পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/২৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দি এ্যাণ্টিকোয়ারি বা প্রত্নতাত্ত্বিক এই ধৰ্ম্মাত্মা পাজী এবং এই যুবক বন্ধু লভেল—এদের সকলকে খুলী করবার জন্ত আমি দেখাতে পারি— এখানে জলের উৎস আছে—মটার নীচে জলের উৎস লুকোনো আছে, আমি সেটা দেখিয়ে দিতে পারি। তবে মাটি খুড়ে নয়—শাবল কোদাল ছোব না।” প্রত্নতাত্বিক বলিলেন, “হুম্! এ রকম তাজ্জব কথা শুনেছি বটে ! এ দেশে কিন্তু ও সব দিয়ে কাজ হবে না। স্পেন বা পোৰ্ত্ত গালে ঐ সব বিদ্যে নিয়ে ঘেও * “মাষ্টার ওল্ডেনবকৃ, সেখানেও ইফুলি যারা করে, তাদের প্রাণদণ্ড হয় । আমি একজন সাদ|সিধে দার্শনিক মাত্র—আমি যাদুকর নই।" লভেলের কাণে কাণে প্রত্নতাত্ত্বিক বলিলেন, “ভার! যদি সত্যি সত্যি এই বদমাসটাকে পুড়িয়া মারে ত ঠিকই হয়। দেখা যাক লোকট। কি করে । আমার বিশ্বাস ও আমাদের যাদুষ্ট দেখাবে ” লোকটা একটা ঝোপের কাছে অ!গাইয়। গেল । সেখানে গিয়া সে যেন কি পুঞ্জিতে লাগিল। একট। ঝোপ হইতে অনেক বাছিয়; সে"একটা গুলুের দণ্ড কাটিয়া লইল । তাহার এক প্রান্তভাগে দুঃটি কাটার মত শাখা ছিল । সে বলিল, এই গাছের এমন শক্তি ষে, তাহার সাহায্যে সে লুক্কায়িত উৎস বাহির করিবে। দুষ্ট অঙ্গুলিতে সেই সরু দণ্ডটি তুলিয়া ধরিয়া সে চারিদিকে ঘুরিয়া বেড়াইতে লাগিল । আর সকলে তাহার সঙ্গিত চলিলেন । লোকট। বলিল, “আমার বিশ্বাস, এখানে জল ছিল না। আমার ধারণা, সন্ন্যাসীরা জল খুব ঠাণ্ড৷ ব’লে তার প্রয়োজন অনুভব করেন নি । বোধ হয়, তারা রাইন মদ্য আনিয়ে পান করতেন ! কিন্তু— অস্থিা—দেখুন, দেখুন!” এমন সময়ে সকলে দেখিলেন, তাতার হাতের সেই গাছের দণ্ডটা তাহার অঙ্গুলির মধ্যে ঘুরতে আরম্ভ করিয়াছে । অথচ সে এমন অভিনয় করিতেছে যেন সে খুব জোরে উহা ধরিয়া রাখিয়াছে । লে বলিল, “এখানে নিশ্চয় কোথাও জলের উৎস আছে”— সে আবার এদিক ওদিক যাইতে লাগিল । মনে হুইতেছিল, যেন লাঠিটা তাহাকে টানিয়া লইয়া যাইতেছে । এইরূপে সে একটা ছাদবিহীন স্থানে প্রবেশ করিল। উহার চারিদিকে দেওয়াল আছে, কিন্তু ছাদ পড়িয়া গিয়াছে। এই স্থানটিতে সেকালে বোধ হয় রন্ধনাগার ছিল । এক সময় লাঠি খান ૨86 যেন সোজা ভাবে নীচে নামিত্তে চাহিল । সে বলিল, “এই খানটাই নিশ্চয় । এখানে যদি জলের উৎস না থাকে, তা হ’লে স্থাপন}র। আমাকে যা খুলী তাই ব’লে গাল দিতে পারেন ।” - লভেলের কাণে কাণে প্রত্ন","ত্ত্বক বলিলেন, "জল পাওয়া যাক আর নাই যকৃ, ওকে আহাম্মক ব’লে গালাগালি আমি দেবই * - এই সময়ে এক জন ভূপ্ত একষ্ট। আধারে করিয়া নানাবিধ আহার্য লইয়। সেখানে আসিল । নিকটেই এক জন কাঠুরিয়া থাকিত। তাহার কোদাল ও শাবল আনিবার জন্ত ভূতাক পাঠান হষ্টল । নীচে ষে সব পাথর ৭ বালি ইট খসিয়ু পড়িয়ছিল, তাহী অপস্তত করা eষ্টল ! জীয়াণঃ যে স্থান নির্দেশ করিয়াছিল, আবৰ্জ্জন। অপহু স্থা হইলে দেখা গেল, সেখানে একটা বানান কূপ রক্তিযুছে । উeার মুখের আবর্জন সম্পূর্ণরূপে সরাষ্টয় ফেলা হইলে জলধারা তন্মধ্য হক্টন্তে উৎসারিত চক্টতে লাগিল । এ দুপ্তে ধৰ্ম্মযাজক, সীর আর্থার এবং মহিলারা বিস্মিত হুইলেন , এমন কি, অবিশ্বাসী প্রত্নভাৱিকও যেন বিমূঢ় হইয় পড়িলেন । কিন্তু লভেলের কাণে কাণে তিনি বলিলেন, “এ একট চালাকি—কৌশল । রাস্কেলটা আগেই গোজ নিয়ে রেখেছিল, তার পর এই ভেল্কী দেখালে । নিশ্চয় ও কোন স্থত্রে এই কুষ্কোর সন্ধান জানতে পেয়েছিল ; এখন কাণ পেতে শোন ও কি বলে । লোকট। জোচ্চ,রি ভাল রকম ক'রে করবার আগেই এ রব ম ভেল্কী দেখাচ্ছে, এ আমার বিশ্বাপ । দেখ, লোকট: সার আর্থারকে পেয়ে বসেছে । যা ত ব'লে ওঁকে বাগিয়ে ফেলেছে।” ভখন জায়:ণটা বলিতেছিল, “আপনি দেখুন সার, আপনারাও দেখুন মহিলার, অাপন ও লক্ষ্য করুন, পাদী মশাই । মিঃ লভেল, মি: ওল্ডেন বক, সবাহ আপনার; দেখুন, ক "বিদ্যার কোন শক্ৰ নেষ্ট—শত্র শুধু অজ্ঞতা । কলবিদ্যার গুণের অস্ত নেই—সে সব করতে পারে । যদি এমন লোক পাই, যার সাহস আছে আর জালবt a ইচ্ছে আছে, র্তাকে অfম আরো ভাল জিনিষ দেখাতে পারি । তুচ্চ স্কুপ দেখিয়ে, জল দেখয়ে তাকে তুষ্ট করতে চাইমে —আমি তাকে দেখ তে পরি—” প্রত্নতাত্ত্বিক বললেন, সে জন্য কিছু টাকারও ত দরকার । কেমন নয় কি ?” জাৰ্ম্মাণ দার্শনিক বলিল, “সামান্ত কিছু । যোড়তোড় করতে য। খরচ, তার বেশী নয় ।” শুষ্কশ্বরে প্রত্নতাত্ত্বিক বলিলেন, “আমিও ভাই