয়ে প্রত্যবৰ্ত্তন করিয়েছি, অাবার আমিই আপনাদের পথ দেখিয়ে দেব ।” অনতিবিলম্বে চারিদিকে উৎসাহ ও উন্তেজনার চিহ্ন প্রকট হইল । যে যাহার বিশ্রাম-শয্যা ছাড়িয়া উঠিয়া দাড়াইল । মেজর ডেলগেটি তৃণশয্যায় শয়ন করিয়াছিল । সে শয্যাভ্যাগের সঙ্গে সঙ্গে বলিয়া উঠিল, “এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে একবারও ভাবিনি। কিন্তু এমন এক জন নেতা যাদের পরিচালিত করছেন, তার জন্য সবই কর('ষায় "' ৩য়—২৩ “ভা ত ኃፃፃ ডেলগেটি মন্ত্রণ-সভায় যোগ দিল । সে অনেক বাজে কথা বলিলে , মনট্রোঞ্জ তাহার কথা সকল সময়েই অভিনিবেশ সতকারে শুনিতেন । কারণ, বস্তুত: সামরিক অভিজ্ঞতা ও কৌশল ডেলগেটির যথেষ্ট ছিল বলিয়া ও বটে, এবং শুtহার যুক্তি অনেক ক্ষেত্রেই সুফল উৎপাদন করিত । তাহা ছাড়া ডেলগেটির যুক্তিতর্ক লষ্টয়া অন্যান্ত সদারের সঠিত তাহার আলোচনারও সুবিধা হইও । বৰ্ত্তমান ব্যাপারে ডেলগেটি সানন্দে অগিাইলের বিরুদ্ধে অভিযানের সমর্থন করিল । দষ্টান্তস্বরূপ সে উল্লেখ করিল যে, মহামভি গাইভস, বাভেরিয়ার ডিউকের বিরুদ্ধে অনুরূপ অবস্থার অভিযান করিম বিশেষ লাভবান্‌ হটয়াছিলেন । সদারদিগের আহব:নে সগ্নিচিন্ত প্রদেশের হাইল্যাগুরুর সমবে ই হইতে লাগিল । উহার যুদ্ধের অনুরাগী ছিল । নাহার! অল্পধাৰণে সমর্থ, এমন সমস্ত পরুষ মনট্রোজের পতাকা হলে সমবেত হইল। পরদিবস পাঠাড়ের উপর দিয়া সেনাদলের দিকে অগ্রসর ঠঠল । শত্রপক্ষ তাছাদের আগমন-সংবাদ জানিতে পারিল না । মনট্রোজ-বাঙ্গিনী যতই অগ্রসর হইতে লাগিল, সৈন্তসংগ্য! তই বাড়িতে লাগিল । মনর্দোজের উপস্থিত সৈন্যসংখ্যার চারিভাগের একভাগ সংখ্য নুং ন যুদ্ধে যোগ দিল । ক্যামেরণের ভবিষ্যৎবাণীই সার্থক হইল । মনটোঞ্জ যখন আগাষ্টলের অজ্ঞাতসাবে অগ্রসর গুইতেছিলেন, তথম সর্গিাইল ব্লকা নদীর ধারে উপস্থিত শুষ্টয়াছেন । ইনভারেরির প্রাচীন ফুর্গে আগষ্টির তথম সেন সন্নিবেশ করিয়াছিলেন । উপভাক ভূমিতেও ঠাঙ্গর অনেক সৈন্ত শিবির স্থাপন করিয়াছিল । আর্গাইল তখন অচেনস্ত্রেক ও আর্ডেনভরেব সহিত পরামর্শ কবিয়। নিশ্চি" ছিলেন যে, এবfই মনট্রোঙ্গের ধ্বংস শনিবাধ ! মনট্রোজ যে ভাবে পূৰ্ব্বদিকে পলাইতেছেন, ভাঙ্গতে উরি বা বেলেলির সঠিত তাহার সংঘর্ষ ঘটবেই । যদি উত্তর দিকে ষান, কাহা হইলে সিক্ষোর্থের কবলে গিয়া ভিনি পড়িবেন : মুদি মনট্রোঞ্জ কে প: ৪ অপেক্ষা করেন, তাহ হইলে তিন দল সৈন্তা একযোগে তাহাকে আক্রমণ করিয়া পিষিয়া ফেলিবে । অচেনব্রেক ধলিলেন, “এ সংবাদে আমার আনন হচ্ছে না, মিঃ লর্ড ; আমাদের হাতে না পড়ে জেমস্ গ্রাহাম ধ্বংস হলে, এটা আমার ভাল লাগছে ন! ! আৰ্গাইল শায়ারে তিনি যে কাণ্ড ক'রে এসেছেন, স্থাতে র্তার ঋণের মবে বেড়ে গেছে । আমি তাকে