পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/২৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨(t૭ “এ ছাড়া আর কোন সংবাদ আপনার দেবার নেই ?”

  • তার বেশী জানবার অধিকার আপনার আছে ব'লে মনে কারনে ৷”

যুবক সৈনিক বলিল, “মশাই, আমার বোনের সঙ্গে আপনাকে, বেড়াতে দেখেছি । সুতরাং মিস ম্যাকইনটায়ারের সংস্রবে যিনি এসেছেন, তার সম্বন্ধে সব জানবার অধিকার আমার আছে ” ঠিক সমান উদ্ধতকণ্ঠে লভেল বলিলেন, “সে অধিকার আপনার আছে বলে আমি স্বীকার করিনে । আমি যাদের সঙ্গে মিশেছি, -1মার সম্বন্ধে যতটুকু জানান দরকার আমি জানিয়েছি, তাতেই তারা সন্তুষ্ট হয়েছেন । আপনি আমার কাছে সম্পূর্ণ অপরিচিত, আপনার আমার সম্বন্ধে কোন প্রশ্ন করবারই অধিকার নেই * "মিঃ লভেল, আপনার কথামত সেনাদলে যদি আপনি—* বাধা দিয়া লভেল বলিলেন, “যদি –আমি যদি আমার কথিত সেনাদলে কাজ ক'রে থাকি ?” “হঁ্য, মশাই, তাই আমি বলছি—ভাই বলাই আষার অভিপ্রেস্ত । যদি আপনি কাজ ক’রে থাকেন, আমার কৌতুহল-নিবৃত্তির জন্য সে কথা প্রকাশ করা আপনার দরকার ” “এই যদি আপনার অভিমত, হয়, তা হলে, ক্যাপ্টেন, এ ক্ষেত্রে ভদ্রলোক ষেভাবে উত্তর দিয়ে থাকেন, আমার কাছ থেকেও সেই ভাবের জবাব পাবেন ।” “বেশ মশাই, তাই ” বলিয়া হেক্টর অশ্বকে ধাবিত করিয়ু ষে দিক হইতে আসিয়াছিল, সেই দিকেই চলিখু। গেল ! অতি শীঘ্র সে দলের সহিত মিলিত হইল । তাহার। তাছার অনুপস্থিতেতে ভীপ্ত হইয় পড়িয়াছিলেন। ভগিনী অশ্বপদশস্থ শুনিয়া মুখ বাড়াইয়। তাছাকে দেখিলেন । ‘. প্রত্নতাত্ত্বিক জিজ্ঞাসা করিলেন, “তোমার ব্যাপার कि cश् ? eगिक Gनिक छूBाछूछि कब्रह ८कन ? গাড়ীর সঙ্গে আসতে পার না ?” হেক্টর বলিল, “আমার দস্তান ফেলে এলেছিলাম * - "স্তানা ফেলে এসেছিলে –তুমি দস্তান নিক্ষেপ করতে গিয়েছিলে নাকি ? ছোকরা, ওসব হবে बा । श्राण छूमि श्राभाद्र गप्य भकबाब्रनन्4 क्रिब्र স্বাবে I* সার ওয়াল্টার স্বটের গ্রন্থাবলী শকটচালককে তিনি গাড়ী চালাইতে ইঙ্গিত করিলেন । SO —lf you fail Honour here, Never presume to serve her any more ; Bid farewell to the integrity of armes, And the honourable name of soldier Fall from you, like a shivered , wreath of laurel By thunder struck from a desertlesse forehead, A Faire Quarrell. পরদিবস প্রত্যুষে এক জন ভদ্রলোক মিঃ লভেলের সহিত সাক্ষাৎ করিতে আসিলেন । তিনি তত সকালে র্তাহার প্রতীক্ষায় প্রস্তুত ছিলেন । আগন্তুক এক জন সামরিক কৰ্ম্মচারী, ক্যাপ্টেন ম্যাকৃইনটায়ারের এক জন বন্ধু । সম্প্রতি তিনি ফেয়ারপোটেই সেন সংগ্রষ্ঠের জন্য অবস্থান করিতেছিলেন । উভয়ের মধ্যে কিছু জানা শোন ছিল । মিঃ লেসলী বলিলেন, “এত সকালে কেন আপনাকে বিরক্ত করতে এসেছি, তা বোধ হয় অনুমান করতে পেরেছেন ?” "সম্ভবত: ক্যাপ্টেন ম্যাকুইনটায়ারের কথা নিয়ে এসেছেন ?” “ঠিক ধরেছেন। তার আত্মীয়-স্বজনের সঙ্গে যে ভদ্রলোক অস্তরঙ্গভাবে মিশছেন, তার পরিচয় জানধার অধিকার ঠার অাছে ব'লে তিনি মনে করেন । কিন্তু আপনি যে ভাবে তাকে প্রত্যাখ্যাণ করেছেন, তাতে র্তার অপমান বোধ হয়েছে ।” “আচ্ছা, মিঃ লেসলী, আপনাকে যদি কেউ ঐ রকম আকস্মিক ঔদ্ধত্যের সঙ্গে ঐ রকম প্রশ্ন করতেন, আপনি কি তার কথার উত্তর দিতেন ?" “সম্ভবতঃ নয় । আমার বন্ধু ম্যাকইনটায়ারের মেজাজ আমি জানি, তাই আমি আপনাদের মধ্যে শাস্তিস্থাপন করতে চাই । মিঃ ভেল ষে রকম ভদ্রলোক, তাতে তিনি অহেতুক সন্দেহের অবসানকল্পে কাজ করবেন, এটা সকলেই আশা করেন । যদি তিনি দয়া ক’রে র্তার আসল নাম আমাকে জানান এবং ম্যাকৃইনটায়ারকে বলবার অধিকার আমায় দেন, কারণ, আমাদের সকলেরই ধারণা, णtछण बृीमफे ऊँाब्र थांब्र कब्राभ्-*