পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/২৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سbنb& छांगांशेण्डक्लिन, डांशं ब्रां ७द९ बjवहांब्रांछौवश्रृं* छल्लमां কল্পনা করিঙেছিল, এই দুৰ্দৈবপীড়িত বংশ লইয়া একটা নূতন ঘটনার না স্বষ্টি হয় । শ্নেনালান প্রাসাদের সম্মুখে আসিয়া এডি অকিলfট্র ভাবিতে লাগিল, সে কি করিয়া তাহার দৌত্য নিম্পন্ন করিবে ! সে ভাবিয়া চিস্তিয়া স্থির করিল, প্রাসাদের কোনও পরিচারকের মারফত সে অালের কাছে অভিজ্ঞানটি পাঠাইয়া দিবে। সেক্টরূপ সংকল্প করিয়া সে একটি কুটীরে গমন করিল । যেখানে সে বক্সটিকে পাশেলের মত গালামোহর করিয়া উপরে লিখিল, "আর্ল গ্নেনালানের জন্য * কিন্তু যদি কোনও ক্রমে তাছার অভিজ্ঞানটি যথাস্থানে না পৌঁছায় এজন্ত সে আগে ভাল করিয়া পরীক্ষা করিতে সংকল্প করিল। তোরণের কাছে গিয়া লে দেখিল ষে, বহু সংখ্যক ভিক্ষুক প্রতীক্ষা করিম্ভেছে । লর্ড সকলকে ভিক্ষ দিবেন। সে মনে মনে ভাবিল, দৌত্যে আসিয়া তাহা হইলে তাহারও কিছু ভিক্ষা মিলিবে । সুতরাং সে দলে মিশিয়া দাড়াইল । সে দলের পুরোভাগে অতিকষ্ট্রে স্থান সংগ্ৰহ করিয়া লইল । ভাবিল, ইহাতে সে অনেকের আগেই ভিক্ষা পাইবে । কিন্তু তাহার ধারণার একটা ভুল হইয়াছিল। কাহাকে আগে ভিক্ষা দেওয়া হইবে, সে সম্বন্ধে অন্যপ্রকার ব্যবস্থা অবলম্বিত হইয়াছিল । এক জন প্রশ্ন করিল, “তুমি যে সাহস করে বড় এগিয়ে গেছ ? তোমার অঙ্গে যে রকম চিহ্ন আছে, তাতে তোমাকে ক্যাথলিক বলে ত মনে হয় না !” এডি বলিল, “না, না, আমি রোম্যান ক্যাথলিক मई " "তা হলে এ জায়গা থেকে তুমি সরে গিয়ে, যেখানে এপিস্কোপাল বা প্রেসবিটারিয়ানরা দাড়িয়ে আছে, সেখানে গিয়ে দাড়াও ! তোমার মত বিধৰ্ম্মীরা এত লম্ব দাড়ি রাখে, এটা লজ্জার কথা। এ রকম দাড়ি সন্ন্যাসীরাই রেখে থাকেন।” এডি ক্যাথলিক ভিক্ষুকগণের শ্রেণী হইতে বিতাড়িত হইয়। অন্তদলে গিয়া দাড়াইল । ভিক্ষাদান কার্য্যের ব্যবস্থাতেও বৈলক্ষণ্য দৃষ্ট হইল তিন শ্রেণীর ভিক্ষুকর রুট, মাংস ও মুদ্রা লাভ করিল। ৰে লোকটা ভিক্ষা দিতেছিল, তাহার নাম শুনিয়া ও চেহারা দেখিয়া এডি বুঝিতে পারিল, এই ব্যক্তি তাহাৰ পূৰ্ব্বপরিচিত । লোকটিকে কাছে আসিতে দেখিয়া এডি ডাকিল, "ফ্রানসিস ম্যাক্রে, ফন্‌টেনয়ের কথা মনে পড়ে ?” - সে বলিয়া উঠিল, “এ কথা আমার পুরাণে বন্ধু সার ওয়ান্টার স্কটের গ্রন্থাবলী \ এডি অকিলfট্র ছাড়া আর কেউ জানে না । তোমার এ অবস্থা দেখে আমার বড় দুঃখ হচ্ছে, বন্ধু ” "बउप्ले भन्त अरुश्रु। स्नावश्, उ] बग्न अर्गन्नि । আমি তোমার সঙ্গে কথা না কয়ে যেতে পারছি না বলে অপেক্ষা করছিলাম । ত্তোমাদের লোকজনরা প্রোটেষ্টাণ্টদের ভাল চোখে দেখে না। তাই এখানে এর আগে আমাকে কোন দিন আসতে দেখনি "

  • আরে যেতে দেও, ভাই। তুমি আমার সঙ্গে এস, যা তুমি পেয়েছ, তার চেয়ে ভাল জিনিষ আমি তোমাকে দেব ।*

তখন বন্ধুত্ব সহিত এডির গোপনে কি আলোচনা হইল। ম্যাকরে এডিকে সঙ্গে লইয়া প্রাসাদের তোরণ পার হইয়া ভিতরে প্রবেশ করিল । একটা ছোট ঘরে বন্ধুকে লইয়া গিয়া ম্যাকরে তাহাকে অাদর আপ্যায়ন করিল। অবশেষে সে ধেজন্ত আসিয়াছিল, তাহ পাঠাইবার প্রস্তাব করিল। কিন্তু পাশেলের মধ্যে ষে অঙ্গুরীয় আছে, তাহা প্রকাশ করিল না । কারণ, তাহার মনে হইল, তাহার বন্ধু পূৰ্ব্বে সৈনিক থাকিলেও, বড় লোকের বাড়ী চাকরী লইয়া অর্থগৃহ, হইয়াছে কি না, তাহ। তাছার জানা নাই । ফ্রান্‌লি বলিল, “আরে, ভাই, আল কারো দরখাস্ত পড়েন না । আচ্ছা, আমি এটা সর্দার পাদরীর কাছে নিয়ে যেতে পারি—সেই ভিক্ষের ব্যবস্থা করে দেয় ।” “কিন্তু, বন্ধু, এই পুলিন্দায় এমন গোপন জিনিষ আছে, যা অল নিজেই দেখতে চাইবেন ।” “তা হলে সর্দার পাদরীই সকলের আগে ওট খুলে নিজে দেখতে চাইবে।” “কিন্তু ফ্রান্‌লি, এটা আমি নিজের হাতে আলকে দেব বলেই এত পথ হেঁটে এখানে এসেছি। না, ভাই, তোমাকে এ বিষয়ে আমায় সাহায্য করতে इ८व ।"

  • আচ্ছা, তাই হবে । তার পর ওরা যদি আমাঃ তাড়িয়ে নেয়, আমি শেষ জীবনটা ইন্‌ভারুরিতে গিয়ে কাটাব ।”

এইরূপ সঙ্কল্প করিয়া বন্ধুর সাহায্যের জন্ম ম্যাক্রে! সে ঘর হইতে চলিয়া গেল। অনেকক্ষ পরে সে ফিরিয়া আপিল। তাছার মুখে তখন উত্তেজনা ও বিস্ময়ের চিহ্ন । ভিক্ষুক বলিল, “কি হল, ভাই ?” "লর্ড এমন আশ্চৰ্য্য হয়েছেন—মুষড়ে পড়েছেন যে, এমন ব্যাপার আমার জীবনে দেখিনি। তিনি