পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/২২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দি এ্যাণ্টিকোয়ারি বা প্রত্নতাত্ত্বিক পারেন না । লভেলের হৃদয়ে কোন প্রকার অাশার ११.ांब्र शांशं८७ मां श्ध्न, उांशंद्र छनृझे डिमि ७भन ব্যবহার করিয়াছেন । তাঙ্কার প্রেমের প্রতিদান ত তিনি দিতে পরিবেন না, ইহা তিনি বুঝিয়াছিলেন বলিয়াই ঐক্কপ ব্যবহার করিয়াছেন । কিন্তু প্রেমিকের ন্যায় যুক্তি-তর্ক দিয়াও তিনি নিজের অদৃষ্টের সহিত সন্ধি করিতে পারিলেন না। মিস ওয়ারভুরকে কল্পনায় যন্তই মাধুর্যময়ী বলিয়া র্তাহার অনুভব হইতে লাগিল, ততই নৈরাপ্ত অন্ধকার তাহাকে অধীর করিয়! তুলিল । কোন কোন বিষয়ে মিস ইসাবেলার যে সকল আপত্তি আছে, তাহ দুর করিবার শক্তি সম্বন্ধে তিনি সচেতন । , কিন্তু এ সম্বন্ধে তাহার সহিত আলোচনা করিবার পূৰ্ব্বে লভেল নিশ্চিতভাবে জানিতে চাহেন যে, মিস ইসাবেল সত্যই কোনও কৈফিয়ৎ চাহেন । তিনি যতই ভাবিতে লাগিলেন, ততই তাহার মনে হইল, তাতার দাবী অসম্ভব তাপূর্ণ নহে। ওল্ডবক যখন মিস্ ইসাবেলার সহিত র্তাহার পরিচয় করাইয় দেন, তখন ইসাবেলার দৃষ্টিতে বিস্ময় ও বিব্রত ভাব লক্ষ্য করিয়াছিলেন । না, এখন তিনি নিঞ্জের উদেণ্ড ত্যাগ করিতে পারেন না। এতদূর কষ্ট করিয়া অগ্রসর হইবার পর আর পিছাইয় যাওঃ চলিবে ন। শয্যায় শয়ন করিয়াও তিনি নিশ্চেষ্ট থাকিতে পারিলেন না । তাহার মনে আত্মসন্মানজ্ঞান জাগিয়া উঠিল । তিনি স্থির করিলেন যে, এই তরুণীকে ঘটনাক্রমে তিনি বিপদ হইতে রক্ষা করিতে পারিয়াছেন বলিয়া, সেই সুযোগ অনুসারে তিনি তাহার সহিত পরিচিত হইতে চাহেন না । তিনি আপন মনে বলিয়া উঠিলেন, *না, আমি আর র্তাহার সহিত দেখা করিব না । আমি দেশে ফিরিয়া যাইব । তাঙ্গার মভ সুন্দরী না পাইলেও, তাহার অপেক্ষ যিনি নিরহস্কার, সেইরূপ নারী-সঙ্গ বাছিয়া লইব । কাল এ অঞ্চল হইতে চিরবিদায় লইব । তিনি আমাকে উপেক্ষা করিয়ু|ছেন, সুতরাং তাহার নিকট হইতে চির-বিদায় গ্রহণ করিব।” এই ভাবে মন দৃঢ় করিবার পর, ক্লান্ত দেহু ও মন নিদ্রার ক্রোড়ে ঢলিয়া পড়িল । তিনি গাঢ় নিদ্রায় অভিভূত হইলেন । এরূপ উত্তেজনার পর গাঢ় নিদ্র সম্ভবপর নহে । মানাপ্রকার স্বপ্ন দেখিয়া তাহার নিদ্ৰ| গাঢ় झ्झेण नl । লভেল স্বপ্ন দেখিতে লাগিলেন । স্বপ্নে যেন মঙ্কবারনসের পূৰ্ব্বপুরুষকে সেই ঘরের মধ্যে আসিতে २२S দেখিলেন । তাছার হাতে একখানি বঁtধান বই । সেই গ্রন্থের একটি পাতা খুলিয়া তিনি একটি নির্দিষ্ট স্থানে অঙ্গুলি সঙ্কেত করিলেন । সে গ্রন্থের ভাষা স্বপ্নদ্রষ্টার অপরিচিত, কিন্তু শব্দগুলি যেন তাহার স্মৃতিপণে চিরমুদ্রিত হইয়া রহিল। মূৰ্ত্তি বইখানি বদ্ধ করিতেই সঙ্গীতের স্বরঝঙ্কার যেন কক্ষমধ্যে গড়াইয়া পড়িল । চমকিতভাবে লভেল শয্যায় উঠিয়। বদিলেন । তাহার নিদ্রাঘোর তখন সম্পূর্ণ কমিয়া গিয়াছে। কিন্তু সঙ্গীতের ধ্বনি তখনও তাহার কাণে বাজিতেছিল । শয্যার উপর উঠিয়া বলিয়া তিনি চিস্তকে কেন্দ্রীভূত করিবার চেষ্টা করিলেন—স্বপ্নকে মস্তিষ্ক হইতে ভাড়াইয়া দিলেন । প্রাতঃস্থৰ্য্যের কনকরশ্মি অৰ্দ্ধাবৃত কাচ-বাতায়ন-পথে ঘরের মধ্যে প্রবেশ করিতেছিল । তিনি একবার চারিদিকে চাহিয়া দেখিলেন ।

  • या उTां★ कब्रिग्रां उिनि *याi&ांख झझेtउ গাউলটা তুলিয়া লইলেন। উহা তাতার ব্যবহারের জন্য সেখানে রক্ষিত হইয়াছিল । গাউন পরিয়া তিনি বtভায়নের ধারে অসিয়া দাড়াইলেন । সমুদ্রের দৃপ্ত দেখা মাইতেছিল—তখনও তরঙ্গের আলোড়ন থামে নাই । তবে প্রভা তাকাশ মেঘশূন্ত ! লভেলের শয়নকক্ষের বিপরীত দিকে যে কক্ষ, তাহার বাতায়ন উন্মুক্ত ; সেই বাতায়ন-পথে প্রভাতবনানার স্বর ভাসিয়া আসিঙেছিল । নাঃীকৃষ্ঠে সঙ্গীওধনি উত্থিত হুইতেছিল ।

গান শুনিয়া তাহার মন স্থির হইল । তিনি আবার ঘুমাইঃ পড়িলেন । এবার স্থখন ঘুম ভাঙ্গিণ, তখন বেলা হইয়াছে। ক্যাকসন তখার ঘুম ভাঙ্গাইয়ু দিল । বস্ত্র পরিবর্তন করিয়! তিনি সে কক্ষ ত্যাগ করিলেন ! పి: Sometimes he thinks that Heaven vliis pageani, sent, And ordered all the pageants as they went ; Sometimes that only 'twas wild fancy's playThe loose and scuitcied relics of the day. বৈঠকখানা ধরে প্র! তরাশের ছিল । লভেল ভোজমে আয়োজন হুইয়|বসিলেন । শতরত্রি