পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দি ব্রাইড অব ল্যামারমুর চতুথ পরিচ্ছেদ Through tops of the high trees she did descry A little smoke, whose vapour, thin, and light, Reeking aloft, uprolled to the sky, Which cheerful sign did send unto her sight, That in the same did wonne living wight. Spenser. লুসী তাছার পিতাকে পথ দেখাইয়া লইয়। চলিলেন । লর্ড কিপার রাজনীতি এবং নিজের সামাজিক ব্যাপার লইয়া এত বাস্ত থাঝিতেন সে, নিজের বিস্তুত জমাদাবীর কোথায় কি আছে, তাহার কিছুই জানিতেন ন! I প্লাষ্ঠী বেশীর ভাগ সময় তিনি এ ৬নবরায় যাপন করিতেন । এলিস ম{৩ার সহিত গ্রীষ্মকাণটা বা৪েল্সউচএ ধাপম করিতেন । লুলার অন্য কোন আমোদ-প্রমোদে অনাসক্তি হেতু, চারিদিকে ঘুরিয৷ বেড়াইক্রেম । এজষ্ঠ পথ-ঘাট সবই তাহার সুপরিtি, s ছিল ! লর্ড কিপার প্রকৃতির সৌন্দর্যোর সম্বন্ধে অন্ধ ছিলেন ন! ! সুন্দরী কস্ত। যখন ঠাহীর বাহুলঘ্ন হইয়! চলিতে চলতে চার দিকের মধুর সৌন্দর্যের প্রতি তাহার দৃষ্টি আকৃ% করিতে লাগিলেন, ৩থন লর্ড কিপার আরও অভিভূত হইয়। প্রকৃতির বিচিত্র মাধুৰ্য্য-সুষম উপভোগ করিতে লাগিলেন । একটি পাহাড়ের শিয়ে রদ এলিসের কুটার । লুসা পিতাকে লইয়া সেক্ট কুটীরের কাছে উপনীত হইলেন । কুটীরের অবস্থা ভাল নহে । তাই ন৷ হইলেও, ফুটার-স্বামিনার আকৃতি দেখিলে মনে হয় না, দারিদ্র্য, দুঃখ-কষ্ট অথবা বাঞ্চক এই বিশিষ্ট নারীর মনে প্রভাব-বিস্তার করিতে সমর্থ হইয়াছে । একটি প্রাচীন বৃক্ষমূলে, তুশাসনে বৃদ্ধ বসিয়া ছিল । তাহার আকার দীর্ঘ, মহিমামণ্ডিত ; তবে বয়সের ভারে ঈষৎ মুক্ত হইয়া পড়িয়াছে। কৃষকনারীর পরিচ্ছদ ভাস্থার অঙ্গে থাকিলেও, উহা বিশেষ পরিচ্ছন্ন। সে যে শ্রেণীর নারী, তাছাদের বেশভুষ৷ এত পরিচ্ছন্ন থাকে না । শ্ৰদ্ধার পরিচ্ছন্ন-প্রিয়তা এবং রুচি অনন্যসাধারণ । তাহার মুখভঙ্গী এমনই চমৎকার যে, দর্শক বিস্ময়ভরে তাহার সহিত সশ্রদ্ধ ব্যবহার না করিয়া পারে না । অথচ তাহার বেশ రి ভূষার সহিত ভাস্কার মুখভঙ্গীর কোনও সামঞ্জস্য রাখা যায় না। ধোঁবনে যে সে সুন্দরী ছিল, তাহা তাহার চেষ্কার দেখিলে এখনও বুঝা যায়। তবে সে সৌন্দর্ঘ্যে একটু পুরুষোচিত ভাব মিশ্রিত अitझ् । o'. " লুণী ক্ষুদ্র উদ্যানের ফটকের চবি খুলিয়া ফেলি।" তার পর বুদ্ধার মনোযোগ আকর্ষণ করিবার উদ্দেশ্যে বলিল, “এলিস, আমার বাবা ভোমার সঙ্গে দেখা কবৃন্তে এসেছেন ।” কণ্ঠস্বরে দিকৃনির্ণয় করিয়া বুদ্ধ মাথা হেলাষ্টয়া বলিল, “মিস গ্যাস্টম, তাকে প্রামি সমাদরে অভ্যর্থনা করছি, তোমার সম্বন্ধেও তাই ।” এপ্লিসের বাহিরের চেষ্ঠারায় লর্ড কিপার ধিস্মিত গুইয়ছিলেন । তিনি ভাবিলেন, কথাবার্ভাতেও হয় ত বুদ্ধ অঙ্গরূপই হুইবে । তিনি বলিলেন, “বুড়ীম, সকালবেল তোমার মধুচক্রের পক্ষে খুবই ভাল বলে মনে হচ্ছে ।" এলিস উত্তর করিল, “লৰ্ড মহোদয়, আমারও তাই মনে হয় । অন্যদিনের অপেক্ষ। আজ বাতাসটা স্নিগ্ধ বোধ হচ্ছে ।" প্লাষ্ট্রনীত্তিক বলিলেন, “বুড়ী মা, তুমি নিজে মৌমাছিদের ভার নিশ্চয় নিতে পার না। তবে তাদের চালা ও কি ক’য়ে ?” এলিস বলিল, “রাজাদের যেমন প্রতিনিধি আছে, আমারও তেমনি আছে । আমার এক জন মন্ত্রীপ্রধান মন্ত্রা আছে ।" একটি বেীপ নিৰ্ম্মিত বঁাশী তাহার গলদেশে বিলম্বিত ছিল । এলিস হাতে যুদ্ধ-ফুৎকার দিল । উহ! শুনিয়। এ স্কট পঞ্চদশী কিশোর কুটীর হইতে বfঙ্গ - তহল । বৃদ্ধার স্থায় পরিচ্ছন্ন না হইলেও, তাহার সব্বাঙ্গে পরিচ্ছন্নতাঁর ছাপ ছিল । ” রন্ধ বলিল, ববি, লর্ড কিপার এবং মিস অ্যালুটনকে কিছু কটা ও মধু এনে দেও ! বেশ পরিষ্কার-পরিচ্ছন্নভাবে যদি আনতে পার, তোমার বোকামী ওঁaা ক্ষমা করবেন " ৰেবাঁ যত্নসহকারে মনিবের আদেশ প্রতিপালন করিল । লর্ড কিপারকে সে পূৰ্ব্বে কখনও দেখে নাই, অথচ তাহার সম্বন্ধে অনেক কথাই শুনিয়াছিল । তাই সে মাঝে মাঝে সবিস্ময়ে তাহার দিকে চাহিয়া দেখিতেছিল। একটি কদলীপত্ৰেৰ উপর মধু ও রুট পরিবেষিত হইল । উ-হারা তাহ গ্রহণ করিলেন । লর্ড কিপার একটি শুষ্ক গাছের গুড়ির উপর বসিয়াছিলেন । তিনি বৃদ্ধার সহিত আলোচনার জন্য