পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/৩২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sobo সঙ্গে আমাকে কথা বলবার অনুমতি দেবেন আপনি ?” “নিশ্চয়, কিন্তু তার কাছ থেকে কিছুই জানতে পারবেন না । সে আমাকে খোলাখুলি জানিয়েছে ষে, স্বীকারোক্তির ফলে অনেক নিদোষ লোক শেযকালে ফাসী কাঠে চড়ে।”

  • আচ্ছা, সে দেখা যাবে । অমত নেই ত ?”

“কোন আপত্তি নেই, মঙ্কবানস্। নীচে সার্ক্সেটের গলা শোনা যাচ্ছে । এখন প্যারেড করতে হবে । বেবি, আমার বন্দুক নীচে নিয়ে চল।" ম্যাজিষ্ট্রেট নীচে চলিয়া গেলেন । ওল্ডবক ভাগিনেয়কে বললেন, “তুমি আধঘণ্ট। ঐ লোকটাকে নানান কথায় ভুলিয়ে রাখ। ওর পোষাক-পরিচ্ছদের খুব প্রশংসা করে৷ ” অনিচ্ছা সত্ত্বে হেক্টর নীচে নামিয়া গেল । এই জাতীয় নাগরিকদিগকে সে ঘৃণা করিত । যাহার অস্ত্রব্যবসায়ী নগে, তাহারা অস্ত্র লইয়া বড়াই করিবে, देशं उांशद्र खमश् । কিন্তু মাতুলকে অসন্তুষ্ট করিতে সে চাহে ন । ভাই অনিচ্ছাসত্ত্বেও সে ম্যাজিষ্ট্রেটের কাছে চলিয়া গেল । এখন আপনার بیلات Well, well, at worst; 'tis neither theft nor coinage, Granting I knew all that you charge me with, What though the tomb hath horne a secend birth, And given the wealth to one that knew not en't, Yet fair exchange was never robbery, For less here houniy— Old play. ম্যাজিষ্ট্রেটের ঘরে এডিকে আনিয়া প্রশ্ন করিবার পরিবর্তে প্রত্নতাত্ত্বিক অন্য ঘরেই ঙtহাকে পরীক্ষা করা সঙ্গত মনে করিলেন । তিনি দেখিলেন, বৃদ্ধ এক বাতায়নের ধারে বসিয়া সমুদ্রের দিকে চাহিয়৷ আছে, তাকার চক্ষু দিয়া বড় বড় ফোট পড়িতেছে । তাছাও তাছার দৃষ্টি এড়াইল না । বৃদ্ধের মুখ किरु প্রশান্ত, উত্তেজনার কোন চিহ্ন ছিল না। সে যেন সার ওয়াটার স্বটের গ্রন্থাবলী সৰ্ব্বতোভাবে আপনাকে ভগবানের হাতে সঁপিয়া দিয়াছিল । ওল্ডবক্‌ তাহার দিকে অগ্রসর হইতেছেন, ইহা এডি জানিতে পারিল না । তিনি তাহার পার্শ্বে দাড়াইয়া মিষ্টভাবে বলিলেন, “এডি, এ ব্যাপারে তুমি এমন মুড়ে পড়েছ দেখে আমি ভারী দুঃখিত হয়েছি " চমকিতভাবে ভিখারী তাঙ্গার দিকে ফিরিয়া চাহিল । তাড়াতাড়ি জামার হাত দিয়া চক্ষুর জল মার্জন করিল। সে কম্পিন্তকণ্ঠে বলিয়া উঠিল, “মঙ্কবারনস, আমি ঠিক বুঝেছি, আপনি আসছেন আমাকে বিরক্ত করতে । কারণ, বন্দী দশায় থাকলে সবাই ইচ্ছামত ভার উপর যা তা করতে সুযোগ পায় ” গুল্ডবক বললেন, “এড়ি, তোমার এ ব্যাপারটা এমন নয় যে, তোমার তঃখ দূর কর। ষাবে না ।" একটু ভংসনার মুরে ভিখারী বলিল, “মঙ্কবারনস, আমি জানতুম, আপনি আমার পরিচয় এত ভাল জানেন যে, আমার নিজের এই সামান্ত ব্যাপারে আমার চাখে জল আসতে পারে ন! ! এর চেয়ে ৪ অনেক বড় দুঃখ আমার উপর দিয়ে গেছে । আমি এখন বেচার কাকুসনের মেয়ের কথাই ভাবছি । তাকে কি করে সাপ্তন দেওয়া যাৰে, তাই ভাবছি । শেষ ঝড়ের পর টtফরিণের জাহাজের কোন পাল্লা নেই । বন্দরের লোকরা বলাবলি করছে যে, র্যাটার রিফ এ রাজার পক্ষের একখানা জাহাজ অ1চড়ে পড়ে ভেঙ্গে গেছে—আর জাগজের সব লোক ডুবে গেছে । মস্কবারনস, আপনি ত জানেন সেই জাহাজে লভেল আছেন । আপনি তাকে কত ভাল বাসতেন।” বিবর্ণ মুখে প্রত্নতাত্ত্বিক বলিলেন, “ভগবান রক্ষা করুন ! এর চেয়ে মঙ্কবারনসএ আগুন যদি লাগত, ভ। আমার সহ ই স্ত ! আমার বন্ধু, আমার সঙ্গী ! আমি এখুনি বন্দরে যাচ্ছি " অকিলটি বলিল, “গিয়ে কোন ফল নেই, কিছুই জানতে পারবেন না । আমি ষ জেনেছি, তার বেশী কিছু জানা যাবে না । কৰ্ম্মচারীর ভদ্র হলেs, কোন কিছু খবরই দিতে পারছেন না।" "না, না, এ কথা সত্য হতে পারে না ! কোন মতেই সত্য নয় । এ কথা আমি বিশ্বাসই করতে পারছি না। টাফরিল নিজে দক্ষ নাবিক, লভেলও তাই। যেমন ডাঙ্গায় তেমূনি জলে।. না, এডি, একথা সষ্ঠ্য হতেই পারে না। " বাজে লোক বাজে