পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/৩১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రీebr কারো সাম্নে এসব কথা প্রকাশ করবে, তা বুঝি না । আমিও অত্যন্ত ক্লাস্ত হয়ে পড়েছি।” প্রত্নতাত্ত্বিক বলিলেন, “তা হলে আপনি যে রকম ক্লাস্ত দেখছি, গ্লেনালান প্রাসাদে আপনার এখন যাওয়া চলবে না, ফেয়ারপোর্টের কোন পান্থশালাতেও আপনাকে যেতে দিতে চাইনে । আমি প্রস্তাব করি, মঙ্কবারনস্এ আজ আপনি আমার আতিথ্য গ্রহণ করুন । কাল এই গরীব পরিবার অনেকটা আত্মস্থ হবে। কারণ, শোকে দুঃখে তাদের পরিশ্রম বন্ধ থাকৃবে না । যখন সবাই কাজে বেরিয়ে পড়বে, তখন আপনি ও আমি এলসপেথের কাছে গিয়ে তার জবানবৃন্দী গ্রহণ করব ।” মৌখিক আপত্তির পর লর্ড গ্লেনাগান, ওল্ডবকের আতিথ্যগ্রহণে স্বীকৃত হক্টলেন । পথে মাষ্টতে যাইতে প্রত্নতাত্ত্বিক লর্ডকে জন গ্ৰিণেলের কাহিনী ন! গুনাষ্টয়া নিরস্ত হইলেন না । যুগ্ম অশ্বযোজিত শকটে কৃষ্ণ পরিচ্ছদধারী ভূ ইসহ এমন একজন মহামান্য অতিথিকে আসতে দেখিয়। মঙ্কবারনসের সকলেষ্ট ব্যক্তিব্যস্ত হইয়া পড়িল । ষ্টিনির মৃত্যুতে জেনী অত্যস্ত বিচলিত হইলেণ্ড, তখনই ভাল মুরগীর সন্ধানে লাগিয়া গেল। ভ্রাতার হঠকারিতায় মিস গ্রিঞ্জিল বিত্রত হইলেন । মিস ম্যাকইনটায়ার এই লর্ডের নাম শুনিয়াছিলেন, কিন্তু কখনও প্রত্যক্ষ করেন নাই । এই শক্তিশালী, ঐশ্বর্যশালী অালের সম্বন্ধে ক ও কাহিনীই না প্রচলিত আছে ! সুতরাং তিনিও কৌতূহলে অধীর হইলেন । এইরূপে চারিদিকেই সাড়া পড়িয়া গেল ! শুধু হেক্টর ম্যাকইনটায়ার এ ব্যাপারে বিলু মাত্র বিচলিত হইল না । তাহার কাছে আপ অথবা সাধারণ ব্যক্তির বিশেষ পার্থক ছিল না । সে শুধু ভাৰিল যে, আল আসিয়া পড়ায় মাভুলের নিকট, অস্ত্যেষ্টিক্রিয়ায় ষোগদান না করার কৈফিয়ৎ আর দিতে হুইবে না । তাহা ছাড় সীল মাছকে মারিতে গিয়া সে কিরূপে অপদস্থ হুইয়াছিল, এ হিড়িকে মাতুল হয় ত কাহারও সহিত সে সম্বন্ধে আলোচনাও করি বেন না । সুতরাং সে মুক্তির নিশ্বাস ত্যাগ করিল। “গ্রীনুক্ৰম” কক্ষটি গর্ডের বাসের জন্য নির্দিষ্ট হইয়াছিল। ডিনারের পূর্ব পর্যন্ত তিনি সেই ঘরে আশ্রয় লইলেন । ঘরে প্রবেশ কথিয় লর্ড বলিলেন, “মিঃ ওল্ডবকৃ, আমার মনে হচ্ছে, এ ঘরে আমি আগে যেন এসেছিলাম।” ওল্ডবক্ বললেন,"সে কথা ঠিক । নকৃউইকৃনৰ্ব্ব সার ওয়াটার স্কটের গ্রন্থাবলী থেকে এখানে এক দিন বেড়াঙে এসেছিলেন— আমরা একটা করুণ-কাহিনীর আলোচনায় নিযুক্ত আছি বলেই বল্‌ছি, চসারের কয়েকটি শ্লোক ঐ ষে ওখানে লেখা আছে, কে সে শ্লোকের উল্লেখ করেছিলেন, তা হয় ত আপনার মনে আছে ।” আল বলিলেন, “ঠিক স্মরণ হচ্ছে না, ওবে অনুমান করতে পারি। সাহিত্যাকুরাগে তিনি আমার চেয়ে অনেক বড় ছিলেন—সংবাদও রাখতেন যথেষ্ট । সব বিষয়েই র্তার প্রভিত ছিল । কিন্তু ভগবানের কি বিচিত্র লীলা, এমন চমৎকার এমন অপূৰ্ব্ব নারীরত্ন এমন শোচনীয় ভাবে অকালে আমাদের কাছ থেকে চলে গেলেন ! এ শুধু আমার মত হতভাগাকে তিনি ভাল বেসেছিলেন বলেই ।” fম: ওল্ডবক্ একথার কোন উত্তর করিলেন না । শুধু তিনি লর্ড গ্লেনালানের একখানি হাত নিজের হাতে চাপিয়া ধরিলেন, অপর স্থাত তাহার চক্ষু পল্লবের উপর বুলাষ্টয়া, আলকে রাখিয়া তিনি প্রস্থান করিলেন տC: —Life, with you, Glows in the brain and dances in the arteries ; “Tis like the wine some jy ons guest hath quaffod, That glads time heart and elevatos the fancy.— Aline is the poor residuuin of the cul', Vapid, and dull, and tasteless, only soiling, With its base dregs, the vessel that contains it. Old Play. যথাসময়ে ডিনার ভোজের আয়োজন হুইল । লর্ড গ্লেনালান, তাহার শোচনীয় দুর্দশার পর, সৰ্ব্বপ্রথম আজ অপরিচিত আবেষ্ট্রনের মধ্যে, আহারে বসিলেন । তিনি যেন স্বপ্লবশেই কাজ করিয়া চলিয়াছিলেন । ষে মহাপাপের বোঝা এত দিন তাহার মনে চাপিয়া বসিয়াছিল, আজ সেই বোঝা এলসপেথের স্বীকারোক্তিতে , নামিয়া গিয়াছিল— তাহার, মন হইতে গুরুভার পাষাণ নামিয়া