পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/৩১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩১২ ওল্ডবক্‌ বলিলেন, "ফরাসী-বিদ্রোহের এই একটা শুভ ফল বটে । অবশ্য আপনি আমার কথায় দোষ গ্রহণ করবেন ন! ! আপনার ধৰ্ম্মবিশ্বাস আমার মতের বিরোধী হলেও, আমি সৰ্ব্বাস্তু:করণে আপনাকে সাহায্য করব। আমার একটা কথা শুনুন । যদি আপনার এসব ব্যাপারের পরিচালনভার কার ও উপর দিতে চান ভ, একজন প্রত্নতাত্ত্বিকের উপর নির্ভর করবেন । কারণ, তারা চিরদিন সামান্য জিনিষের জন্য ষে রকম পরিশ্রম ও গবেষণা করে আসছে, প্রতিভার পরিচয় দিচ্ছে, তাতে বড় বড় ব্যাপারে তার ব্যর্থ হবে, এটা অসম্ভব । যাক নৈশভোজ পৰ্য্যস্ত সময় কাটাবার জন্য আমি প্রত্নতত্ত্ব সম্বন্ধে আপনাকে কিছু পড়ে শোনাই।” লর্ড গ্নেনালান বলিলেন, “আপনাদের পারি এারিক ব্যবস্থায় আমি ইস্তক্ষেপ করব না । তবে সূৰ্য্যাস্তের পর আমি কোন জিনিষ মুখে দেই না ।"

  • আমারও তাই । প্রাচীনর ঐভাবেই চলতেন । তবে ঘরে তৈরী দু একটা জিনিষ মুখে দিলে—শয়নের পূৰ্ব্বে সামান্ত কিছু খেগে, তাতে ধৰ্ম্মশাস্ত্রের নিয়মে আটকাবে না ।”

“মি: ওল্ডবক, আমি নৈশভোজ করি না, সেটা ঠিক শাস্ত্রীয় অর্থেই । স্তবু আমি আকারের সময় আপনাদের টেবলে যোগ দেব ।” ওল্ডবক তখন প্রত্নতত্ব লষ্টয়া পড়িলেন । কিন্তু সে সকল ব্যাপাব আর পাঠকবর্গকে শুনাইয়। उँीशष्मद्र धर्मप्लाडि चाझेन ना । نيجي تجمعية irabled age and youth Cannot live together — Youth is full of pressance, Age is full of care, Youth like summer morn, Age like winter weather ; Youth like summer hrave, Ago like winter bare. Shakspeare. পরদিবস ক্যাক্সন একঘণ্ট। পূর্বেই মনিবের सूम डाशझेण । তিনি জিজ্ঞাসা করিলেন, “ব্যাপার কি ? এখনো ত অtটট বাজেনি ।” “न, छछूद्र । किड़ লর্ডের চাকর আমাকে খুজছিল। তাই আপনাকে ডাকলাম ,o সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী “কিন্তু এত সকালে আমার ঘুম ভাঙ্গাবার কোন দরকার ছিল না ।" “কিন্তু লর্ড খুব ভোরেই উঠেছেন। তার গাড়ী আনাবার জন্ত লোক পাঠিয়েছেন। গাড়ী এল বলে । যাবার আগে তিনি আপনার খোজ ত করবেন ।” ওল্ডবক্‌ বলিয়া উঠিলেন, "বড়লোকরা অষ্ঠের বাড়ীও নিজের সম্পত্তির মত ব্যবহার করেন দেখছি। যাক একবারই হবে । জেনী এখন ঠিক হয়েছে ত, ক্যাক্সন ?"

  • কাল অনেকটা মদ খেয়ে ফেলেছিল। আজ ভাল অাছে। মিস ম্যাকইনটায়ার তাকে ধাতুস্থ করে দিয়েছেন ।*

“ত হলে বাড়ীর মেয়ের সবাই উঠেছে—আমার আর বিছানায় গুয়ে থাকা শোভা পায় না । দা ও গু গাউনটা । ফেয়ারপোর্টের খবর কি ?” "হুজুর, সবাই লর্ডের খবর শুনে একবারে অবাক । বিশবছর যিনি নিজের ঘরের দরজ ছেড়ে কোথাও যাননি, তিনি আপনার বাড়ী নিজে এসেছেন, এতে তারা চম্কে গেছে " “কি বল্‌ছে তারা, ক্যাকসন ?” “কত কথাই তারা বলছে, স্তার। কেউ কেউ বলছে, লর্ড তার চাইল্যাণ্ড সেনাদল নিয়ে আপনার সাহায্যে জনসাধারণের বন্ধুর দলের সভা ভেঙ্গে দেবেন । আপনি ওসব ব্যাপারে কখনো থাকেন ন! শুনেও, কেউ কেউ বলুছে যে, ও সব বাঞ্জে কথা ! আপনি ঠিক ভেতরে ভেতরে আছেন—এষ্ট রকম কত কথ{ " হাসিতে হাসিতে প্রত্নতাত্ত্বিক বলিলেন, “ভারী মজ হয়েছে, তা হলে !" “ন, না হুজুর, একথা কেউ বলে না যে, আপনি যুদ্ধ হাঙ্গামা করবেন । হয় ত পরামর্শ দেবেন ”

  • আচ্ছ, যারা সাধারণ তন্ত্রী, তারা না হয় এই রকম বল্‌ছে । বাকি লোক কি বলছে ?”

“ক্যাপ্টেন ককট আরও অন্যান্ত ভদলোকরা বলছেন যে, পোপের দলকে সাহায্য ক4! উচিত নয় । আল গ্লেনালানের অনেক ফরাসী বন্ধু আছেন—কিন্তু সার, আর বল্ব না, গুনন্সে আপনি রাগ করবেন ।" ওল্ডবক্‌ বলিলেন, “না, ক্যাকসন, রাগ কেন করব ? ওরা যে যা বলে বলুক, কারে কথা আমি গ্রাহ করিনৈ - “ “আপনি নতুন ট্যাক্সেৰ অমুকুলে মত দেন নি, শান্তির প্রস্তাবেও সম্মতি দেন নি, এই সব দেখে