পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/২৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२b-९ “মিষ্টার রিংগান আইকৃউড, আপনি ষাই বলুন না কেন, আমি বলছি, আজ রাত্তিরে আমার কাছ থেকে ৫০ পাউণ্ড কেড়ে নিয়েছে—আর নিয়েছে ঐ এড়ি অকিলf ট্র। সে কথখনো আপনার গোলাবাড়ীতে নেই।”

  • আচ্ছা মশাই, গোর দেওয়া শেষ হয়ে ষাকৃ। আপনি আমার সঙ্গে চলুন, চক্ষু-কর্ণের বিবাদ ভঞ্জন হয়ে যাবে। আপনি নিজের চোখেই দেখতে পাবেন, এডি গোলাবাড়ীতে ঘুম্চ্ছে। আমরা যখন শব নিয়ে আসছিলাম, তখন দুজন বদচেহারার লোককে যেতে দেখেছিলাম, সেকথা ঠিক । আমাদের এ গোর দেওয়ার ব্যাপারটা যাতে বদলোকের চোখে না পড়ে, তাই ধৰ্ম্মযাজক মশাই, দুজন লোককে তাদের পেছনে তাড়া করতে বলেন । তারা ফিরে এলে সব কথাই জানা যাবে ।”

সমস্ত কার্য সমাপ্ত হইলে শবরক্ষক ও তাহার পুত্রের সহিত জাৰ্ম্মান চলিল । জাৰ্ম্মান চলিতে চলিতে বলিল, “কাল হাকিমের কাছে আমি দরখাস্ত দেব । যারা এ ব্যাপারে অাছে, সব ক'জনকে আইনের ফাসে জড়িয়ে দেব ” মাঠে পড়িয়া ডাউষ্টারসউইভেল দেখিল, মশালধারীরা ধ্বংসস্তুপ হইতে নিৰ্গত হইয়া অন্য দিকে চলিয়াছে । অশ্বপদশব্দও তাহার শ্রুতিগোচর হইল । SRN) O weel may the boatie row, And better may she speed, And weel may the boatie row That carns the bairnios bread The hoatie rows, the boatie rows, The boatic rows fu' weel, And lightsomo be their lifo that boar The merlin and the creel Old Ballad. একাদশ পরিচ্ছেদে যে ধীবর-পরিবারের কুটীরের বর্ণনা দেওয়া হইয়াছে, পাঠকবর্গকে এখন সেখানে লইয়া যাইতেছি । আমার বলিবার ইচ্ছ। ষে, কুটারের অভ্যন্তরভাগ বেশ শৃঙ্খলাবদ্ধভাবে সজ্জিত, আসবাবপত্রে সমাচ্ছন্ন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন । কিন্তু ঠিক তাঙ্কার বিপরীত বর্ণন দিতে হইতেছে। শৃঙ্খলার পরিবর্ডে কুটীরের মধ্যে বিশৃঙ্খলা এবং যথেষ্ট আবর্জন সঞ্চিত ছিল । কিন্তু তৎসত্বেও গৃহস্বামিনী সার ওয়ান্টার স্কটের গ্রন্থাবলী t शकि भकञ्जूबTांकड़े ७द१ ठांशव्र *ब्रिछनबर्श cद* স্বচ্ছন্দে, আরামে এবং প্রাচুর্য্যের মধ্যে রহিয়াছে বলিয়া বুঝা যায়। গ্রীষ্মকাল হইলেও একটা বড় অগ্নিকুণ্ডে আগুন জলিতেছিল । এই আগুনে একসঙ্গে আলোক, উত্তাপ এবং রন্ধনকার্য সম্পন্ন হুইতেছিল । সমুদ্রের মাছধরার কাজ সাফল্যের সহিত সম্পন্ন হওয়ায়, বিক্রয়ের পর ঘরে ব্যবহারের জন্য মৎস্তাদির পাক চলিতেছিল ; হৃষ্টপুষ্ট ম্যানী, একদল কিশোর-কিশোরী এবং ছো, ছোট ছেলেমেয়েদের মধ্যে এটাসেটা করিঃ, বেড়াইতেছিল । তাহার শ্বশ্রীমাতা অগ্নিকুণ্ডের ধারে একখানি চেয়ারে বসিয়াছিল । সে অশীতিবর্ষীয়, বৃদ্ধা—নীরবে মৃদু হাসিয়। সে পেত্র-পৌত্রীদিগের খেপা দেখিতেছিল এবং কখনও কখনও ভুল। লৰ্ছয় স্বত্র-রচনার কার্য চাeাইতেছিল । ছোট ছোট ছেলে মেয়ের পিতামহীর পদতলে বসিয়া, বৃদ্ধার কার্য, দেখিতেছিল । তখন মধ্যরাত্রি অতীতপ্রায় । কিন্তু পরিবারে ; কেহই তখন শয্যার আশ্রয় গ্রহণ করে নাই—সেরূপ লক্ষণও দেখা যাইতেছিল না । গৃহকত্রী ম্যানী তখন? পিঠা প্রস্তুত করিতেছিল । যা8ার বয়স্ক, তাহাব মাতার কাজে সাহায্য করিতেছিল । সকলে এইরূপ যখন কাজে ব্যস্ত, এমন সম । রুদ্ধদ্বারে কেহ যুদ্ধ করাঘাত করিয়া বলিয়া উঠিল, “তোমরা সবাই এখনো জেগে আছ ?” দ্বার খুলিয় দেওয়ার সঙ্গে সঙ্গে উত্তর হইল, “অারে এস, এস—ভেতরে এস * প্রত্নতাত্ত্বিকের পরিচারিক জেনী রিস্থারু আগড় ঠেলিয়া ভিতরে প্রবেশ করিল। গৃহস্বামিনী বলিল, “আরে কে ও ? তুমি জেন না কি ? এমন সময় তোমার দেখা পাব ভাবিলি ত? অনেক দিন তোমায় দেখিনি "

  • আর বাছা! ক্যাপ্টেন হেক্টরকে নিয়ে য গোলমাল—সময় করেই উঠতে পারিনি এদিন । এখন তিনি একটু ভাল আছেন । বুড়ো ক্যাকসন তাঃ ঘরেই এখন ঘুমায়—যদি কোন জিনিষ ক্যাপ্টেনেস্থ দরকার হয় । বাড়ীর সবাই বিছানায় গুয়ে পড়তেই আমি এখানে চলে এসেছি ।”

লকি মকলব্যাকইট বলিল, “তুমি বুঝি টিনিয় খোজে এসেছ ? তা সে ত আজ বাড়ীতে নেই । ষ্টিনিকে দিয়ে তোমার পোষাবে না, বাছা! তোমায় মত লোক তার মত পুরুষকে মানিয়ে রাখতে পারণে न] ** o