পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/২৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দি এ্যান্টিকোয়ারি বা প্রত্নতাত্ৰিক তিনি বলিলেন, “মি: ওল্ডবকৃ, এই ধ্বংসস্ত পট। কোন যুগের ?” & ब्रध्नांबांय खनिएल ब्र°-अर्थ (थभन 5ॐण झंझेग्नां ॐ, 2ङ्गडांख्रिक ८ङभबझे 5क्षण ७ अथौद्ध झझेम्न উঠিলেন। তিনি বলিতে লাগিলেন যে, সেন্টক্লথ মঠ ১২৭৩ খৃষ্টাব্দের নিৰ্ম্মিত। কোন জমিদার কতখানি এজন্য দান করিয়াছিলেন, তাঙ্কার ইতিহাস তিনি অনর্গল বলিয়। যাইতে লাগিলেন । সার আর্থার এবং ধৰ্ম্মযাজকও সে আলোচনায়ু যোগ দিলেন । বাদ প্রভি বাদও আরম্ভ হুইল । তিন জনের কেহই কম নহেন । মিস ওয়ারভুর ক্যাপ্টেনের অতিরিক্ত আগ্রহের হস্ত হষ্টতে মুক্ত হইবার জন্যই এই আলোচনা শুনিতে লাগিলেন । নতুবা এই বাদপ্রতিবাদমূলক আলোচনা র্তাহার প্রীতিকর ছিল না । যুবক সৈনিক ক্ষণিক বিরক্তভাবে ধৈর্য্য ধরিয়া এই আলোচন শুনিতে লাগিল ; কিন্তু শেষে তাঙ্কার সহিষ্ণুতা আর রহিল ন! ! সঙ্গে1দরাকে হাত ধরিয়৷ কিছুদূরে লইয়া গিয়া বলিল, “মেরা, তোমাদের প্রতিবেশিনী আমার অনুপস্থিতিতে বেশী স্কৃৰ্ত্তিবাজ ব| কম শক্ষিত হন নি ।” "হেক্টর, তোমার ধৈর্য ও বৃদ্ধির অভাব আমরা অনুভব করছিলাম * “প্রিয় বোন, সেঞ্জষ্ঠ ধন্যবাদ । তোমার অযোগ্য ভাইয়ের বদলে স্থার একজন ভাল লগাই জুটিয়েছ দেখছি । আচ্ছ, বঃ) ত, এই মি: লভেসটি কে ? আমাদের মাতুল ত একে দখছি রাজসন্মান দিচ্ছেন । কিন্তু আগে ত তিনি অপরিচিত কোন লোকের সঙ্গে সহজে আলাপই করতেন না । " “মিঃ লভেল সত্য খুও ভদ্রলোক, হেক্টর ।” “হ্যা, ঘরের মধ্যে টোকবার সময় তিনি নত হয়ে সকলকে নমস্কার করেন, জাম-কাপড়ও ভাগ " “না, ভাই, ওকথা শুধু বলে না। ওঁর আচরণ, কথাবাৰ্ত্তা শুমে উনি ষে উচ্চশ্রেণীর শিক্ষিত ভদ্রলোক —তা সকলেই বলে ।” “কিন্তু আমি জানতে চাই, ওঁর বংশপরিচয় কি —সমাজে ওঁর স্থান কোথায় ? তিনি যে সমাজে চলাফেরা করছেন, তার উপযুক্ত পদবী তার কি ?" “তোমার আদি কথার এই অর্থ হয় যে, মঙ্কবারনগএ তিনি কি ক’রে এসে জুটলেন, তাহলে মামাকে সেকথা জিজ্ঞাস করে দেখ। তিনিই তোমাকে সব খবর হয় ত দিতে পারবেন। তিনি হয় ত বলুবেন, ఫి(tN) যাকে খুলী তিনি বাড়ীতে নেমস্তন্ন করতে পারেন । আর তুমি যদি সার শার্গারকে জিজ্ঞাস কর, তা হলে জেনে রাখ, মিঃ লভেল বাপ ও মেয়েকে ভাল রকম সাহায্যই করেছিলে “কি বলুলে ? তা হলে যে গল্পট রটেছে, সেটা সত্য ? তা হলে এই বীরপুরুষটি কি যে নারীকে বিপদ থেকে রক্ষা করেছেন, তার পাণি প্রার্থন করেম না কি ? উপন্যাসে এবঞ্চম হয় বটে ; মিস ওয়ারভুর আমার সঙ্গে অত্যন্ত নীরস ব্যবহার করেছেন দেখলুম । আর এমন ও মনে হচ্ছিল যে, তিনি লক্ষ্য করছিলেন, আমার সঙ্গে বেড়াচ্ছেন ব'লে তার সাহসী উদ্ধারকর্ডাকে ক্ষুন্ন করছেন কি না ।” ভগিনী বললেন, “প্রিয় হেক্টর, তুমি যদি সত্য সত্যই মিস ওয়ারডুরের সঙ্গে প্রেম হবার বাসনা

  • যদি কি, মেরী ? এর মধ্যে যদি ব’লে কিছু 6नशे

“কিস্থ মি বলছি, তোমার এ অধ্যবসায় বুর্থ।—কোন অংশ তোমার নেই । “জ্ঞান ত তোমার খুব আছে দেখছি, বোন, কিন্তু আমার আশ নেই কেন বল ত ? মিস ওয়ারভুরের বাবার এখন ষে অবস্থা, তাতে বেশ টাক৮ কড়ি দেবার ক্ষমতা তার নেই । আর বংশের কথা যদি ধর, তা হলে মাকৃইনটায়ার বংশ তার চেয়ে হীন নয় ।” সহোদরা বলিলেন, "কিন্তু, ংে কুর, সার আর্থায় আমাদের মঙ্কবায়নস্ বংশের লোক বলেই মনে করেন " উপেক্ষাভরে সৈনিকপুরুষ বলিল, “সার আর্থার যা খুদী তই মনে করতে পারেন, কিন্তু ষার সাধারণ বুদ্ধি আছে, সেই জানে, স্ত্রী তার স্বামীর পদবী গ্রহণ ক’রে থাকে । আমার বাবা পনের পুরুষ ধরে বনেদি ংশের লোক ছিলেন । সুতরাং আমার মার রক্তে যাই থাক না, বাবার সঙ্গে বিয়ে হয়ে তিনি বড়ই হয়ে গিয়েছেন - ভগিনী উৎকণ্ঠাপূর্ণ স্বরে কঠিলেন, “দোহাই ভগবানের, হেক্টর, তুমি খুব সতক হয়ে এসব কথা উচ্চারণ করবে । মামার কাণে এরকম কথা যদি যায়, তোমাকে তিনি ছেটে ফেলে দেবেন । ভবিষ্যতে র্তার সম্পত্তির আশা আর তোমার থাকৃবে না।” গোয়ারগোবিন্য যুবক বলিল, “তা হয় ত হোক । আমি যে বিভাগে কাজ করছি, সে বিভাগ সামাঙ্গা নয় । মামা যদি তোমাকে তার সম্পত্তি দিতে চান, দিন' না। এই নতুন ভদ্রলোকের সঙ্গে তোমার