পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/২২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ילצ5 “থাক, আমাকে এক জনের কাছেই যখন থাকতে হবে, তখন আঞ্জ মকলব্যাকইটের বাড়ীতেই রাষ্ট " সে ধীবরের সহি এ চলিঃ গেল । ...' ওল্ডবঞ্চ লভেলের বাহু দৃঢ়রূপে ধারণ করিয়া বলিলেন, “আজ এই রাত্রিতে তোমাকে ফেয়ারপোর্টে যেতে দেব না, আমার সঙ্গে চল । যুবক, আজ তুমি বীরপুরুষ—সার উইলিশম ওয়ালেসের মতই বীর তুমি । কিন্তু ওখানে তুমি গেলে কি ক’রে, ছোকরা ?” “পাহাড়ে উঠা নাম আমার অভ্যাস আছে । ভা ছাড়া কি ক’রে পার্থী ধরবার জন্য সাহসী পাহাড়ীরা ওঠ-নামা করে, তা আমি লক্ষ্য করেছি।”

  • তা যেন হল, কিন্তু ব্যারণ ও তার মেয়ে বিপদে প'ড়ে ওখানে এসেছেন, তুমি জানলে কি ক’রে ?”
  • আমি পাহাড়ের উপর থেকে দেখতে পেয়েছিলাম "

“কিন্তু পাহাড়ের ধারে তুমি এসেছিলে কেন ?" *কেন ? ঝড় উঠছে দেখে, আমি সে দৃপ্ত দেখার জন্য এসেছিলাম । কিন্তু মি: ওল্ডবকৃ, এবার আমায় ছেড়ে দিন—ফেয়ারপোর্টে যাবার মোড়ে এসে পড়েছি। এখন বিদায় দিন আমায় ।”

  • সে হবে না । এক পাও তোমায় ওদিকে যেতে দেব না । তোমার সঙ্গে প্রত্নতত্ত্ব সম্বন্ধে অনেক কথ। আলোচনা করবার আছে । চল তুমি আমার সঙ্গে ।” “মশাই, অামায়ু বাসায়ু যেতে হবে । দেখছেন না, কাপড়-চোপড় সব ভিজে গেছে ”
  • আমার বাড়ীতে কাপড়ের অভাব হবে না । চল, চল, ” তিনি লভেলকে টানিয়া লইয়। চলিলেন । উভয়েরই তখন বিশ্রামের বিশেষ প্রয়োজন ছিল । পদব্রজে উভয়ে মঙ্কবারনস অভিমুখে অগ্রসর হইলেন । লভেলের কোনও যুক্তিতর্ক ওল্ডবক কাণে তুলিলেন না ।

ఇ “Be brave", she cried, “you yet may be our guest, Our haunted room was even held the bost, Lí, then, your volour can the sight sustain Of rustling curtains and the clin king chain ; If your courageous tongue & have powers to talk, সার ওয়ান্টার স্কটের গ্রন্থাবলী When round your hed the horried ghost shall walk : If you dare ask it wliyit, leavos its tomb, I'll see your sheets well air’d, and show the room.” True Story. ষে ঘরে বসিয় তাহারা ভোজন করিয়াছিলেন, সেই কক্ষে মিস ওল্ডবক্‌ ৰ্তাহাদিগকে লইয়া গেলেন । প্রত্নতাত্ত্বিক প্রশ্ন করিলেন, “আর এক জন গেল কোথায় ?” “সঙি দাদা, সে আমার কথা গুম্‌তে চায়নি । সে হেল্কেটক্রেগএ গিয়েছিল । তুমি তাকে দেখতে পাওনি, ভারী আশ্চৰ্য্য ত " “অ্যা, কি বলছ ? সে হেলকেটক্রেগএ গিয়েছিল ? ওই রাত্তিরে ? হা ভগবান ! দুঃখ এখনো শেষ হয়নি—” “মঙ্কবারনস, তুমি সব কথা শুনবে না, ভারী অধীর—” উত্তেজিতভাবে প্রত্নতাত্ত্বিক বলিলেন, “বাজে কথ। রাখ, বোন । আমার মেরী কোথায়, তাই বল ?” “যেখানে এখন তোমার থাকা উচিত, সেইখানে —উপরের ঘরে গরম বিছানার আশ্রয়ে ” দুশ্চিন্তাভার ইইভে মুক্ত হইয়া হাসিতে হাসিতে ওল্ডবক বলিলেন, “তাই বল ! তা হ’লে আমরা বাচলাম কি ডুবে মলাম, তা দেখতে আর তার সবুর সয় নি । তবে তুমি বললে যে, সে বাইরে গিয়েছিল ?” “তুমি ত ধৈৰ্য্য ধ'রে সব কথা শুনবে না, দাঙ্গ ! সে বাইরে গিয়েছিল সত্যি । মালীকে সঙ্গে নিয়ে সে গিয়েছিল । তার পর সে যখন দেখল যে, মিস ওয়ারভুর নিরাপদে দোলায় চড়েছেন, তোমরা নিরাপদে আছে, তখন সে চ'লে আসে । মিনিট পনের হল সে ফিরেও এসেছে—ভিজে নেয়ে একাকার । তাকে জল মিশিয়ে এক গেলাস সেরি খাওয়াই, তবে নিশ্চিনি ।” “ঠিক করেছ, গ্রিঞ্জেল, ঠিক করেছ। শোন বোন, আমার মহিমাম্বিত বোন ভূমি—দেখ মহিমা ন্বিত কথাটা গুনে চম্কে উঠ না যেন। ও কথাটার অনেক মানে হয়—বয়সের অন্তপাতে ওর মূল্যও বাড়ে । মেয়ের ঐ বিশেষণে বিশেষিত হ'লে ধন্ত মনে করে । আমার কথা প্রণিধান কর—লভেল