পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দি ব্রাইড অব ল্যামারযুর করতে চেয়েছেন, সেজন্য আমি কৃতজ্ঞ। তবে আমার ওতে প্রয়োজন নেই। আপনি আমার উপকার করতে চেয়েছেন ৰ'লে আমি একটা কথা আপনাকে জানাব। আপনি যা কিছু করবেন, খুব সতর্ক হয়েই, করবেন। আপনি অতলম্পর্শ খাদের পাশে এখন দাড়িয়ে আছেন।” লর্ড কিপার সবিস্ময়ে বৃদ্ধার দিকে চাছিলেন বলিলেন, “তাই নাকি ? তুমি কি কিছু জানতে পেরেছ —কোন চক্রান্ত, কোন ষড়যন্থ ?” র্তাহার মনে তখন রাষ্ট্রনীতিক অবস্থার কথাই জাগিয়া উঠিয়াছিল। “না, হুজুর ; সারা ঐ সব ব্যাপার নিয়ে থাকে, তারা অন্ধ, অথৰ্ব্ব বুড়ীকে তাদের পরামর্শের মধ্যে লেবে না ; আমার সতর্কবাণী অন্য ব্যাপার সম্বন্ধে, আপনি র্যাভেনসউড পরিবারের বিরুদ্ধে অত্যন্ত বাড়াবাড়ি কাজ করেছেন । আমার কথ। সত্য ব’লে বিশ্বাস করুন-ওদের বংশ অভ্যস্ত ভীষণ । মানুষ যখন মোরিয়া হয়ে ওঠে, তখন তাদের সঙ্গে কাজ করা বিপজ্জনক।” কিপার বলিলেন, “যত সব বাক্তে কথা । আমাদের মধ্যে য কিছু বিরোধ, আইনের ব্যাপার নিয়ে, আমি নিজে কিছুই করিনি । সুতরাং আইনের সঙ্গেই তাদের লড়াই করা উচিত ”

  • ভা বটে, কিন্তু গুর; অন্য বকম মনে করতে পারে । প্রতিকারের অন্ত কোন উপায় না থাক্লে, নিজের হাতেই তার আইন ভুলে নেবে।"

কিপার বলিলেন, “তোমার কণার মানে বুঝতে পারছি না । ছোকরা র্যাভেনসউড় আমার দেহকে আক্রমণ অবন্ত করবে না ?” “ভগবান জানেন, আমি সে কথা বলছি না ! ছোকরার কথা আমি য। জানি, তাতে সে ভারী সোজা মানুষ এবং সৎ ব্যক্তি। শুধু তাই নয়, সে যেমন মহদাশয়, তেমনি উদার ও স্বাধীন-মতাবলম্বী । তা হলেও তার দেহে র্যাভেলসউড পরিবারের রক্ত আছে । সে প্রতীক্ষা করতে জানে। সার জর্জ লকহার্টের ব্যাপারটা আপনি মনে রাখবেন।**

  • সার জর্জ লকহার্ট আদালভেণ্ড প্রধান বিচারক ব৷ প্রেসিডেন্ট ছিলেন। এডিনবরার রাজপথে ভালরির জন্ম চিস্লে পিস্তলের গুলীতে র্তাহাকে হত্য করে । উহা ১৬৮১ খৃষ্টাব্দের কথা। প্রধান বিচারপতি বিচারে চিস্লের পত্নী ও সন্তানদের জগু—১৩ পাউণ্ড মুদ্রার ডিক্রি চিসূলের উপর জারী করেন। ইহাতে চিল্‌লেৰ প্ৰতিহিংসা-প্রবৃত্তি উদ্দীপিত প্রথমতঃ হয়। সে স্থির করিয়াছিল, বিচাসক যখন মন্দিরে উপাসনা করিতে
  • t
সম্প্রক্তি যে বিশ্লোগাস্ত ব্যাপার ঘটিয়া গিয়াছিল, তাহার কথা স্থতি-পুথে উদিত ইন্নামাত্র লর্ড কিপার চমকিয়া উঠিলন । বৃদ্ধ বলিয়া চলিল, “সে কাজ চিলেই করেছিল। সে লর্ড র্যাভেনসউডের একজুমম শ্বাস্ত্রীয় । র্যাভেমসউড দুর্গের হলঘরে, আমার এবং আরও অনেকের সাক্ষাতে সে প্রকাগুভাবে প্রতিহিংসা গ্রহণের কথা বলেছিল । শেষকালে সে নিষ্ঠুর প্রতিহিংসা নিয়েছিল। আমার বলা উচিত নLহলেও আমি তখনি বলেছিলুম, “তুমি যে পাপ কাজ করবে না, সে প্রতিজ্ঞ করলে, তার জন্য ভগবানের কাছে তোমাকে শেষ দিব্যি করতে হবে ? সে তাতে যে ভাবে আমীর দিকে চেয়ে উত্তর দিয়েছিল, সে দৃষ্টি, সে কথা আমি জীবনে ভুলব না । সে বলেছিল, “আমাকে অনেক ব্যাপারেই জবাবদিহি করতে হবে, সুতরাং এটার জবাব দেবার জন্যও আমি প্রস্তুত থাকব ।’ তাই আমি আপনাকে বল্‌ছি, ষে মানুষ মোরিয়া হয়ে উঠেছে, তার কাছ থেকে সাবধানে থাকবেন র্যাভেনসউডের দেহে সিলের রক্ত আছে । তার একবিন্দুতেই ষে অবস্থায় ছোকরা পড়েছে, তাতে আগুন জ্বলে উঠৰে —আপনি সাবধানে থাকবেন ।”

বৃদ্ধ ইচ্ছা করিয়াই হউক, অথবা ঘটনাবশেই হউক, লর্ড কিপারের মনে ভীতির উদ্রেক করিয়া দিল । সে যুগে স্কটল্যাণ্ডের সম্লান্ত ব্যক্তিরা গুপ্ত মানুষের হস্তে প্রায়ই জীবন বিসর্জন দিতেন । লর্ড কিপার তাছা জানিতেন । যুবক র্যাভেনসউড যেরূপ ক্ষতিগ্রস্ত হইয়াছেন, তাহাতে তিনি উত্তেজিত হইয়া প্রতিহিংসাসাধন করিতে উদ্যগু হইতে পারেন, যাইবেন, তপন তাহাকে হত্যা করিবে । কিন্তু পবিত্র ধৰ্ম্মস্থানে নিষ্ঠুর হস্তাগও অসঙ্গন্ত ভাৰিয়া দে ঐ সংবঙ্গ পরিম্যাগ করে। ধৰ্ম্মমন্দিরের উপাসনা কার্য শেষ হইয়া গেলে, চিস্লে বিচারকের গুহ যে রাজপথে অবস্থিত, ততদূর বিচারকের অনুসরণ করে। বিচারক যে সময়ে নিজবাসে প্রবেশ করিতে ৰাইতেছিলেন, সেই সময়ে সে উiহাঙ্কে পিগুলের আঘাতে হুতা করে । বহু দর্শক সে সময়ে তথায় উপস্থিত ছিল। ই ভাণকারী স্থান ত্যাগ করে নাই, বরং সেইখানে ষ্টুড়িাইয়াসে বলিয়ছিল, “আমি বিচারককে শিপাষ্টয়া দিলাম, কি ধরয় স্থায় বিচার করিতে হয়। সে পুৰ্ব্বেষ্ট প্রেসিডেন্টকে সতর্ক ক্ষরিয়া দিযাছিল। এডিনবরার লর্ড প্রশ্লেষ্ট্রের কাছে হত্যাকারীর বিচার হইয়াছিল। সে বেগানে স্থতা করিয়াছিল, তথায় তাহাকে টানিয়া লইয়া যাওয়া হয়। সেইখানে ওহাব দক্ষিণু হস্ত অস্ত্রাঘাতে কাটির ফেল। হয়। তারপর যে পিণ্ডলের সাহাযো সে হত্যা করিয়াছিল, উহা তাহার গলদেশে জুলাইয়া দিয় তাহাকে ফঁাণী দেওয়া হয়। *४vs * ठेरिग? এপ্রিল মাসে তাহার প্রাণদণ্ড ঘটে। এই ঘটনার কথা বহু দিন পৰ্য্যন্ত দেশের লোক ভুলিতে পাবে নাই।