পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ኃዓbo তাতে পেলে চাই । বক্তবিন্দুর বিনিময়ে রক্তবিন্দু চাই, এই হচ্ছে আমার কথ। । তৃতীয় ব্যক্তির হাতে তার সাজ। তবে, এ আমার অসহ ” আর্গাইল বলিলেন, “গ্রাঙ্গমের দেড়ের রক্ত কার অস্ত্রাঘাতে পড়বে, তা নিয়ে বিবেচনা করার দরকার কি ? আর্ডেনভর, আপনি কি বলেন ?” সার ডনকান্‌ বলিলেন, “আমি বলি কি, অচেনব্রেক যদি স্বম্বোগ পেয়ে মনটোজের হিসেব নিকেশ করতে চান, ত{ করতে পারেন । অামাদের থানায় থানায় খবর এসেছে যে, ক্যামেব মরা দলবদ্ধ হচ্ছে । বেন লেভিসেব ধারে তার সমবেত হচ্ছে । এর স্বারা মনে হচ্ছে, মনটোজের পলায়ন-পথে সাহায্য করবার জন্য নয়, তার অগগতির সাহায্যের জন্যই এ ব্যবস্থা ।” আর্গাইল বলিলেন, “অল্প কোন মতলব হয় জ্ঞ আছে । কিন্তু ক্যামেরণরা দলবদ্ধ হয়ে বড় জোর আমাদের পানাগুলো আক্রমণ করতে পারে ।* সার ডনকান বলিলেন, “আমি চারিদিকে ঢর পাঠিয়েছি। এপুনি খবর পাব, তারা কি উদ্দেশ্বে সৈন্ত-সমাবেশ করছে, আর কোথায় বা তাদেৰ সেনাদল পরিচালিত হবে " কিন্তু কোন সংবাদষ্ট শীঘ্ৰ মিলিল না । আকাশে চাদ উঠিবার পর শিবিরে শিবিরে চাঞ্চল্য দেখ। গেল । পরে দুর্গের মধ্যেও চাঞ্চল্য দেখা গেল— বুঝা গেল, সংবাদ কিছু আসিয়াছে । আর্ডেনভর যে সকল চর পাঠাইয়াছিলেন, তাকার কোনও ংবাদ সংগ্ৰহ করিতে ন পারিয়া ফিরিয়া আসিয়া ছিল । শুধু ক্যামেরনর। প্রস্তুত হইতেছে, এইরূপ একটা অনিশ্চিত সংবাদ আসিয়াছিল । অনেক সময় আসন্ন ঝটিকার বাৰ্ত্ত বিঘোষিত করিবার জন্যও ক্যামেরনরা ত্বরধ্বনি করিয়া থাকে যাহার। উৎসাহের বশবর্তী হইয়। আরও বেশী দূরে গিল্প। সন্ধান জানিতে গিয়াছিল, তাহাদের কেহ কেহ পর। পড়িয়াছিল, কাতারও প্রাণ গিয়াছিল, কেহ বা বন্দী হইয়াছিল । অবশেষে মনটোজ-বাহিনীর দ্রভ অভিযান-সংবাদ আৰ্গাইলের পূরোধী থানীয় পৌছিল । তখন উভয় পক্ষ, উভয় পক্ষের উপস্থিতি জানিতে পারিল । উভয়পক্ষ হইতে বন্দুকের গুলী ও তীর নিক্ষেপের পর উভয়পক্ষের পুরোবৰ্ত্তা থানার সেনাদল স্ব স্ব বাহিনীতে দ্রুতগতিতে প্রত্যাবৰ্ত্তন করিল। সার ডনকান ক্যাম্বেল ও অচেনত্ৰেক স্ব স্ব y আরোহণ করিয়া আসল ব্যাপার জানিবার সার ওয়াণ্টার স্কটের গ্রন্থাবলী জঙ্গ অগ্রসর হইলেন । আর্গাইল তাহার বাহিনী সঙ্গ মালভূমির উপর সেনাসন্নিবেশ করিলেন । মল:েজ পৰ্ব্বতের নান গোপনস্থানে এমন ভাবে র্তাঙ্গার বাহিনীর প্রধান ভাগকে লুকাইয়া রাখিয়াছিলেন যে, সেনাপতি-যুগল কোন ও মতেই মনট্রোজের সৈন্যসংখ্যার পরিমাণ জানিতে পারিলেন না । তবে তাহারা এষ্টটুকু বুঝিলেন যে, মনট্রোজের সৈন্যসংখ্যা তাছাদের সৈন্স অপেক্ষ অনেক কম । উভয়ে ফিরিয়া আসিয়া আর্গাইলকে সে কথা জানাষ্টলেন । আর্গাইল কিন্তু বিশ্বাস করিলেন ন। ষে, মনট্রোজ স্বয়ং সেখানে আসিয়ছেন । তিনি বলিলেন, "মনটোজের মত আশীবাদী ও এত অল্প সেনা বল নিয়ে এখানে যদি এসে থাকেন, তবে সেটা তার পাগলামি । এ অামি বিশ্বাস করিনে ! এর ভেম্বর অন্য চাল আছে ;* আর্গাইলের পক্ষভুক্তগণ উৎসাহে প্ৰদীপ্ত হইয়: উঠিলেন । পরদিবস সদ্ধারম্ভ হইবে । সকলেই সতর্ক ভাবে রাত্রিমাপণ করতে লাগিলেন : পৰ্ব্বক্ৰমালার শিখরদেশসমূহে উষার মুদ্র বিবধ আলোক দেখা দিবার সঙ্গে সঙ্গে উভয়পক্ষের নায়কগণ যুদ্ধার্থ প্রস্থত হইলেন । সেদিন ১৬৪৫খৃষ্টাব্দের ফেব্রুয়ার মাসের দ্বিতীয় দিবস । আর্গাইলের পক্ষভুক্ত সর্দাবগণ নদী ও হ্রদের মিলন স্তানের অনতিদূরে দুই শ্রেণীতে সৈন্য-সমাবেশ করিলেন । তাঙ্গাদের ভ}বগতি দেখিয়! মনে হষ্টতে পারে, তাহার। যুদ্ধজয়ের জন্য দৃঢ় সংকল্পে বদ্ধ । অচেন্‌ব্ৰেক শত্রুপক্ষের অগ্নগামী সেনাদলকে তখনই আক্রমণ করিতে উদ্ধ হু হইলেন ; কিন্তু আর্গাইল তাড়াতে বাধা দিলেম –ষ্ঠাতার উদে্যুৎ শত্রুপক্ষ আগ্ৰে আক্রমণ করুক । সে সম্ভাবন যে অসিন্ন, তাহার ইঙ্গিতও পাওয়া গেল। ক্যাম্বেল-দলের রণভেরী নিন।দিত হইল—ম্ভtহারা অtাকমণ করিতে তালিতেছে । আর্গাইল র্যাহার আধুীয়গণকে বলিলেন, “শুন্‌ছ ! আমি ঠিক বলেছিলাম, আমাদের প্রতিবেশীরষ্ট আক্রমণ করতে আসছে । জেমস গ্রাহাম ঠার পতাকা নিয়ে আসতে সাঙ্গস করেন নি ।” ঠিক সেই মুহূৰ্বে গিরিসঙ্কটের মধ্য হইতে তৃৰ্য্যধ্বনি হইতে লাগিল। সে তুর্য্যধ্বনি রাজপতাকায় অভিনন্দন-জ্ঞাপক । প্রাচীন কালে স্কটর। ঐভাবে রাজপতাকার অভিনন্দন করিত । সার ডনকান ক্যাম্বেল বলিলেন, “ঐ গুমুন, লর্ড । রাজার সহকারী থ'লে ধিনি নিজেকে ঘোষণা ক’রে থাকেন। এ তুর্য্যধ্বনি তারই ।”