পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০২ তিনি বলিলেন, “এই যে রূপে। দিয়ে তৈরী আধারটা দেখছেন, এটা ফ্লোরেনটাইন বেনভেনমুটে সোলসির তৈরী। এর কারুকার্য্য সম্বন্ধে আমি কিছুই বলুব না । কিন্তু, মিঃ লভেল, আমার পূৰ্ব্বপুরুষরা এই পানপাত্রে মুর ঢেলে পান করতেন । আপনি নাটকের উপাসক, সুতরাং জানেন, এ রকম জিনিষ কোথায় পাওয়া যেত। আপনি ফেয়ারপোটে বেড়াতে এসে এই নতুন জিনি ঘটা দেখে গেলেন ।” লভেল বলিলেন, “মশাই, আপনার এ রকম অপূৰ্ব্ব সংগ্ৰহ আরও বাড়তে থাকুক ! এই সব মূল্যবান জিনিষ সংগ্রহ করতে আপনাকে যেন কণ্ঠ ভোগ করতে ন হয় ।” অতঃপর মিঃ লেভেল বিদায় লইলেন । মিঃ ওল্ডবল ঠাহাকে কতক দূর আগায়। গেলেন পথে দুই একট। অদ্ভুত জিনিসও তিনি দেখাইপ! দিবেন বলিলেন । 앙 The pawkio auld curle “an ower the lea, Wi’ mony good-e'ens and good inorrows to me, Saying, Kind Sir, for your Courtesy, Will ye lodge a silly puir man 2 The Gaborlunzie Man. একটি ছোট বাগানের মধ্য দিয়া দুই অসমবয়স্ক বন্ধু অগ্রসর হইলেন । বাগানের আপেল গাছ গুলি ফলভরে অবন ত হইয়া পড়িয়াছিল । মঠ যখন এ অঞ্চলে ছিল, তখন সন্ন্যাসীরা যে অলস জীবন যাপন করিতেন না, ফলবন বৃক্ষগুলি দেখিলে তাহাই প্রতীয়মান হইবে । বাগানের কথা, ফলের কথা বণিতে বলিতে প্রত্নতাত্ত্বিক অগ্রসর হইতে লাগিলেন । একটা শস্তক্ষেত্রের মধ্য দিয়া গমনকালে ওল্ডবক্‌ বলিলেন, "মিঃ ণভেল, একটা ভাল জিনিষ দেখুন।” চারিদিকে দৃষ্টিপাত করিয়া তাছার সঙ্গী বলিলেন, “এখান থেকে চারিদিকের দুগু চমৎকার দেখাচ্ছে ।” "সত্য বটে, কিন্তু এ দৃপ্ত দেখবার জন্য আপনাকে এখানে অলিনি। একটা বিশিষ্ট জিনিষ আপনি কি দেখতে পাচ্ছেন না? মাটার উপর কিছু দেখতে পাচ্ছেন না ?” "হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাচ্ছি। একটা খানা— খাত অস্পষ্ট দেখা যাচ্ছে ।" সার ওয়ান্টার স্কটের গ্রন্থাবলী “অস্পষ্ট —ক্ষম করবেন, আপনার দৃষ্টিশক্তি অস্পষ্ট বোধ হয় । বেশ স্পষ্টই ত দেখা যাচ্ছে । আমার ভাগিনেয়ী পর্য্যন্ত স্পষ্ট দেখতে পেয়েছে, মশাই! আপনি পাচ্ছেন না ? অস্পষ্ট !—নিৰ্ব্বেধ চাষার মাটী চষে ফেলেছে, তাই তিনটে দিক প্রায় সমান ক’রে ফেলেছে । কিন্তু চতুর্থ দিকটা এখনও ळैिहि अitछ् ।" লভেল বিনীতভাবে স্বীকার করিলেন যে, অস্পষ্ট শব্দটা প্রয়োগ করা ঠিক হয় নাই । তিনি অনভিজ্ঞ বলিয়াই ভুল করিয়৷ ফেলিয়াছেন । প্রত্ন তাত্ত্বিক বলিলেন, “প্রিয় মহাশয়, আপনার চক্ষু অনভিজ্ঞ নয় । সমতলক্ষেত্র ও খাতের মধ্যে কি পার্থক্য, ত! বোঝেন নিশ্চয়, কেমন নয় ? সাধারণ লোক, এমন কি, রাখা -বালক পৰ্য্যন্ত্র এটাকে কেইম্‌ কিনপন্স বলে অভিহিত ক'বে থাকে । তার মানে প্রাচীণ শিবির । এ মানে शांझ न झछ, २rद "Nत्र * Itन् .भ fद ॐ'८ ॐ *1द्र, তা আমার জ্ঞান লে ঈ * লভেল ঘাড় নড়িয়া উঠা মানিয়া লইলেল । প্রত্নতাত্ত্বিক তখন উৎসাঙ্গভরে বর্ণিয়। চলিখেন, “আপনি নিশ্চয় জানেন যে, আমাদের স্কটিশ প্রত্নতাত্ত্বিকর এগ্রিকোলা ? ক্যামিডোনিয়ানদের মধ্যে সংঘর্ষের স্থানীয় ক্ষের সম্বন্ধে ধি}"ভন্ন মত পোষণ করেন । কেউ বলেন &#থলেনএ অ'রডচ, কেউ বলেন ইনারপেম সি, ... হুঁ ব! মিয়ার্ণলের রেডাইফসএ সন্তুষ্ট ! আবার কেউ বা এথলের উত্তর ক্লেয়ার পর্য্যস্ত সংঘর্ষ ক্ষেত্রলে টেনে নিয়ে যেতে চাম । কি ? মিঃ লভেল, এই নগণ্য ব্যক্তির সম্পত্তির মধ্যে কেইম্ কিনপ্রান্সএ দি সে সংঘর্ষ ঘটে থাকে, তা হ’লে সেট আপনার কি রকম মনে হয় ?” কিছুক্ষণ নীরব থাকিয়। প্রত্নতাত্বিক আধার বলিয়৷ চলিলেন, “ত্যা, বন্ধু, এখানে যদি সেই প্রসিদ্ধ সংঘর্ষ হয়ে না থাকে, তা হ’লে আমার সব অনুমান ভুল হয়ে যাবে। গ্রামপিয়ান পাহাড়ের কাছেই সেটা হয়েছিল । ঐ দেখুন, ঐ সেই পাহাড়-শ্রেণী দিকচক্রবালে মিশে গিয়েছে । রোমকদের রণতরীবছর ওখান থেকেই দেখা গিয়েছিল। কোন বিজ্ঞ রোমক বা বৃটিশ নৌ-সেনাপতি আপনার ডাইনের উপসাগর ছেড়ে অন্য সমুদ্রের উপর দিয়ে পোতবহর পরিচালন করতেন কি ? আমাদের মত প্রত্নতাত্ত্বিকরা কত ভুলই ক'রে বসেন। সার রবার্ট সিবাল্ড, লণ্ডাস গর্ডন, জেনারেল রয়, ডাঃ ষ্টকেলি,