পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/৩২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দি এণ্টিকোয়ারি বা প্রত্নতাত্ত্বিক কখ রটিয়েছে। যাক, এখন এ ব্যাপারে ভূমি কি করে জড়িয়ে পড়লে বলন্ত ?” “আপনি কি হাকিম হিসেবে জিজ্ঞাসা করছেন, না নিজের সন্তোষের জন্য ?" প্রত্নতাত্ত্বিক বলিলেন, “আমার নিজের কৌতুহল তৃপ্তির জন্য, এডি ” “তা হলে পকেট বই, আর পেনসিল, কলম পকেটে রেখে দিন। ও সব দেখলেই আমাদের মত মুর্থ লোকের ডর লগে “ প্রত্নতাত্ত্বিক সবই পকেটজাত করিলেন । এড়ি তখন সরলভাবে সেই দিনের সকল ঘটনা বিবৃত করিল । জাম্মানটার বদমাইস দেখিয়! গুহিকে জবা করিবার জগুই সে ঐ প্রকার কৌশল অবলম্বন করিয়ু!ছিল ৷ ষ্টিনির সাহায্যে উষ্কাকে ছয় দেখাইবার ইচ্ছা ছিল ; কিন্তু শেষকালে কিছু বাড়া বাড়ি হইয়া গিয়াছিল ! পকেটবই সম্বন্ধে iস বলিল যে, ষ্টিন উষ্ঠ ফেল্পত দিত, কিন্তু সমুদ্রে BBB BBBBB BBB BBS BB BBBB BB BDS একটু নীরবে চিত্ত করিখ প্রত্নতাত্ত্বিক বলিলেন, “তোমার বিবরণক্ট ঠিক বলে মনে হচ্ছে । আমি তোমার কথা বিশ্বাস করি । তা!" এfড, আমি

  • কন্তু লির্দিষ্ট দিনে

2 so তোমাকে জার্মানে মুক্ত করব । ঠ1জরে দিও, নইলে আমার টাঙ্ক নষ্ট চষে স্বাবে } “আমার জন্য ভাববেন না, মঙ্ক ধারনস্ ; আমি siজরে ঠিক সময়ে দেব । আমার জন্য আপনার এক কপদক নষ্ট হবে না, জানবেন । আজকের দিমটা "ব ভাল । এখন ছাড় পেলেই আমি সন্ধুদের খবর স্ত্র:নবার জন্ত যাব ।” “বেশ, বেশ! ঐ শোল, হাকিম পারেড শেষ করে ওঘরে ফিরে এসেছেন । আমি ওঁর কাছে যাচ্ছি। কিন্তু তুমি যে খবর দিলে, সেটা আমি বিশ্বাস করিনে ?” ভিখারী বলিল, “ভগবান যেন তাই করেন— আপনার অনুমানই যেন সভ্য হয় ।” প্রত্নতাত্ত্বিক হাকিমের সহিত দেখা করিলেন । "$াহাকে বলিলেন, “টাকরিলের জাহাজের সম্বন্ধে মন্দ খবর শোনা যাচ্ছে * "আহ বেচার ! প্রিয়পাত্র ছিল ।” ওল্ডবক বলিলেন, “কিন্তু আপনি তার সম্বন্ধে অতীতকাল প্রয়োগ করে বলছেন শুনে দুঃখিত হলাম " “মঙ্কবারনস, কথাটার ভেতর সত্য থাকতে পারে স্বলে আশঙ্কা হচ্ছে । কিন্তু তবু আশা করাই ভাল । টা করিন সারা সহরের সকলের లి), ঘটনাট বিশ মাইল দূরে ঘটেছে বলে শোনা যাচ্ছে । আমি এ সম্বন্ধে সন্ধান নিচ্ছি—আপনার ভাগনে ত শুনেই দৌড়ে চলে গেছেন " এমন সময় হেক্টর কক্ষমধ্যে প্রবেশ কঠিয়াই বলিল, “আমার বিশ্বাস, সব মিছে কথা। শুধু জনরব —কোন প্রমাণ নেই ” প্রত্নতাত্ত্বিক বললেন, “আচ্ছা, হেক্টর, যদি ব্যাপারটা সত্যি হত, তা হলে লভেল কার দোষে ঐ জাহাজে ছিলেন ?” হেক্টর বলিল,"আমার দোষ নয়, তা আমি ঠিক জানি । শুধু আমার দুর্ভাগ্য একথা বলতে পারেন ।” মাতুল বলিলেন, “তাই নাকি ! আমি ত তা ভেলে দেখিনি ” যুবক সৈনিক বলিল, “আপনি ভ সবভাতেই আমার দোষ খুঁজে দেখতে চান , কিন্তু তা হলেও এ ব্যাপারে আমার উদেপ্তকে নিন্দে করতে পারেন ন : তামি লভেলকে বিদ্ধ করবার বিশেষ চেষ্টা করেছিলাম । যদি আমার লক্ষ্যভেদ সার্থক তম্ভ, ত৷ হলে আমার দশ তার মতই হন্ত । আর তার দশা । আমার মতই তৃত ।" "তা হলে এবার কাকে বিধতে চাও ? ঐ বন্মুকটা কিসের জন্ত ?” ম্যাকইনটায়ার বলিল, “১২ই তারিখে লর্ড গ্লেমালামের জলাভূমিতে শিকার করতে যাব, তারই জন্য প্রস্তু ত হচ্ছি * “হেক্টং, সেখানে সীলমাছের মত ব্যাপার করে বস্ব না ত ?” “দৗল চলোয় যাক । আপনি, মামা, আমার একদিনের নিধ্বদ্ধিতার কথা আর কিছুতেই ভুলবেন ন। দেখছি " “ধাকৃ, সে জন্য তোমার মনে লজ্জ হয়েছে দেখে আমি খুগ্ৰী হলাম।” তার পর স্থাকিমের দিকে ফিরিয়া বলিলেন, "বেলি, বুড়ে অকিলট্রিকে জামান দিতে হবে । ষা রয়সূয়, এমন ঢাকা জামীন চাইবেন " বেলি বলিলেন, “কিন্তু ব্যাপারটার গুরুত্ব আপনি বুঝে দেখছেন না । অপরাধটা হচ্ছে,আক্রমণ ও লুণ্ঠন ৷” প্রত্নতাত্ত্বিক বলিলেন, “ওসব কথা ছেড়ে দিন । আগে আপনাকে একটু ইঙ্গিত দিয়েছি। এর পর সব খবর দেব— গুপ্ত ব্যাপার আছে, আমি বলছি সব আপনাকে জানাব i* “দেখুন, বাজে কাজ করেই মলাম । যদি গুপ্ত ব্যাপার জানতে পারি, আমার কাজে লাগবে ”