পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/২০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३ १० থাকেন । আর এক জন আহার যোগাইয়া থাকেন। উ মায়ের সঞ্ছিত লভেলের পরিচয় করাইয়া দিলেন । কিন্তু উভয়কেই তিনি গোপনে সতর্ক করিয়া দিলেন যে, এই যুবক মি: ভেলকে তিনি মুখকর সঙ্গী বলিয়া জানেন । উভয়ে একই গাড়ীতে আসিয়াছেন । তাঙ্গার বেশী কোন দায়িত্ব তিনি দুইবেন না । অর্থাং যুবক যদি ফেয়ারফোর্টে থাকা কালে ঋণ করিয়ু বম্মেল, তিনি কিন্তু সে সব টাকার জন্য দায়ী থাকিবেন না । যুবকের ভদ্র ব্যবহাক, পোযfকপঞ্চিচ্ছদ এবং কাপড়-চোপড়ের বড় ট্রাঙ্গ { গু!হাজে পরে ঐ বাক্স ঠিকানায় তাসয় পৌছিয়াছিল ) দেখিয়া উভয়েই বুঝিয়াছিল, লেপটাল মূল্য আছে । ভবঘুরে নহেন । - 1He had a routh Q'auld nick packets, Rusty airn cups, and jinglinjackets, Would held the Loudon, three in fickets A towmond gude ; And parritch-pats; and auld saut backets, Afore the flude. Burns. ফেয়ার ফোর্টের নূতন বাসগৃহে স্থিতি হইয়া মিঃ লভেল স্থির করিলেন, সঙ্গযাত্রীর গুহে এক দিন দেখা করিতে যাইবেন । কিন্তু তাড়াতাড়ি তিনি দেখা করিতে গেলেন না । কারণ, বুদ্ধের সহিত আলোচনাকালে তিনি লক্ষ্য করিয়াছিলেন যে, বৃদ্ধ তাহার অপেক্ষ সকল বিষয়ে বড়, এই ভাবটা কপী-প্রসঙ্গে জানাইয়া দিবার চেষ্টার ফ্রট তিনি করেন নাই । যুবক তাহাতে মনে করিয়াছিলেন যে, এক বয়সের পার্থক্য ছাড় বৃদ্ধ তাহার অপেক্ষ কোন অংশেই শ্রেষ্ঠ নহেন। এডিনবরা হইতে র্তাহার আসবাবপত্র না আসা পর্ষ্যস্ত তিনি প্রতীক্ষা করিয়া রছিলেন । সে যুগের কেতাদুরস্ত পরিচ্ছদ পরিধান না করিয়া তিনি- বুদ্ধের সহিত দেখা করিবেন না স্থির করিয়া রাখিয়াছিলেন । নিজের পদমৰ্য্যাদার উপযোগী বেশ-ভুষাৰ্তাহাকে করিতেই হইল। ফেয়ার ফোর্টে আসিৰার পঞ্চম দিবসে, তিনি পথ-ঘাটের সন্ধান লইয়। মঙ্কধারনস্ অভিমুখে স্বাত্রা রিলেন । এক বৃক্ষলতা-সমাচ্ছন্ন পাহাড়ের উপর সার ওয়াটার স্কটের গ্রন্থাবলী দিয়া দুই তিনটি গুমিলক্ষেত্র অতিক্রম করিয়া তিনি বৃদ্ধের প্রাসাদোপম অট্টালিকায় গিয়া পৌছিলেন । সমুদ্রতট সেখান হইতে বেশ দেখা যায়। অট্টালিকাটি বেশ নির্জন স্থানে অবস্থিত । নগর হুইতে উহ। দূরেই অবস্থিত। ৰাষ্ট্ৰীটি পুরাতন আদর্শে নিৰ্ম্মিত । বাড়ীর একাংশ বেলিক্ষ বাস করে। পূৰ্ব্বে মঠসন্ন্যাসীদিগের অধিকারে ঐ অট্টালিকা ছিল । জমিদারভধন-সংলগ্ন উদ্যানে একটি আসনে লভেল সুস্থস্বামীকে উপবিষ্ট দেখিলেন । তিন চোখে চশম ""াটিয়; “লণ্ডন ফ্রনিকেল" পড়িতেছিলেন । গ্রীষ্মের বt s{স পরে মন্ত্রর ধ্বনি জাগাইয়া বহিয়া যাইতেছিল ; দূরে সমুদ্র-সৈকতে তরঙ্গের ঘাত-প্রতিঘাত শুইতেছিল। বাতাসে সে শব্দ ভাসিয়া আসিতেছিল । সহমত্রীকে আসিন্তে দেখয় মি: ওল্ডবক্‌ তখনই আসন ছাড়িঃ উঠিয় দাড়াইলেন এবং সাগ্রহে কয়কম্পূন করিলেন । তিনি বলিলেন, “আমি ভেবেছি সুম, আপনি বুঝি অার এলেন ন! ! ফেয়ারফোটের লোকদের ব্যবহারে বিরক্ত হয়ে বোধ হয় চ'লে গেছেন । আমার পুরাণে। বন্ধু—প্রত্নত্তাত্ত্বি ক বন্ধু মাকগ্রিবও ঐ রকম ক’রেযাবার সময় তিনি শামার একটা সিরীয় দেশের মেডেল এ নিয়ে গিয়েছিলেন ,“ “মশাই, আমার সম্বন্ধে ওরকম কুৎপিন্ন ধারণা আপনার তযু স্তমূমি !"

  • যদি আপনি সীমার সঙ্গে দেখা না করেই চ'লে যেতেন, তা হ’লে ঠি রকম আপনার সম্বন্ধে খারাপ ধারণ আমার হত । যাব, আপনি আমার সঙ্গে তালুন ! আমার জিনিষপত্র সব আপনাকে দেখাই । তাfমার ঘরকে কারা কক্ষ বর্ণা ও চলে । এখানে দুটি মেস্থেলোক আছে বটে, (সহোদর ও ভাগিনেয়াকে উল্লেখ কব্লিয়াই তিনি উই! বলিলেন ) কিন্তু এখানে আমি আমার ভূতপূৰ্ব্ব জন ও প্রিমেলর মন্তই নিৰ্ব্বাসি ভভাবে কাল কাটাচ্ছি । প্রিমেলের কবর আপমাকে পরে দেখাব ।”

একট। ছোট দ্বারপথে তিনি অতিথিকে ভিতরে লষ্টয়া চলিলেন । কিন্তু ভিতরে যাইবার পূৰ্ব্বে তিনি একটা শিলালেখের প্রতি লভেলের দৃষ্টি আকৃষ্ট করিলেন । লেখাটি পাঠের অধোগ্য হইয়া প্রায় উঠিয়া গিয়াছে । তিনি বলিলেন, “মিঃ লভেল, কত কষ্ট ক’রে এই লেখার উদ্ধার করতে হয়েছে, তা আপনি জানেন না । নিজের অপহৃত ছেলের জন্যও কোন জননী এত ঘোরাফের করেননি—অামি কত দেশই না এর জন্য ঘুরেছি—কিন্তু কোন ফল হয়মি । তবে ঐ যে দুটো ছিলেন ।