পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/২৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩৮ শেষে, প্রত্নতাত্ত্বিক লভেলকে লইয়। গিয়াছিলেন । রেখানে প্রাকৃতিক সৌন্দৰ্য্য সম্বন্ধে উভয়ের আলোচনা চলিতেছিল । দূর হইতে ভিখারীকে আসিতে দেখিয়া ওল্ডবকৃ বলিয়া উঠিলেন, "এ কি ! মালপঞ্জর নিয়ে এড়ি নিজেই আসছে দেখছি ।” o: নিকটে আসিয়া এড়ি পত্রের করিল। বালক বলিল, “ম ব'লে দিয়েছে, এ চিঠি দিলে ডাক মাগুণের পাচ শিলিং আর কুড়ি শিলিং, তা ছাড়া চিঠি আনবার দশ শিলিং ৬ পেন আমি পাব ” চশমা পরিয়৷ ওল্ডবক্‌ বলিল, “কই দেখি ! এই যে লেখা আছে, মানুষ-ঘোড়ার জঙ্গ একদিনে দশ শিলিং ৬ পেন্সের বেশী পড়বে না । একদিন ? কিন্তু এক ঘণ্টাও ত লাগেনি । ঘোড় ও মানুষ ? কিন্তু এ ষে একটা বেড়াল আর বঁfদর ” ডেভি বলিল, “বাবার নিজের আসবার কথা ছিল, ভাল ঘোরায় চ'ড়ে ।” ভিক্ষুক বলিল, “মঙ্কবা সুনস, একটা ছেলেকে ঠকাবার জন্য আপনার যুক্তি চালাবেন না ; মনে রাখবেন, কশাইট তার ঘোড় ছেড়ে দেছে, আর মা ভার ছেলেকে পাঠিয়েছে, দশ শিল ৬ পেন্স খুব বেশী নয় বলেই মনে হচ্ছে ।" লভেল পুলিন্দার ভিতরের বন্ধ জানিয়া ডেভির মিটাইয়। তারপর উত্তেজিত ভাবে দিকে চাহিয়া ওখনই ফেয়ারপোটে যাইবার অনুমতি চাইলেন । তিনি বলিলেন, “এখুনি আমাকে ফেয়ারপোটে যেতে হবে – হয় ত মুহূর্বের মধ্যেই আদেশ পেয়ে এস্থান ভাগ করবারও প্রয়োজন হতে পারে । মি: ওল্ড বক, আপনার দয়া আমি কোন দিন ভুলব না। " প্রত্ন ভাত্বিক জিজ্ঞাসা করিলেন, “কোন মন্দ খবর নয় ত ?” “ঠিক বুঝতে এখনো পারছি না। আচ্ছ। বিদায় —ভালই হোক্ বা মন্দই হোক, আপনার কথা সব সমধুেই আমার মনে থাকবে ।” “আচ্ছ, একটু দাড়াও । যদি—টাকা-কড়ির কোন অসুবিধা থাকে, আমি পঞ্চাশ-একশ গিনি দিতে পারি । তা যখন সুবিধা হবে, তুমি ফেরত দিও ” রহস্তময় যুবক বন্ধু বলিলেন, “মি: ওল্ডবক্‌, আপনার সৌজন্যে বাধিত হলুম। কিন্তু অর্থের অভাব আমার নেই। ক্ষমা করবেন—আপাততঃ আর স্বওlওঁ বিবৃত দাবি ওলন্ডবকের সার ওয়াণ্টার স্বটের গ্রন্থাবলী কোন আলোচনায় যোগ দেওধু আমার সাধ্যাতীত ফেয়ারপোর্ট থেকে চ'লে যাবার আগে আপনাকে জানাব—দেখাও ক'রে যাব । অৰশু ধদি বাধ: হয়ে আমাকে যেতে হয় ।” প্রত্নতাত্ত্বিকের করমর্দন করিয়া লভেল ক্রতপ#ে সহরের দিকে চলিলেন । ওল্ডবক্‌ বলিলেন, "ভারী আশ্চর্য ব্যাপার । এই ছোকরার ভেতর কিছু ব্যাপার আছে, কিন্তু কিছুতেই বুঝতে পারছি ন! ! আমি ওর সম্বন্ধে কোন মতেই মন্দ ধারণ করতে পারছি ন—মন আমার ত চাইছে না । যাক, এখন বাড়ী ফিরি । গ্রীণ রুমের আগুন আর কেউ নিভিয়ে দিতে সাংস করবে না ।" বালক বলিল, “এখন আমি বাড়ী ফিরে ধাব কি ক’রে ?” আকাশের দিকে দৃষ্টিপাত করিয়া নীল গাউনধারী বলিল, “ভার সুন্দর রাত আজকে ন}, ছেলেটাকে নিয়ে সহরেই ফিরে যাই ।” প্রত্নতাত্ত্বিক বলিলেন, “তাই কর, এড়ি " &ারপর সে টের পকেট হা তড়া হয়। তিনি কি বাঠির করিয়া বলিলেন, “এই চ পেনা নিয়ে কিছু কিনে থে গু " °ააჯა "I am bewit hed with the rogue's company. me medicines to make me love him, I’ll be hanged ; it could not be else. i have drunk medicines,”—Second Part of Henry IV. এক পক্ষ কাল ধরিয়| প্রত্নতাত্ত্বিক ক্যাকসনের সাহায্যে মিঃ লভেলের কার্য্যকলাপ সম্বন্ধে অনুসন্ধাম করিতে লাগিলেন । কিন্তু ক্যাকসন সংবাদ দিত ষে, সহরের কোন লোকই তাহার সম্বন্ধে কিছুই জানে না। শুধু তিনি আর একটা কি দুইটা ভারী চিঠির পুলিন ডাকযোগে পাইয়াছেন—সে পত্র দক্ষিণ অঞ্চল হইতে আসিয়াছে । তাহার দেখা কেহ পায় না ! প্রত্নতাত্ত্বিক প্রশ্ন করিলেন, “ক্যাকসন, তিনি কি ভাবে থাকেন ?” ক্যাকসন জানাইল, মিসেস হাড় ওয়ে প্রত্যক র্তাহাকে মটন চপ, মাংস সিদ্ধ, মুরগার ঝোল বা lí the rascal has not given