পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এ লিজেণ্ড অব মনট্রোজ, আপনি কি মূল্য দিতে পারেন? এর উত্তর চাই, তা না পেলে আমি আর একটা কথাও বল্ব না।” সার ডনকানের কণ্ঠস্বর বিস্ময়, অবিশ্বাস, ঘৃণা, ও ভয়ে কম্পিত হইল। তিনি বলিলেন, “আমি পারি, কিন্তু তোমাদের উপর আমার বিশ্বাস নেই । তোমরা সব রকম মিথ্যা কথা বলতে পার । কিন্তু যদি সত্য কথা বল ত আমি তোমার সরু অপরাধ ক্ষমা করতে পারি ” রেণাল্ড বলিল, “শুনুন এর কথা ! মোর আপনি লর্ড মহোদয় । আমি শিবিরের সকলকে বলাবলি করতে শুনেছি যে, এনট লাইলী নীচ বরের সন্তান নয়, এটা জানবার জন্য আপনি আপনার যথাসৰ্ব্বস্ব দিতে পারেন । অবশু ভালবাসার বিনিময়ে আমি গুপ্ত কথা প্রকাশ করব না । এমন দিন ছিল, যখন জীবনরক্ষার জন্ত এই গুপ্ত কপী বান্দ্র করতে পারতাম । কিন্তু এখন বলতে চাচ্ছি কেন জানেন ? জীবন বা স্বামিদেবার চাইতেও যা প্রিয় তার জন্ত ! এনট লাইলী আর্ডেনভর দুর্গাধিপের ছোট মেয়ে । একমাত্র সস্থান ; আর সধাই মরেছে, শুধু সেই বেঁচে আছে ।” এনট লাইলী বলিল, “এ লোকটা কি সভা কথা বল্‌ছে ? না মায়া বা প্রবঞ্চনা ?” রেণাল্ড বলিল, “কুমারি, তুমি যদি আমাদের দলে বেশী দিন পাকৃতে, তা হ'লে উচ্চারণ স্বরেই আমরা সত কথা বলছি কি না, বুঝতে পারতে । লর্ড মেনটিথ ও সার ডনকানকে আমি আমার কথার প্রমাণ দেখাব ৷ এখন তুমি এখান থেকে যাওঁ । তোমাকে ছোট শিশুবেলায় আমি ভালবাসতাম । এখন তোমার যৌবনকাল, এখনো তোমাকে স্ত্রণ করিনে । গোলাপফুল কাট-গাছে জন্মালেও কেউ তাকে ঘুণ। করতে পারে না । শুধু তোমারই জন্ত আমি আজ এ কাজ করতে চলেছি । শক্রর উপর প্রতিশোধ নিতে গিয়ে যে নিষ্পাপ, তার ধবংসসাধন করতে পারি ন! লর্ড মেমটিথ বলিলেন, “ ঠিকই বলছে, এনট । ভগবানের দোহাই, তুমি এখান পেকে যাও । এর কাহিনীর ভেতর যদি কিছু সত্য থাকে, তা হ’লে সার ডমৃকান্‌কে প্রস্তুভ হ’তে হবে ।” এনট বলিল, “আমার বাবাকে যদি ফিরে পেয়ে থাকি, এ অবস্থায় আমি তার কাছ-ছাড়া হব না ।” সার ডনকানু মৃদ্ধগুঞ্জনে বলিলেন, “আমাকে তুমি পিতা বলেই ভাব ।” , মেনটিথ বলিলেন, “তা হ’লে রেণাল্ডকে আমরা ぬbー。 পাশের ঘরে নিয়ে ষাট । সেখানে আমি সব প্রমাণ ংগ্ৰহ করব । সার ডুগাল্ড ও এ বিষয়ে সাহায্য করবেন ।” * সার ডুগাল্ড বলিল, “গুপী মনে এ কাজ আমি করব । আমি আপনাকে সব রকমেষ্ট সাহায্য করতে পারব । আমি আগে ইনভারেরি ফুর্গে এ কাহিনীর কথা শুনেছিলুম, কিন্তু যুদ্ধে সব গুলিয়ে গিয়েছিল ব’লে মাথায় কিছু নেই এর চেয়েও গুরুতর ব্যাপারের চিন্তু আমার মনে ছিল ।” এই স্পষ্ট উক্ত শুনিয়। লর্ড মেনটগ ডেলগেটির দিকে তীব্র কুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করিলেন । কি ধু মেজর তাঙ্গা দেখিয়া ও দেখিল না ; দ্বাবিংশ পরিচ্ছেদ I am as free as nature first made man, Ere the base laws of servitude began, When wild in wouds the noble savage ram. Conquest of Granada. আল মেনটিথ রেণার্ল্ডের কথি ঠ কাহিনীর সত্যাসত্য নির্ণয়ের জন্ত সন্ধান লইলেন । দম্পতির দুই জন অনুচর পথিনির্দেশের জন্ত সেনাদলে যোগ দিয়াছিল । তাহাব! রেণাল্ডের উক্তির সমর্থন করিল । তাছাদের উক্তির সঠিত দুর্গের ধ্বংস-সংক্রান্ত বিবরণ ও মিলাইয়। দেখিলেন । সার ডস্কামের পরিবারবর্গের কেক কেত উপস্থিত ছিল, তাহারাও ধাত বলিল, তাহার সহিত রেপাল্ডের কাঙ্কিণী মিলিয় গল ! নস্য যে একট। বাঞ্জে লোকের কন্যাকে সার ডল্‌কানের সস্তান বলিয়া চালাইয়া দিবে, 'ষ্ঠাঃ সম্ভবপর নহে ; মেনর্টিথ এ কাঠিম; বিশ্বাসযোগ্য বলিয়। মনে করিলেও আরও সন্ধান লইলেন । দম্যদলের আরও ষষ্ঠারা জীবিত ছিল, তাঙ্গারা এক বাক্যে রেণাল্ডের উক্তিরই সমর্থন করিল—কোথা ও এতটুকু অসামঞ্জস্ত দেখা গেল না । শুধু ভাঙ্গত সার ডনকানের কস্তার অঙ্গে একটা বিশিষ্ট চিই ছিল, এনট লাইলীর লেতে তাহা হুবহু মিলিয়া গেল । তাহ ছাড়! সার ডনকানের নিষ্ঠত অপর সস্তানদিশের অবশেধ পাওয়া গিয়াছিল, কিন্তু ছোট মেয়ের দেহাবশেষ পাওয়া যায় নাই ! এইরূপ প্রমাণের পর লর্ড মনট্রোজও মানিয়া লক্টলেন যে, এনট লাইলা সার ডনকানেরই সপ্তান । র্তাহার! সকলেই এই অপূৰ্ব্ব সুন্দরীকে অতঃপর বিশেষ সম্মানের দৃষ্টিতে দেখিতে লাf