পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

§ { o অতিমাত্র বিক্ষিত হইলেও মাটিন সৰ্ব্বপ্রথম আগুন জালিবার চেষ্টা করিল। কিন্তু সে দেখিল, যে জলস্ত কাষ্ঠ সে লইয়া আসিয়াছিল, তাহা সম্পূর্ণ নিৰ্ব্বাপিত হষ্টয়া গিয়াছে । সে ফিরিয়া দেখিল, অগ্নি তখনও পূৰ্ব্ববং সেইখানে জলিতেছে । কিন্তু যে সকল মূৰ্ত্তি সে সেখানে দেখিয়াছিল, তাহার কেহই নাই । সে ভাবিল, ভূত বা দানবট তাহার সহিত পরিহাস করিয়াছে । তখন সে ভাবিল যে, ইঙ্কার শেষ কোথায়, তাহা সে দেখিবে । এই ভাবিয়া সে পুনরায় সেই স্থানে গিয়া বিনা বাধায় দ্বিতীয় আর একখণ্ড বড় জগস্ত কাষ্ঠ লইয়া আসিল । কিন্তু প্রথমবারের মত এবারেও তাহার চেষ্টা ব্যর্থ হইল—আগুন জ্বলিল না । তখন সে তৃতীয়বার আবার আগুন আনিতে ছুটিল । তৃতীয় খণ্ড জলন্ত কাষ্ঠ লইয়। সে যখন গুহে ফিরিতেছিল, সেই সময় অনৈসৰ্গিক কণ্ঠে উচ্চারিত গুইল, “আর এখানে আসৰিনি কিন্তু !” কিন্তু এবারেও মাটিন আগুন জালাইতে পারিল না ; তখন সে হতাশ হইয়। নিজের শয্যায় গুইয়। পড়িল । তার পরদিন দাদাদের নিকট সে তাহার নৈশ অভিধানের বিবরণ বিবৃত করিবে বলিয়। সংকল্প করিয়া রাখল। গুরু পরিশ্রমে সে পুবই ক্লাস্ত হষ্টয়া পড়িয়াfছল, তাই সে গভীর নিদ্রায় নিমগ্ন হইয়। রeিল । সহসা উত্তেজিত উচ্চ কণ্ঠস্বরে তাহার নিদ্র। ভাঙ্গিয় গেল। শষ্যা গুইতে তাড়াতাড়ি উঠিয়া সে দেখিল, অগ্নিকুণ্ডের ভস্মরাশির মধ্যে তিনটি প্রকাণ্ড ধাতব পদার্থ রহিয়াছে। তাহারা বুঝিল, উহা স্বৰ্ণ । মাটিন যখন সব কথা খুলিয়া বলিল, তখন তাহার দুই দাদার মন অনেকট দমিয়া গেল । কিন্তু স্বর্ণের লোভ ত্যাগ কর। কঠিন । তাহার ভ্রাঙার অ1নীত ঐশ্বর্য্যের ভাগ হতে সন্মত হইল । মাটিন তখন বংশের প্রধান ব্যক্তি বলিয়া বিবেচিত হুইল । সে ঐ স্বর্ণ বিক্রয় করিয়া বহু জমি-জমা ক্রয় করিল, দুর্গ নিৰ্ম্মাণ করিল । অর্থের জোরে সে আমার ওমরাহ দলে নাম লিখাইল, পদবীও মিলিল । প্রাচীন অভিজাত বংশধরগণ যেরূপ সন্মান লাভ করিয়ু থাকে, তাহার অদৃষ্টে সবই মিলিয়া গেল । যুদ্ধক্ষেত্রে সে অসীম সাহস প্রদর্শন করিতে লাগিল । অর্থের জোরে এখন তাহার বহু অসুচর জুটিয়া গেল। ঘরোয়া বিপদে—সে দুর্জর সাহস দেখাইঃ! অনেককে পরাজিত করিল। তাহার :প্রতাপে ক্রমে সকলেই তাহাকে ভয় করিয়া চলিতে লাগিল । q অকস্মাৎ যদি কোন মানুষ প্রভূত ধন-দৌলতের সার ওয়ান্টার স্কটের গ্রন্থাবলী অধিকারী হয়, তাছা হইলে তাহার গৰ্ব্বে মানুষের মাথা ঠিক থাকে না। মার্টিন ওয়ালডেকের বেল তাহা সত্য হইল । তাহার প্রকৃতিতে যে সকল নীচ ও জঘন্য প্রবৃত্তি দারিদ্রের চাপে মাথা তুলিতে পারে নাই, অর্থের প্রভাব বশতঃ তাহারা প্রবল কইয়। দেখা দিল । অবস্থার আকস্মিক পরিবর্তনে মাটিনের চরিত্রে সেই সকল দোষ দেখা দিতে আরম্ভ করিল , তাহার দুর্জয় সাহস মন্দ পথে চলিয়। জনসাধারণের ঘুণা বাড়াইঃ তুলিল । সে ক্রমে ঘোর অত্যাচারী হইয়া উঠিল । তাঙ্কার নিষ্ঠুরতা ও বৰ্ব্বরতায় মানুহ পরিত্রাহি চীৎকার করিতে লাগিল । লোকের মুখে মুখে তাহার অত্যাচার-কাচিনী প্রচারিত হওয়ায় ধৰ্ম্মমাক্তকর। ফতোয় দিলেন—লোকটী ইন্দ্র জালবিদ্যার বলে এই ঐশ্বৰ্য্য লাভ করিয়াছে । সমস্ত অর্থ ভোগ না করিয়া সে যদি ধৰ্ম্মোক্ষেপ্ত কিছু ব্যয় করিত, তাই। হইলে সে এতটা অধঃপাভে স্বাইত না । সুতরা নিষ্ঠর ও অত্যাচারী মার্টিন ওয়ালডেককে সমাজচ্যুত করা কৰিব । भानि इमानौ दाश्चम उम् ७झाश८ख्रु नाप्झ পরিচিত হইয়াছিল। সে দরুদ্র অবস্থায় যে সকল্প ক্রীড়া ও পঃিশ্রমে আননা অনুভব করে , ধনী হইঃ আর তাষ্ঠ করিতে পাই ত ন বলিয়! মনে মনে দুঃখ অনুভব করিভ । কিন্তু তাহু!র সাহস পূৰ্ব্ববৎক্ট ছিল । SSBBBB BBBBB LSBBSBB BBB BBBSBB ঘনাইয়া আসিতে;ছল এবং একট। আকস্মিক ব্যাপাঃে তাহাঁর পতন ঘটিল । তখন ডিউক রনাং উইক দেশের রাঙ্গ। র্তাঙ্গার ঘোষণfক্রমে জাৰ্ম্মাণ অভিজাতগণের মধ্যে একট: বারুত্বাভিনয় ক্রীড়া অনুষ্ঠিত হক্টবার ব্যবস্থা হইয়াছিল । মাটিন ওয়ালডেক মানাবিধ অন্ত্রশস্ত্রে সুসজ্জিত হইয়া দুষ্ট ভ্রাতা ও অম্লচর বর্গ সঙ্গ সেই ক্রীড়া-ভূমিতে গমন করিল । সে দাবী জানাইল ষে, সেও অস্ত্র-ক্রীড়া প্রদর্শন করিবে, অতএব তাহার নাম ভালিকাভুক্ত করা হউক । কিন্তু তাছাতে আপত্তি শুইল । সহস্ৰকণ্ঠে প্রতিবাদ হইল, “আমাদের এই অভিজাত সম্প্রদায়ের ক্রীড়ায় কয়লাবেচ লোককে যোগ দিভে দিব না ।" মাটিন এই উক্তি শুনিয়া ক্রোধে ক্ষিপ্ত হইয়া গেল এবং ষে নকীব এই কথা ঘোষণা করিতেছিল, তরবারির এক আঘাতে তাহার মুণ্ড কাটিয়া ফেলল । এই জঘন্ত হত্যার বিরুদ্ধে শত তরবারি কোষমুক্ত হইল । ওয়ালডেক সংহবিক্রমে তাহাদের সহিত যুদ্ধ করিল বটে, কিন্তু শেষ নিরস্ত্র অবস্থায় ধৃত