পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/২৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দি এ্যান্টিকোয়ারি বা প্রত্নতাত্ত্বিক সে ভাবিতে লাগিল, পাচ বৎসর ধরিয়া যে স্কট ৰ্যারনেটকে নাকে দড়ি দিয়া ঘুরাইয়াছে, সেই লোকটা শেষে জাৰ্ম্মান ডাউষ্টারসউইভেলকে ঠকাইয়া দিল । আচ্ছা, ইহার প্রতিফল সে দিবেই । সে এইরূপ ভাৰিতেছে, এমন সময় একটা ঘটনায় তাহার মন আকৃষ্ট হইল । বাতাসের কাতর দীর্ঘশ্বাস এবং বৃষ্টির ধারাপতন শব ছাপাইয়। অদূরে কোথায় যেন কাহার করুণ শব্দে গান গাহিতেছে । সে গান বা ৰিলাপ শুনিলে মনে হইবে, কোনও নরদেহধারীর আত্মা স্বর্গে প্রয়াণ করিয়াছে, তাহারই উদেশে কাহারা যেন বিলাপ করিতেছে । ডাউষ্টারসউইভেল অন্ধকারে হাতড়াইতে হাতড়াইতে চলিতে চলিতে এই অদ্ভূত ব্যাপারে থমকিয় দাড়াইল । তাছার সমস্ত ইন্দ্রিয় যেন কর্ণেন্দ্রিয়ে কেন্দ্রীভূত হইল। এরূপ নির্জন ংসস্ত,পে এরূপ কাতর বিলাপ কোথা হইতে আসিতেছে ? সে দেখিল, অদূরে যে ধ্বংসপ্রায় ধৰ্ম্মমন্দির রহিস্বাছে, তাহার লৌহ-রেলিং-বেষ্টিত দ্বারপথ দেখা যাইতেছে । সে দকে দৃষ্টিপাত করিতেই সে দেখিতে পাইল, লৌহদণ্ডগুলির অবকাশপথে রক্তবর্ণ আলোকশিখা দেখা যাইতেছে ; কি করিবে স্থির করিতে না পারিয়া ডাউষ্টারসউইভেল চুপ করিয়া দাড়াইল । তার পর অকস্মাৎ বেপরোয় ভাবে সে যেখান হইতে আলোকশিখা নির্গত হইতেছিল, সেই দিকে অগ্রসর হইল । কেহ তাহাকে দেখিতে পাইল না । কিন্তু ভিতরে কি হইতেছে, তাই। সে দেখিতে পাইল । যে সঙ্গীতধ্বনি হুইঙেছিল, তাহা অকস্মাৎ থামিয়া গেল । চারিদিকে গাঢ় নিস্তব্ধতা বিরাজ করিঙে লাগিল । সে দেখিল, ভিতরে একটি কবর খোড়া হইয়াছে —একটি শবাধার সম্মুখে রক্ষিত । একজন ধৰ্ম্মযাজক গ্রন্থ হস্তে দাড়াইয়া, তাহার একজন সঙ্ককারী জলপূর্ণ পাত্র লইয়। জল ছিটাইৰার জন্ত উদ্যত । একজন দীর্ঘাকার মানুষ, শবাধারের কাছে দাড়াইয়া । র্তাহার দেহে শোকবন্ত্র । অদূরে দুই তিন জন পুরুষ ও নারী শোকবস্ত্রাবৃত হইয়া নঙশিরে দণ্ডায়মান । আরও কিছু দূরে ৫/৬ জন অনুরূপ বেশধারী লোক— প্রত্যেকের হাতে একটি করিয়া মশাল জলিতেছে । ধূমায়মান মশালের আলোকে সমস্ত দৃপ্তটা মুস্পষ্ট দেখা ৰাইতেছিল না বলিয়া মনে হইতেছিল, অনেক গুলি মূৰ্ত্তি প্রেভের স্থায় নিঃশব্দে দাড়াইয়া রহিয়াছে। ধৰ্ম্মৰাজক স্বল্পষ্ট স্বরে ধৰ্ম্মগ্রন্থ হইতে কি, পড়িতে লাগিলেন ১ জাৰ্ম্মানটি এই দৃপ্ত দেখিয়া రిe لاسوقه ভাবিতেছিল, সে যাহ। দেখিতেছে, তাছা ভৌতিক ব্যাপার নহে ত ? সে শেষ পৰ্য্যস্ত দেখিবে, না গুহাপথে অন্ত দিক দিয়া চলিয়া যাইবে, তাছা স্থির করিতে ন পারিয়া নিশ্চলভাবে দাড়াইয়া রছিল । ভিতরের লোকরা এইবার ষেন তাহাকে দেখিতে পাইল ; ষে প্রথম দেখিয়াছিল, সে শবাধারের সন্নিহিত দুই ব্যক্তিকে ইঙ্গি করিল । তাহার নিঃশব্দে অগ্রসর হইয়া লৌহদণ্ড-মণ্ডিত দ্বার খুলিয়া বাহিরে আসিল । উভয়ে জাৰ্ম্মানের দুই বাহু ধারণ করিল। ঈষৎ বলপ্রয়োগ করিয়াই তাহার ডাউষ্টারসউইভেলকে ভিতরে টানিয়া লইয়া গেল । ভয়ে জাম্মান দার্শনিক বাধা দিতে সাহস করিল না । সে কিন্তু বুঝিল মানুষের সন্নিধানেই সে আসিয়াছে —ভূতের হাতে পড়ে নাই। ইষ্ঠাতে সে অনেকটা নিশ্চিস্ততার তৃপ্তি অনুভব করিল । প্রার্থনা শেষ ন৷ হওয়া পর্যস্ত সে চুপ করিয়া রহিল । প্রার্থনার স্তোত্র সমাপ্ত হইবার পর একজন বলিয়া উঠিল, “এ কি, মি: ডাউষ্টারসউইভেল যে ! আপনি আমাদের ব্যাপারটা সব দেখেছেন ত ? ও রকম করে উকি ঝুকি মারছিলেন কেন, বলুন ত ?” জাৰ্ম্মান বলিল, “সত্য করে বলুন, আপনার কারা ?” “আমরা কারা । কেন, আমাকে জানেন না ? আমার নাম রিংগান আইকৃউড নকউইকনকের বনের রক্ষক আমি । আপনি এখানে এ সময়ে কি করছিলেন ? আপনি ত লেট্রী মহোদয়ার অস্ত্যেষ্টিক্রিয়ায়ু যোগ দিতে আসেন নি ?” “মি: আষ্টক্‌ উড, আমি বল্‌ছি যে, আজ রাতে আমাকে খুন করে, লুঠ করবার চেষ্ট হয়েছিল ।”

  • আপনার ওপর ডাকাতি হয়েছে ? এখানে সে কাজ কে করলে ? আপনাকে খুন করেছে ? তবে কথা বলছেন কি করে ? মি: ডাউষ্টারস উইভেট, কে আপনাকে ভয় দেখিংেছে ?”
  • বলছি আপনাকে •ী গাড়নপর বদমাস এড়ি আকিলা ট্র।"

রিংগান বলিল, “আপনার কথা বিশ্বাস করতে পারি নে। আমি এডিকে অনেক দিন ধরে জানি, আমার বাবার সঙ্গে ও প্রার পরিচয় খুব ছিল । এডি ভারী ধম্মভীরু ভাঙ্গ লোক ! ত{ ছাড়া সে ত আমার গোলাবাড়ীতে ঘুমুচ্ছে দেখে এসেছি। রাত দশটা থেকে ত সে সেখানে আছে ! আপনার গায় আর cগই হাত তুলুক, এডি অকিল ট্র তোলে নি, এ আমি বলুতে পারি ”