পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/২১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2 oi3' সার ওয়ান্টার স্কটের গ্রন্থাবলী "মি: লভেল, আপনি সত্যি ভদ্রলোক । এ বাড়ীর মেয়ের অতি সাধারণ । এই ষে ওঁর। আসছেন । ইনি আমাৰ বোম্ প্রিসেলডা। আর ইনি আমার এক বোলের মেয়ে মেরিল্পী । ওর মার নাম ছিল মেরী—কেট কেউ মেন বলেও ডাকৃতো " গুস্তবকের ভগিনী দেখিতে তাহার সহোদরের মত। শুধু পরিচ্ছদটি নারীর । সে যুগের পরিচ্ছদে তিনি সজ্জি তা হইয়াছিলেন । ওল্ডবকের ভাগিনেয়ী দেখিণ্ডে মন্দ নষ্ট্রেন । তদানীন্তন কালের পরিচ্ছদ তাহার অঙ্গে ছিল । যুবতী সুন্দরী । মিঃ লভেল উভয়কেই সশ্রদ্ধ অভিবাদন জানাইলেন । এমন সময় সার আর্থার কন্যা সহ উদ্যানতোরণে দেখা দিলেন । প্রত্নতাত্ত্বিক তখন বলিলেন, “সার আর্থার, আপনি ও আমার সুন্দরী প্রতিযোগিনী উভয়ের সঙ্কিত স্বামাব যুবক বন্ধু মিঃ লভেলের পরিচয় করিয়ে দেই । দেপুল, ওঁর পরিচ্ছদে যে রক্ত রাগের অভাব, ওঁর গণ্ডে তাই ফুটে উঠেছে। এই যুবক গম্ভীরস্বভাব, জ্ঞানী এবং ভারী ভদ্র । এর পাণ্ডিত্যও খুল আছে । সে পরিচয় পরে পাবেন । ঐ দেখুন, ওঁর মুখ লজ্জায় আবার আরক্ত হয়ে উঠল । এটা সৌন্দর্যের লক্ষণ ।” লভেলকে উদ্দেশ করিয়া মিস প্রিসেলড বলিলেন, *মশাই, আমার দাদ। পরিহাস-রসিকতার ভেতর দিয়ে নিজের মনের ভাব প্রকাশ ক’রে থাকেন । মুক্তরাং আপনি গুর এ সব অর্থহীন কথা শুনে যেন বিরক্ত হবেন না । আপনি অনেকটা পপ ক্টেটে এসেছেন । কিছু দেব কি আপনাকে ? এক গ্লাস পানীয় ?” লভেল উত্তর দিবার পূৰ্ব্বেই প্রত্নতাত্ত্বিক বাধা দিয়া বলিলেন, “তুমি থাম । আমার বন্ধুদের ঐ মদের সপ্লবৎ খাইমৃে কি ওঁদের শরীরে বিষক্রিয় উৎপাদন করতে চাও? একবার পাদরা মশাইকে ঐ সরবৎ খাইয়ে কি হয়েছিল, মনে পড়ে ?” "দাদা ! দাদা ! ছিঃ —লার অর্থার, এ সব কথ। আপনি আর কখনো শুনেছেন কি ? উনি সব নিজের মৰ্দ্ধিমত্ত করবেন —তাতে মিথ্যে করে বানিয়ে বলুতেও বাধে না । উনি এমন গল্প বানাবেন-কিন্তু ঐ ঘণ্টা পড়েছে। এখন ডিনার প্রস্তুত।” অভ্যস্ত মিতব্যয় বলিয়া ওল্ডবক্‌ পুরুষ ভৃত্যু বাড়ীতে রাখিতেন না । সে কথাটা গোপন রাখিবার জন্ত বলিতেন যে, পুরুষদিগকে এরকম কাজের জন্য নিযুক্ত করা অসঙ্গত। যে কাৰ্য্য স্ত্রীলোকের দ্বারা চলে, তাহীর জঙ্গ পুরুষ ভৃত্য রাখিয়া তাইদিগকে অপমান করা উচিত নহে । তিনি বলিলেন, “আমার বোনের পরামর্শমত ট্যাক রিম্থেরাউটকে চাকর নিযুক্ত করেছিলম । পরীক্ষাঘ দেখা গেল, সে আপেল চুরী করছে, পার্থী নিয়ে ষাচ্ছে, গ্লাল ভাঙ্গছে । অবশেষে আমার চশমা ও সে চুরি করলে । সে পুরুষমানুষ, তার বুকে পুরুষের বীর্য রনেছে । শেষে ফ্লাওসে গিয়ে সে সেনাদলে কাজ আরম্ভ করে দিলে । আমার বিশ্বাস, তাতে সে সাফল্যলাভ করবে। এ দিকে তাঁর বোন জেনি রিনুগোস্টটকে কাজে লাগান গেল । সে কেমন নিঃশব্দে তার কাজ করে চলেছে । কেন ? সে নিজের উপযোগ কাজ করছে বলে । মেয়েদের হাতে সেবার ভার তুলে দেওয়াই উচিত । এ কাজেরই তার উপযুক্ত । অন্য কাজ তাদের সাজে ল। প্রাচীন বিধানকৰ্ত্তার।-লাইকাৰগাস থেকে মহম্মদ পর্য্যস্থ, সকলেষ্ট একব;ক্যে এই কথা বলে গেছেন " এইরূপ নারী-নিন্দাবাচক মন্তব্যের বিরুদ্ধে মিস ওয়ারভুর কি বলিতে সাষ্টতেছিলেন, ঠিক সেই সময় ডিনার ভোজের ঘণ্ট। বাজিয়া উঠিল । প্রঃতাত্ত্বিক তখন মিস ইসাবেলার দিকে বাস্থ বাড়াইয়ু দিয়। বলিলেন, “আমার সুন্দর প্রতিযোগিনীর সব কাজ আমাকেই করতে হবে । মিল ওয়ারডুর, মহুঙ্কদ মুসলমানকে প্রার্থনায় সমবেত হবার জন্য কি উপায়ে আছিলাম করবেন, সে সম্বন্ধে ইতস্ততঃ করেছিলেন । খৃষ্টানরা ঘণ্টা বাজিয়ে ভক্তদের আহবান করে । তিনি সে প্রথা ত্যাগ করেছিলেন । একক কারণে তুর্যপবলিকেও বাদ দিয়েছিলেন । তিনি অবশেষে মানুধের কণ্ঠধ্বনিই— অবলগম করেছিলেন । আমি সেজন্ত নারীকণ্ঠের আহবান ত্যাগ করেছি । ঘণ্টা বাজােনই ভাল, কারণ, দড়ি টান বন্ধ হলেষ্ট ঘণ্টাধ্বনি থেমে যাবে। কিন্তু মেয়েমাগুষ চেচিয়ে ডাকৃতে আরস্ত করলে তার শেষ নেই ।” এইরূপ বলিতে বলিতে তিনি সকলকে ভোজনকক্ষের দিকে ডাকিয় লইয়া গেলেন । পরিচারিকা জেনি পরিবেষণ করিবার জন্য প্রস্তুত ছিল । ভোজনটেবলে সকলে উপবেশন করিলেন । মিঃ ওল্ডবক বকি যা চলি লেন । সার আর্থার বলিলেন, “মঙ্কবারনস, এডিনবরা থেকে তুমি আমাদের জন্য নতুন কি খবর এনেছ বল ? অলভ, ৱিকিতে কি হচ্ছে ?” “সব পাগল হয়েছে, সান্ম আর্থার। দোর