পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দি এ্যাণ্টিকোয়ারি বা প্রত্নতাত্ত্বিক এখা দেখতে পাচ্ছেন—এল্, ভি (IV), ও থেকে বাড়ীর জন্মকাল আমি নির্ণয় করেছি ; একটু ওয়ালiডমির চতুর্দশ শতাব্দীর মধ্যভাগে এই বাড়ী তৈরী করেছিলেন ।” বুদ্ধকে খুপী করিবার উদেণ্ঠ লভেল বলিলেন, “আমার মনে হয়, এটা যেন অনেকট বিশপের মাথার টুপীর সঙ্গে সাদৃশ্যপূক্ত ” "বাঃ! তাই ত ! ঠিক বলেছেন । এটা আমার মাথায় আসেনি । ছোকরাদের চোখ কত সাফ ! এই বটে, বিশপের মাপার টুপীর সঙ্গে সব রকমেই সদগু দেথা যায় ।” প্রকৃতপ্রস্তাবে সাথে কিছুষ্ট ছিল না। কিন্তু প্রত্নতাত্ত্বিকের মস্তিষ্ক ইহা গইয়! গবেষণী-তৎপর হইল । তিনি বলিন্তে পলিতে চলিলেন, “ঠিক বিশপের টুপীই বটে । আমি জানি, ম্যাকগ্রিব এ কথা স্বীকার করবেন না । কিন্তু আমি ঠিক বুঝেছি । চতুর্দশ বা পঞ্চদশ শতাব্ণতে এবট ট্রনকোসির নাম পার্লামেণ্টে সকলের অাগে ছিল । আপনি সাবধানে আসবেন, আর তিনটে ধাপ মোটে আছে—দেখবেন ক্টোচট খবেন ম? সেন ।" মিঃ গুড়েবক গোল সোপানাবলীর শেষ প্রান্তে 'ঃপনীত হইলেন । তার পর নিজের বমি বীর ঘরের দরজা পুলিলেন । তার পর সঙ্গস বলি উঠিলেন, "আরে, তুষ্ট এখানে কি করছিস ?" নয়চরণ একটি পরিচারিক সম্মার্জনী ক্ষেণের দিয়া দ্বতপদে সেখান ইষ্টতে পলায়ন করিল । একটি শাস্তুপ্ররতি মহিলা পরিচারিকার কাজ দেখিঙেছিলেন । তিনি স্থান ত্যাগ করিলেন না ; মহিলাটি বলিলেন,“বাস্তবিক, মাম! বাবু, আপনার এ ঘর দেখা যায় না । জেসিকে নিয়ে আমি সবে পরিষ্কার করতে আরম্ভ করেছিলুম ! যেখানে য। ছিল, সে সেখানেই তাই রেখে দিয়েছে ।" বৃদ্ধ বলিলেন, "কিন্তু জেসি বা তুমি কেন আমার এ ঘরে এসেছ ? তোমার নিজের কাজে চ'লে যাও, বাদরি । এখানে আর কখনো এসো না । নইলে কাণমল খাবে ব'লে দিলুম । মিঃ লভেল, সত্য বলছি, ওদের পরিষ্কার করার অছিলার জ্ঞlলায় আমি অস্থির! এই রকম ক’রে আমার কত জিনিষ যে হারিয়ে গেছে, ত! আর বলা যায় না।” ইত্যবসরে যুবতী মি: লভেলকে অভিবাদন করিয়া সেখান হইতে প্রস্থান করিলেন । প্রত্নতাত্ত্বিক বলিলেন, “ষে রকম ধূলো ঝাটিয়ে ভুগেছে, তাতে আপনার নিশ্বাস বন্ধ হয়ে যেতে পারে, २०> মি: লভেল । ওবে আপনি নিশ্চিস্ত থাকুন, এ ধূলে অতি প্রাচীন যুগের, অতি নিরীহ এবং শাস্ত । এই মেয়েগুলো যদি তাদের জাগিয়ে ন তুলতো, ত আর একশ বছর তার। এখানে চুপ ক’রে লুকিয়ে থাকৃত ” বাস্তবিক এমন ধুলার অস্তুরাণ স্পষ্ট হইয়াছিল যে, মিঃ লণ্ডেল বহুক্ষণ ঘরের মধ্যে কি আছে, তাহ। সুস্পষ্ট দেখিতে পাইতেছিলেন না । স্বরটি বড়, চারিদিকে অলিমারী ও তাক, মোট মোট বাধান বই সাঙ্গন রহিয়াছে। ভূমিতলেও অসংখ) গ্রন্থ জমিয় রহিয়াছে। টেবলের উপরেও স্তু,পাকার গ্ৰন্থরাজি । বিবিধ প্রকার প্রাচীন দ্রব্য ঘরের মধ্যে সংরক্ষিত, কিন্তু সমত্ব-সংরক্ষি স্থা নহে ৷ এলোমেলে। ভাবে বহু প্রকার জিনিষ সেখানে ভিড় করিয়া রহিয়াছে । বসিবার উপযোগ চেয়ারগুলিও নানা দ্রব্যে পরিপূর্ণ। মাৰ্চ ষ্টউক, অবশেষে কোন ও মতে অতিথিকে একথামি চেয়ারে বসাইয়! তাঙ্গার সংগৃহীত পুরাতত্ত্বসংক্রান্ত দ্রব্যগুলি দেখাইতে আরম্ভ করিলেন । বুদ্ধ বণিলেন যে, এই সকল পুরাতন জিনিষ সবই যে তিনি অধিক অর্থ বন্থে সংগ্ৰহ করিয়াছেন, তাহ! নহে । পুরাতন জিনিষের কদর গোপী লোক বুঝে না । কিন্তু অভিজ্ঞ তাই। দেখিবামাত্রই চিনিতে পারে । এজন্ত অনেক সময় সতর্কভাবে অধিক অর্থ না দিয়! এগুলি সংগ্ৰহ করিতে হয় । লভেল সকল দ্রব্যের মূল্য না বুঝিলেও, মুখে প্রশংসা করিয়া চলিলেন । ৪ল্ডবক দেখাইলেন, এই গ্রন্থখানি অমুক গ্রন্থকারের প্রথম রচনা । লেখক এষ্ট হস্তলিখিত পাণ্ডুলিপি নিজের হাতে সৰ্ব্বশেষে সংশোধন করিয়াছেন । কাজেই উহার মূল অসামান্ত । মিঃ ৪ল্ডবক বলিলেন, “আপনি সু ও শুনে হাসছেন । ভ। আমি সে জন্য দুঃখিত হব না । সুবকর এ সব জিনবের কদর বোঝে না। কিন্তু যখন চোখে চশমা পরবেন, তথম বুঝতে পারবেন, এ সব জিনিষ ফেলুনা নয় । আচ্ছ। দাড়ান, আপনাকে একটা অতি পুরাতন জিমিঘ দেখাব ৷ দেখলেই আপনি বুঝতে পারবেন, তার মূল্য কত বেশী ।” ওল্ডবক একটি টন। চাবি দিয়া খুলিলেন এবং এক তাড়া চাবি বার্টির করিলেন । ভার পর পর্দ। সরাইয়া একট। ছোট কুঠুরীর দরজায়ু চৰি ঘুরাইলেন। কামরার মধ্যে দুই তিন ধাপ নামিঃ। তিনি দুইটি দীর্ঘকায় পান-পাত্র বাহির করিলেন । একট। ছোট বোঙলও টানিয়! বাহির করিলেন।