পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>® ইহাও সার উইলিয়ম অ্যাস্টন অসম্ভব মনে করিলেন না। অবশ্য মনের আশঙ্কা তিনি এলিসের নিকট যথাসম্ভব গোপন করিলেন । কিন্তু বৃদ্ধার নিকট তিনি প্রঃঅঞ্জস্তাবে উহা গোপন রাখিতে পারিলেন না। তাঙ্গার পরিবৰ্ত্তিত কণ্ঠস্বর বুদ্ধাকে তঁাচার আশঙ্কার কথা বুঝাইয়া দিল যাহা হউক, তিনি যথাসম্ভব ত্বর সঙ্গ কারে কন্যাকে লষ্টয়া সেখান হইতে প্রস্তান করিলেন । -- পঞ্চম পরিচে্ছদ Is she a Capulet 7 O doar account : mv life is my focs debt. Shakespeare, লর্ড কিপার প্রায় এক পোয় পথ গভীর নীরৰে অতিবাহন করিলেন । কল্প পিতার নীরধত ভঙ্গ করিবার প্রক্সাস পাইলেন ন · পিত সহস পন্যার দিকে ফিরিয়৷ বলিয়। উঠিলেন, “লসী, তোমার মুখ এত মলিন তধে গেল কেন ?" যে সময়ের কথা বর্ণিত হইতেছে, তখন ষ্টেরূপ প্রথা ছিল দে, জিজ্ঞাসিত ম' লে বয়স্ক কুন্তfর। উপযাচিক হইয়! কোনও কথ! জিজ্ঞাস কধিত ন! ! সুতরাং এলিসের সস্থিত তাহার পিতার কি আলোচনা হইয়াছিল, সৌ তাং যেন গুনেন নাই, এমনই ভাব প্রকাশ করিলেন । তাই তিনি বলিলেন যে, অরণে যে সকল বন্যজন্তু বিচরণ করিতেছে, তাহদের দ্বারা আক্রাস্ত হইবার শিঞ্চ আছে বলিখ। তিনি ভীত হইয়াuছন । বস্তবিক সে সময়ে অরণ\মধ্যে কয়েক জাতীয় আরণ্য ষণ্ড বিচরণ করত । তাহার; এমনই চিত্ৰপ্রকৃতি ও দুর্দান্ত দ, কোনও মতেই পোষ মানিতে চাহিত না । এরূপ শৃঙ্গসমম্বিত মারণাষণ্ডের সম্মুখে পড়িলে বিপদ ঘটিবায়ু বিশেৰ আশঙ্ক ছিল । লুপী অরণ্য জীব মনেক দেখিয়াছিলেন । সুতরাং তাহার ভীতির কারণ গোপন করিয়া পিতাকে জানাইলেন যে, আরণ্য ষণ্ড দ্বার। আক্রাস্ত হুইবার আশঙ্কায় তিনি ভী ও হুইধাছেন । লুসীর উত্তর গুনিয়া পিতা তাহাকে অকারণ ভীতির জন্ত তিরস্কা করিতে যাইতেছেন, এমন সময় তৃণপ্তামল ক্ষেত্রের একপ্রান্তে এক দল ষণ্ডকে বিচরণ করিতে দেখিলেন ২ ঘণ্ডয়ূথ হইতে একট। পশু, লুলীর রক্তবস্ত্র দেখিয়াই হউক, অথবা যে কারণেই সার ওয়াটার স্বটের গ্রন্থাবলী । - - # फेरू, शक निग्ना वांश्रिब्रजांनिण ७दः श्रृंत्र चांद्र ভূমির উপরিস্থিত ৰাষ্ট্রকা উড়াইয়া তাছাদের দিকে অগ্রসর হইল । তাহার ভাব’দেখিয়া বোধ হইল, সে ক্ষিপ্ত হইয়া উঠিয়াছে । মাঝে মাঝে চীংকার করিতে করিতে সে গুছাদের দিকে ছুটিয়া আসিতে লাগিল। লর্ড কিপার তাহার ভাবগতি দেখিয়া বুঝিলেন যে, পশুটির দ্বার বিপন্ন হইবার আশঙ্কা বিদ্যমান। সুতরাং কন্সার হাত ধরিয়া তিনি দ্রুতপদে অরণ্যপথে অগ্রসর হইলেন । পশুটির দৃষ্টিপথ হইতে সরিয়া দাড়াইবার জন্যই তাহার মনে উৎকণ্ঠা জাগিল । কিন্তু কাৰ্য্যটি স্বযুক্তিসঙ্গত হইল না । যওঁ যখন বুঝিল যে, উ"হারা ভয় পাইয়া পলায়ন করিতেছেন, তখন সে তারও দ্রুতগতিতে র্তাঙ্কাদের দিকে ধাবিত হইল ! লর্ড কিপার কিছুদূর অগ্রসর গুইবার পর দেখিলেন, ভয়ে ভteার ক্যার জ্ঞানলোপ পাইঠেছে । মুহূৰ্ত্তমধ্যে লুসীর সংজ্ঞাশূন্ত দেই ভূমিতলে লটাইয়া পড়িল । পিতা উপায়ান্তর না দেখিয়া ষণ্ড ও কন্যার মধ্যবৰ্ত্তী স্থানে দাড়াইলেন । র্তাহার হস্তে কোনরূপ অঙ্গ ছিল না । কিন্তু তথাপি কন্ঠার প্রাণধক্ষ। সৰ্ব্ব’গ্ৰে কৰ্ত্তব্য । মণ্ড প্রচণ্ডগষ্টিতে প্রথম ধাবিত গুইতেছিল । অবস্থা এমনই দাড়াইল যে, পুঞ্জী অথব! পিত}, কিংবা উভয়ই এই ক্ষিপ্ত তরুণ্য ধণ্ডের শুঙ্গাঘাতে ছিন্নভিন্ন ঠইয়! যাইতেন । এমন সময় সন্নিহিত *োম ও ঝোপের অন্তরাল হইতে একটা বন্দুকের শব্দ হইল । সেই শব্দে দুৰ্দ্দাস্ত জানো ধারের গতিও যেন ইসি পাইল । তাহার ললাটদেশে আলাস্তভাবে গুলী লাগিয়াছিল । সে মাথা তু মাবাত্মক ; কয়েক পদ অগ্রসর গুইব্লাই ধগু ষ্ঠিতদেখে পড়িয়া গেল । সঙ্গে সঙ্গেই তাহার প্রাণবায়ু বাতাসে মিখাইয়া গেল । লর্ড কিপার বিস্মবিমূঢ় হইয়া চাহিয়া রছিলেন । লুধীর সংজ্ঞাহীন দেহ তখন ভূমিগুলে লুটাইভেবিচিত্র উপায়ে যে তিনি মুক্তিলাভ করিয়াছেন, ইহা তিনি জানিতেও পারিলেন না । অপ্র হ্যাশিতভাবে ধ্রুব মৃত্যুমুখ হইতে পরিত্রাণ পাইয়া ভঁছার পি দাও স্তম্ভিত হইয়াছিলেন । তিনি জন্তুটির দিকে চাহিয়। রঙিলেন । প্রকৃত ব্যাপারটা হৃদয়ঙ্গম করিবার মত অবস্থাও তখন র্তাহার দেহে ছিল না । তিনি ভাবিতেছিলেন, অকস্মাৎ বজ্রাহত হইয়াই ষণ্ডটি মারা পড়িয়াছে। কিন্তু সে চিস্তার অবকাশ তিনি পাইলেন মা ! ঝোপের অন্তরাল হইতে একটি মানুষ বাহির হইতেছে, ইহ। তিনি দেখলেন । তাহার হস্তে একটি ছোট বন্দুক । ছিল ।