পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/৩১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o8ري বুদ্ধার জন্ত ব্যথিত হইল । তিনি বলিলেন, “ংতভাগিনী, ভগবান তোমকে ক্ষমা করুন। আমি সৰ্ব্বাস্তঃকরণে তার কাছে এই প্রার্থন জানাচ্ছি। র্তার দয়। ভিক্ষ কর নাকী ! তিনিই তোমাকে করুণা করবেন । আমি প্রার্থন করলে যদি তিনি শোনেন, তবে তোমার প্রার্থনা, আমার নিবেদন মনে করেই যেন তিনি তোমাকে দয়া করেন । আমি একজন ধাৰ্ম্মিক লোককে তোমার কাছে পাঠাব .” বৃদ্ধ বলিয়া উঠিল, “না, ন, ধৰ্ম্মযাজকের দরকার নেই।” সে কুটারদ্বার খুলিল, কিন্তু আর কিছু বণিতে পারিল ন} । Still in his dead hand clenched remained the strings That thrill liis father’s heart– e’en as the limb. Löpped off and laid in grave, retains, they : il ms. Strange commerce with the mutilated stamp, Whose nerves are twinging still in mained existence. Qld Play, পূৰ্ব্বেই বলিয়াছি, প্রত্নতাত্ত্বিক নির্জন সমুদ্র-উপকূল বৰ্ত্তী পথ ধরিয়া মকলব্যাকইটের কুটারের দিকে যাইভেছিলেন । ধীবরের কুটারের সম্মুখে আসিবামাত্র তিনি দেখিলেন, এক ব্যক্তি মনোযোগ সহকারে কাঞ্জ করিতেছে ; ভগ্ন নৌকাখানি মেরামত করিবার জন্যই যেন সে কাঞ্জ করিতেছিল । তিনি সবিস্ময়ে দেখিলেন, সে স্বয়ঃ বৃদ্ধ মকলব্যাকইট । তিনি বগিলেন, “সণ্ডাস, তুমি যে পরিশ্রম করছ, এ দেখে আমি খুসা হয়েছে ” র্তাহার কণ্ঠস্বরে সহানুভূতি । উত্তর হইল, “না করে কি করি ? চারটি ছেলেমেয়ে আছে, কাজ না করলে তার। অনাহারে মারা যাবে না ? একজন ডুবে মরেছে, আর সবাই স্ত আছে । আপনার ভদ্রলোক, বাড়ী বসে, রোমণে চোখ ঢেকে আপনার চোখের জল ফেলতে পারেন। কিন্তু আমাদের মত লোকের প্রিয়ঞ্জন মারা গেলেও কাজ না করে উপায় নেই । তাতে যদি আমাদের বুক ভেঙ্গেও যায়, উপায় নেই ।” {. ওল্ডবকের দিকে আর মনোধোগ না দিয়াই সে সার ওয়ান্টার স্কটের গ্রন্থাবলী আপনার কাজ করিয়া চলিল। প্রত্নতাত্ত্বিক তাহার পাশ্বে নীরবে দাড়াইয়া তাহার কাজ দেখিণ্ডে লাগিলেন : বৃদ্ধ ছিদ্রপথে ভজা জোড়া দিবার জন্ত করাত দিয়া একখানা কাঠ চিরিয়া ফেলিল, কিন্তু পেরেক মারিবার সময় দেখিল, তাহা প্রয়োজনের অপেক্ষা অনেক ছোট হুইয়াছে । বার কয়েক এই প্রকার চেষ্টার পর সে হতাশভাবে বলিয়া উঠিল, “বোধ হয় নৌকাখানা অভিশপ্ত । আজ আর ওকে মেরামত করবার কোন উপায় পাচ্ছি না ।” সঙ্গে সঙ্গে সে হাতুড়িটা নৌকার অঙ্গে জোরে নিক্ষেপ করিল । তার পর নিজেই বলিয়া উঠিল, *ওর পরে রাগ করেই বা লাভ কি ? ওর ত প্রাণও নেই, জ্ঞানও নেই । অথচ আমি নিজেও সুস্ত নই ৷ সকলে জোয়ার আসবার আগেই ওটাকে মেরামত করে ফেলুতে হবে । না করলেই নয় যে " B BBBB BBBSB DDBS BBBB BSBB গেল । মন সমধ ওল্ডবক সক্ষেষ্ঠে তাহীর হাত পরিম! বলিলেন, "গু{স, আজ তোমার কোন কাজ করবার দরকার নেই । আমি ছুভোর মিস্ত্রী সেভিংসকে পাঠিয়ে দিচ্ছি । সে তোমার ডিঙ্গি মেরামত করে দেবে । শ্রীমার কাছ থেকেই সে r1ম নিয়ে যাবে , কাল আর তোমায়ু মাছ ধরতে যেতে হবে মা ! তোমার স্ত্রী, কন্ঠ, মাকে তুমি iস্তুনা দেবে । মঙ্করায়নস্ থেকে মালী শাক-সবঞ্জী সব দিবে যাবে " দরিদ্র ধীবর বলিল, “ধন্যবাদ, মঙ্কবারনস্ । আমি সদি কথার মানুষ । মিজের সম্বন্ধে ব6বার আমার কিছু নেই । মীর কাছ থেকে ভদ্র ব্যবহার অামাব শেখা উচিত ছিল । কিন্তু তাতে আমার মার ভাল কিছু হয়নি দেখেছি । তবু আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি । আপনি বরাবরই আমাদের দয়া করেন, সহানুভূতি দেখান, যদিও আপনি ভারী কুপণ স্বভাবের লোক । ভদ্রলোকদের বিরুদ্ধে চাষীভুষারা যখন আলোচনা করে, আমি তাদের বলে থাকি, মঙ্কবারনসের বিরুদ্ধে কেউ কোন কথা বলুলে আমি সইব না। আমি ও ষ্টিন বেঁচে থাকৃতে ও সব চলবে না । ষ্টিনিও তাই বলুত। আপনি তার মাথার দিক ধরে কবর দিতে নিয়ে যান, ( সেজন্য আবার অস্তরের ধন্যবাদ জানাচ্ছি) আপনি তাঁকে খুব ভালই বাসতেন।” ওল্ডবক্‌ বৃদ্ধ পিতার কথা শুনিয়া অশ্রু সংবরণ করিতে পারিলেন না । তিনি, তাহার" হাত ধরিয়া