পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Σ δο মেনটিথ তখন ভাড়াতাডি শুভ সংবাদটা সকলকে জানাইবার জন্স চলিয়া গেলেন । রেণাল্ড তাহার পৌত্রকে ডাকিয়া পাঠাইল । তাহাকে অল্প সন্ধানেই পাওয়া গেল । পিতামহের নিকট সে নীত হইল । বুদ্ধ দস্তা-সর্দার বলিল, “কেনেথ, তোমার পিতামহের শেষ কথাগুলে। শুনে রাখ ; এক জন স্ত্যাক্সন সৈনিকের সঙ্গে আলান খানিকক্ষণ হ'ল চ'লে গেছে । তুমি তার পেছনে ছুটে যা ৪ হ্রদ সাওরে, পাহাড় ডিঙ্গিয়ে, বনবাদীড ভেঙ্গে ছুটে ষাও । যতক্ষণ তাদের দেখা না পাবে,কোথাও থাম্বে না –তোমার ছোর তার বুকে বসিয়ে দিও না । তারা তোমাকে এখানকার খবর জিজ্ঞাস করবে। তুমি বলবেন, এনট লাইলী সার ডনকানের মেয়ে । সব সংবাদ প্রকাশ পেয়েছে । লর্ড মেনটিগের সঙ্গে এনটের বিয়ে তবে । সকলকে বিয়েতে উপস্থিত থাকবার জন্ত তোমাকে নেমস্তন্ন করতে পাঠান হয়েছে । তার কি দত্তর দেয়, তা গুনবার জন্য তুমি দেরী করবে ন! ! সংবাদ দিয়েই উধাও হয়ে যাবে । যাও, প্রিযতম, তোমার সঙ্গে এ জীবনে আর স্ব1মার দেখা হবে না । দাড়াও, আর একটা কথ; শুনে যা ৪। আমাদের জাতের অদুষ্ট্রে যা ঘটে গেল, তা স্মরণ রেখ, আমাদের দলের প্রাচীন রীতি-নতি ত্যাগ করে না কখনো ! আমাদের দলের সংখ! ক’মে গেছে—-সবাই আমাদের ধ্বংস করতে চায় । বনের মধ্যে, পাহাড়ের উপর নিজেদের স্বাধীনতা বঁচিয়ে রাখবার চেষ্ট৷ এটা তোমার জন্মগত অধিকার : ক্রসের করবে । বিনিময়ে, ঐশ্বর্ষের বিনিময়ে স্বাধীনতা বিক্ৰী BBS BBS BBS BBSBBS BYS ttDS BBSK করেছে, প্রাণ দিয়ে, দেহের রক্ত দিয়ে তাদেব উপকার করবে। যদি ম্যাকআলীন বংশের কোন লোক রাজার ছেলের কাটা মুণ্ড ঠাতে ক’রে তোমার আশ্রয় চায়, তাকে আশ্রয় দেবে । পেছনে রাঙ্গার বিপুল সেনাদল আসছে ব'লে ভয় পেও না। ডায়ারমিডের ছেলেরা, ডারমৃলিনভারাটের বংশধররা, মেনটথের ছেলেমেঘেরা তোমার বাধ্য । যদি হাতে পেয়ে তাদের উপর প্রতিশোধ না নেও, আমার অভিশাপ তোমার উপর পড়বে। তুমি দেখবে, এর পর ওব নিজেরাই মারামারি ক’রে মরবে । যারা পালাবে, দুস্ত্যদলের কান্তে তাদের প্রাণ যাবে । যা ৪ বংস ! ভ্রুতবেগে ধাবিত হও— উল্কার বেগে চ’লে যাও । তোমার বংশের স্বার| শত্ৰু, তাদের নিপাতের ব্যবস্ত কর।” - সার ওয়াণ্টার স্কটের গ্রন্থাবলী কিশোর বর্বর নত হইয়া পিতামহের ললাট চুম্বন করিল। কিন্তু বাল্যকাল হইতেই বাহিরে কোন প্রকার উত্তেজনা যাহাতে প্রকাশ না পায়, সে শিক্ষা তাহার হইয়াছিল। তাই তাহার চোখে এক বিন্দু ও অশ্রু ছিল না । মুহূৰ্ত্তমধ্যে সে মনট্রোজের শিবির ত্যাগ করিল। সার ডুগান্ড ডেলগেটি উক্ত দৃপ্তের শেষভাগে সেখানে উপস্থিত ছিল । সে বলিল, “বন্ধু রেণাল্ড, তুমি ত পরপারে চলেছ । মারামারি, কাটাকাটি, ধ্বংস, আগুন দেওয়া প্রভৃতি কাজ হ’ল সৈনিকের ধয় । তার সে কাজ সমর্থন কর। যেতে পারে । কারণ, সেট। তাব কৰ্ত্তব্যের অঙ্গ । আমরা রোজ অনাচার অত্যাচার করেছি, কিন্তু ভগবান আমাদের সে কাজ মার্জন করবেন । কিন্তু মৃত্যুকালে সৈনিককেও ধৰ্ম্ম-যাজকের কথা শুনতে হয়, উপদেশ নিতে স্তম্ব ! আমি রাজপুরোহিতকে ডেকে নিয়ে আমি । ত ত'লে মুতু্যকালে খৃষ্টানের মভ তোমাব প্রাণ বের হয়ে যাবে |" দম্পত্রি উত্তরে শুধু জনষ্টিল যে, তাহাকে এমন ভাবে শেয়াচয় দেওয়া হউক, ধাহাতে সে বাতায়নপথে দুর্গের দৃপ্ত দেখিণ্ডে পায় । ভাস্থার প্রার্থন অনুসারে কাজ কর গুইলে সে বলিল, “আত্মা ! তামাকে আমাদের পূৰ্ব্বপুরুষ বলা হয় । আমার যন্ত্রণ শেষ হ’লে আমাকে তোমার অন্ধকার রাজ্যে ঢেকে ফেলে দি ৪ অনেক বfর এ রকম আশ্রয় তুমি দিয়েছ ” কথাশেষের সঙ্গে সঙ্গে সে পাশ সিরিয়ু{ প্রাচীরের দিকে মুখ করিয়া শয়ন করিল । আর কোন কথা বলিল ন । ডেলগেটি বলিল, “আমার বন্ধু রেণাল্ডের হৃদয়ে পৌত্তলিকতা ছাড়া কিছু নেই । মনট্রোজের সামরিক বিভাগের ধৰ্ম্ম-যাজক ডা: উইশ তার্টকে আনা যাক্ । তিনি তোমার পাপ ধুয়ে দেবেন, বন্ধু।" মরণাহত দস্য বলিল, “পুরোহিতের কথা আমি শুনতে চাইনে । আমি মুখে, শাস্তিতে মরতে চলেছি। আপনি কি এমন লোকের কথা শুনেছেন, যার বিরুদ্ধে সমস্ত অস্ত্র ব্যর্থ হয়— গুলী যার দেহে বিদ্ধ হয় না, ধনুকের শর তাকে দেখে কম্পিত হয়, যার নগ্ন দেহ অস্ত্রাঘাতে বিদ্ধ হয় না? এমন লোকের কথা শুনেছেন ?” সার ডুগাল্ড বলিল, “অনেকবার—আমি যখন জাৰ্ম্মাণীতে ছিলাম, তখন ইনগলুঃাড নামে এক জন লোক ছিল, অস্ত্র বা গুলী তার শরীরকে বিদ্ধ করতে