পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/২৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 তখন সকলেরই মনে পড়িল ষে, নানা আবর্জনার শুপের নীচে কৰরটি এতদিন অদৃপ্ত ছিল, তাই কাহারও দৃষ্টি আকৃষ্ট করে নাই। এখন আবর্জনা অপস্থত হওয়ায় সমাধি দেখা যাইতেছে । সকলেই আলোচনায় মগ্ন—কুলীর দল তখন কোদাল শাবল চালাইয়া চলিয়াছে ৷ পাচফুট গভীর গৰ্ত্ত হইয়াছিল। ক্রমেই মাটী তোলার কাজ কঠিন হইয়া উঠায় কুলীয়া পরিশ্রান্ত হইয় পড়িল । অথচ কিছুই পাওয়া গেল না । এডি বলিল, “ওগো বাছারা, তোমরা একটু খাম । আমি বুড়ে বটে, তবে এসব কাজে আমি কাচা নই। আমি চেষ্টা ক'রে দেখি ” বৃদ্ধ কবরের মধ্যে নামিয়া গেল । সে সবলে শাৰলের আঘাত দিল । নীচে কোনও শক্ত পদার্থের সঙ্ঘাতে শাবল মাটীতে বসিতে চাহিল না । সেই শব্দ শুনিবামাত্র সকলেই উৎকর্ণ হইয়। উঠিলেন—সকলেরই কৌতুক বৰ্দ্ধিত হইল । ব্যারনেট বেন এতক্ষণ নিৰ্জ্জীব অবস্থায় ছিলেন । শব্দ শুনিব মাত্র দৌড়াইয়া কবরের পার্শ্বে আসিয় দাড়াইলেন । শ্রমিকরা উৎসাহভরে যন্ত্রপাতি লইয়া আবার কবরে নামিয়া পড়িল । শাবল ও খস্তা একটি দারুময় পদার্থে প্রতিহত হুইতেছিল বুঝা গেল, ষাট সরাইয়া দেখ। গেল, একটি কাঠের সিন্দুক সেখানে প্রোথিত রহিস্থাছে । উস্থা ঠিক শবাধার নছে, তাহার অপেক্ষা ক্ষুদ্রাকার । সকলে হাত লাগাইয়ু সিন্দুকটিকে खे”itद्र छूण ३झेण । प्लेश धूबई उांद्रौ cदार्थ श्ण ! সকলেই ভাবিল, উহার মধ্যে মূল্যবান কিছু আছে। না, তাতাদের ভুল হয় নাই । সিন্মুকটি উপরে উত্তোলিত হইলে বলপূৰ্ব্বক উচ্চার ডাল খুলিয়া দেখা হুইল । প্রথমেই একটা মোটা চটের আবরণ দেখা গেল, তাহার নিয়ে অনেকগুলি রৌপ্যনিৰ্ম্মিত দ্রব্য । এই অপ্রত্যাশিত আবিষ্কারে একটা হর্ষ-কোলাহল উখিত হইল ব্যারনেট উভয়বাছ উদ্ধে তুলিয়া যেন ভগৰানকে ধন্যবাদ প্রদান করিলেন । তিনি যেন অবর্ণনীয় দুর্দশ হইতে অপ্রত্যাশিতভাবে মুক্তিলাভ করিয়াছেন । ওল্ডবক যেন নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিতেছিলেন না । তিনি এক একটি করিয়া পদার্থ তুলির পরীক্ষা করিতে লাগিলেন । কোনও পদার্থের উপর কোন প্রকার চিহ্ন বা অক্ষরমালা ছিল না । বোধ হইল, সবই স্পেনে নিৰ্ম্মিত । তিনি নিঃসন্দেহ বুঝিলেন যে, দ্রব্যগুলি খাটি রৌপ্যনিৰ্ম্মিত-ভেজাল আদেী নাই । তিনি সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী এক একটি করিয়া জিনিষ তুলিয়া সাজাইতে লাগিলেন । ভাবিলেন, সকলের নীচে যাহা অাছে, তাহার। হয় ত অপেক্ষাকৃত নিকৃষ্ট মূল্যের। কিন্তু কোনও পার্থক্যই তিনি দেখিতে পাইলেন না । তিনি অবশেষে মোটামুটি হিসাব করিয়ু বলিতে বাধ্য হইলেন যে, সংস্র স্বর্ণমুদ্রা মূল্যের এই দ্রব্যসম্ভার সার আর্থার পাইয়া গেলেন । সার আর্থার অঙ্গীকার করিলেন, সকলকেই তিনি উপযুক্ত পারিশ্রমিক দিবেন এবং কি উপায়ে দুর্গে সিন্দুক সহ দ্রব্যগুলি লইয়া যাওয়া যায়, তাহার উপায় নিৰ্দ্ধারণ করিতে লাগিলেন । জাৰ্ম্মানটি এতক্ষণ বিস্ময়ুৰিমূঢ় হইয়ু পড়িয়া ছিল । এইবার সে আত্মসম্বরণ করিয়া বলিল, “মিঃ ওল্ডেনবকৃ, আমি আগেই বলেছিলাম, আপনার ভদ্র ব্যবহারের জন্ত উপযুক্ত ভাবে ধন্যবাদ দেব। এখন দেখুন, ধন্যবাদ দেবার যোগ্য অবস্থা হয়েছে কি না ?” প্রত্নতাত্ত্বিক বলিলেন, “কিন্তু মি: ডাউঞ্জালস্থউইভেল, আমাদের এই সাফল্যে আপনার যোগাযোগ কি আছে ? আপনি আমাদের কোন সাহায্যই করতে চান নি । সে কথা কি ভুলে গেছেন নাকি ? আপনার যন্ত্রপাতি ত কিছুই আপনি আনেন নি কোন সাহায্যই করেন নি । সুতরাং আমাদের সাফল্যের সঙ্গে আপনার কোন সম্বন্ধই নেই । এখন ডেন জনসনের কথাই আমার মনে পড়ছে ।" জাৰ্ম্মান যে উত্তর দিয়াছিল, তাহ পরবর্তী অধ্যায়ে বির ই গুইয়াছে । Clause—You now shall know the king ()' the beggars treasure :Yes—ere to-morrow you shall find your harbour Here, failure not, for if I live I'll fit you. The Beggar's Bush দ্রব্যগুলি আবিষ্কৃঙ হওয়ায় জাৰ্ম্মাণটা তাঙ্কার সুযোগ ও সুবিধা গ্রহণ করিবে বলিয়া স্থির করিয়|ছিল । সুতরাং সে সাড়ম্বরে প্রত্নতাত্ত্বিককে আক্রমণ করিয়া বলিল, “এসব ব্যাপার ভারী মজার ও হাস্তরসাত্মক বটে । কিন্তু যারা মিজের চোখে দেখে, নিজের কাণে গুনেও বিশ্বাস করতে চায় না, তাদের আমি কিছু বলতে চাইনে। একথা সত্য যে, আমি |