পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/২৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

रै७७ লাভ নেই। তা ছাড়া এই গুপ্তস্থানের কথাটা আমি কাকেও জানাতে চাইনে । . আপনি ত দেখছেন, এখানে কেমন লুকিয়ে থাকা চলে । ভবিষ্যতে এ জায়গাটা হয় ত আমার নিজের কাজেই লেগে যেতে পারে।* লভেল তাহার এ আপত্তি-খণ্ডনের কোনও যুক্তি খুজিয়া পাইলেন না। তবে এই ঘটনা দেখিয়। র্তাহার চিন্তাধারা নূতন খাতে বঠিতে লাগিল । অপরাচুের ব্যাপারে তিনি যেরূপ মুম্বড়িয়া পড়িয়াছিলেন, সে অবস্থা কাটিয়া গেল । তিনি ভাবিতে লাগিলেন যে, ম্যাকৃইনটায়ারের আঘাতটা বিপজ্জনক হইলেও, মারাত্মক হইবে ভাহার কোন হেতু নাই । তাহার সম্মুখে ৰহু কৰ্ত্তব্য পড়িয়া রহিয়াছে । সেগুলি র্তাহাকে সম্পন্ন করিতে হুইবে । খানিক পরে স্থানত্যাগ করিয়া সমুদ্রের ধারে ষাইবার আয়োজন তাহার করিলেন । যখন র্তাহারা পূৰ্ব্বপথে গুছা হইতে নির্গত হইলেন, তখন আরণ্য পাখীর কূঞ্জন শুনিতে পাওয়া যাইতেছিল । রাত্রি প্রভাতপ্রায় } সমুদ্র-উপকূল পৰ্য্যন্ত এই বনভাগ প্রসারিত । র্তাহারা বনের মধ্য দিয়া চলিতে লাগিলেন । যখন লভেল সমুদ্রতটে পৌছিলেন, তখন তরুণ অরুণ সমুদ্রগর্ভ হইতে উত্থিত হইয়া সকল প্রাচীর ললাটে দেখা দিতেছিল । লভেল দেখিলেন, অর্ণবপোতখানি তাহার প্রতীক্ষায় রহিয়াছে। একখানি নৌক৷ তীরে বাধা । টফ রিল্ স্বয়ং কর্ণ ধারণ করিয়া রছিয়াছেন । লভেল ও ভিখারীকে দেখিবামাত্র তিনি ভীরে লাফাইয়ু পড়িলেন । লভেলের করকম্পন করিয়। তিনি জানাইলেন, লভেল যেন অত মনমরা ন হন । তিনি বলিলেন, “ম্যাকইনটায়ারের আঘাত সন্দেহজনক বটে, কিন্তু সাংঘাতিক নয় ।" তিনি জানাইলেন, মিঃ লভেলের দ্রব্যাদি গোপনে তিনি আনাইয়। জাহাজে তুলিয়া দিয়াছেন। অবস্ত লভেল স্বাদ জাহাজে কিছুদিন অবস্থান করেন, তাহা হইলে জলযাত্রাটাই হয় ত তাহার কাছে অপ্রীতিকর হইবে । কিন্তু বেশীদিন সে দুর্ভোগ ভোগ করিতে হইবে না । মিঃ টাফ রিলু স্বাধীনভাবে জাহাজ চালাইবেন— কাহারও নিদেশে নহে । তবে নিদিষ্টস্থানে তাহাকে থাকিতে হুইবে, ইহাই তাহার বাধ্যবাধকতা । লভেল বলিলেন, "চলুন, জাহাজে চড়ে কোথায় কোথায় যাওয়া যাবে, সে সম্বন্ধে আলোচনা হবে ।” এডির দিকে ফিরিয়া তিনি কিছু অর্থ তাহাকে দিবার চেষ্টা করিলেন। কিন্তু টাকা ফেরত দিয়া সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী এডি বলিল, “সবাই দেখছি আমার ভিক্ষে ব্যবসাট। মাটী করে দেৰে । এই ক’দিনের মধ্যে কত টাক৷ যে কত লোক আমায় দিতে গেছেন, তার ঠিক নেই। ছোকরা, টাকাগুলো তোমার কাছেই থাক, ওতে তোমার উপকার হবে । আমার টাকার কোন দরকার নেই। ক্ষিদে পেলেই আমার খাবার জোটে। অথচ খেতে না পেলেও এক আধ দিন আমার কষ্ট হয় না। যাক, সোনার মোহর ফিরিয়ে নিয়ে তামাক কিনবার জন্ত একটা শিলিং আমায় দিলেই হবে ।” কোন যুক্তিতর্কহ এডি কাণে তুলিল না । কাজেই লভেল মোহরগুলি পকেটে রাখিলেন । বন্ধুর ন্যায় ভিখারীর করমর্দন করিয়া তিনি বিদায় লইলেন । তাহার সাহায্যের জঙ্গ তিনি চিরদিন কৃতজ্ঞ থাকিবেন, সে কথাও গদগদ কণ্ঠে প্রকাশ করিলেন । তাহার যে গুপ্ত কথা সে রাত্রিতে জানিয়াছেন, তাহ! যেন প্রকাশ না পায়, সে সম্বন্ধেও তাহাকে তিনি তর্ক করিয়া দিলেন । অকিলটি বলিল, “তাতে সন্দ করবেন না আপনি ] আমার বাজে গল্প ক অভ্যেস নেই ; অনেক জিনিষের খবর আমি রাখি, কিন্তু বলি ন! কাকেও ” নৌকা তাঁর ত্যাগ করিল। বৃদ্ধ উপকূলে দাড়াইষ। দ্রুতগামী নৌকার দিকে একদৃষ্টে চাহিয়া রঙ্গিল । ছয় জন নাবিক দাড় টানিতেছিল । ভেল দেখিলেন, রুদ্ধ তাহার নীল টুপী খুলিয়া তাঙ্গ ঘুরাইভেছে । বিদায়সঙ্কেত যতক্ষণ দেখা যায়, তিনি চাféয়। রছিলেন । ভিখারী যখন দেখিল নৌকার আর মানুষ চেনা যাইতেছে না, তখন সৈকতভূমির উপর দিয়া তাহার নিত্য প্রতিভ্ৰমণ কার্য আরম্ভ করিয়া দিল ।

RS Wiser Raymoud, as in his closet pent. Laughs at such danger and advonture

ment. When half his lands are spent iu golden smoke. And now his second hopeful glasee is broke' But yet, if haply his third surnace hold, Devoteth all his pots and pans to gold. গত অধ্যায়ে বর্ণিত ব্যাপারের এক সপ্তাহ পরে মিঃ ওল্ডবকৃ. প্রাতরাশ-কক্ষে নামিবার সময় লক্ষ্য t