পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/৩২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\S): b. “কোন চিন্তা নেই, আমি সব খবর দেব। এডি ভারী এক গুয়ে । একটু আধটু যা জানতে পেরেছি, তাতে হবে না । ওর কাছ থেকে সব কথা শুনে নিয়ে আপনাকে সব জানিয়ে দেব ।” “তা হলে লোকটার পেছনে লোক লাগিয়ে দেই ?” “আমার তাই ইচ্ছে।” ম্যাজিষ্ট্রেট বলিলেন, “বস, আর বলতে হবে না। শীঘ্র আমি তার ব্যবস্থা করছি । কিন্তু বুড়োর কাছ থেকে যখনি সব জানতে পারবেন, আমায় খবর দেবেন । রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এটার ব্যবস্থা वि।। 5tं * ওল্ডবক্‌ বলিলেন,"সে ত ঠিক জানাব আপনাকে । এসব ব্যাপার নিয়ে তাল পাকাতে আমার ভাল লাগে না । তবে কথাটা মনে রাখবেন, আমি এমন কথা বলিনি যে, নিশ্চিতই একটা যড়যন্ত্র হচ্ছে—আমি বলেছি, এই লোকটার সাহাযো হয়ত একটা ষড়যন্ত্রের খবর বের করতে পারব ।* “যদি যড়যন্ত্র হয়, তাহলে রাজদ্রোহ বলতে হবে । "আচ্ছা বুড়োর জন্ত ৪ শত মার্ক জামীন দেবেন ত ?” “আরে কি বলছেন, নীল গাউনপর লোকটার জন্য ৪ শত মার্ক । ১৭৬১ খৃষ্টাব্দের জামীনের সম্বন্ধে ষে আইন হয়েছে, সেটা মনে করে দেখুন ! ৪শ থেকে একটা শূন্য বাদ দিন । জামানের জন্য ৪০ মার্ক " “মি: ওল্ডবক্, ফেয়ারপোটের সবাই আপনাকে ভালবাসে—আপনাকে খুসী করতে চায় । আপনি ষে খুব বিশ্বস্ত লোক, তা আমি জানি । ৪ মার্ক নষ্ট হয়, এগু আপনি চান না । আপনার কাছে ৪৫ মার্ক ৪শ মার্কেরই মত ! বেশ আপনার জামীন নিলুম।" “বেশ, আমি জামীন রইলুম । এডি অকিলটি, যথাসময়ে হাজির হবে । আপনার কেরাণীকে জামীননাম লিখে দিতে বলুন, আমি সই করে দিচ্ছি।” যথাসময়ে জামীননামা স্বাক্ষরিত হইল। এডি भूङ झ्झेब्रा वाश्द्रि झ्झेल । भांडूण ७ छाशिtनग्न शृंप्छ् ফিরিবার আয়োজন করিলেন । NDS wise saws and modern Full of instaness. As you like it. পরদিন প্রাতঃকালে প্রত্নতাত্ত্বিক প্রাতরাশের পর বলিলেন, “হেক্টর, তোমার বন্দুকটা সরিয়ে রাখ, ওতে আমাদের স্বায়ু শিউরে উঠছে।” সার ওয়ান্টার স্কটের গ্রন্থাবলী ভাগিনেয় বলিল, “আপনার বিরক্তি উৎপাদনের জন্য আমি দুঃখিত। কিন্তু বন্দুকটা চমৎকার-জে৷ ম্যানটনের তৈরী, দাম ৪০ গিনি ।” প্রত্নতাত্ত্বিক বলিলেন, “বোকা ধারা তাদের টাকা ঐ রকমে নষ্ট হয় । জো ম্যানটনের বদলে জে মিলার কি দোষ করেছিল ? এত টাকা নষ্ট করবার তোমার আছে, একথা শুনে আমার আনন্দ হচ্ছে ।" “সব লোকেরই একটা খেয়াল আছে—আপনিও তাই ভালবাসেন ।” মাতুল বলিলেন, “হেকটর, আমার বইগুলো যদি তোমার সম্পত্তি হত, তা হলে বন্দুকের দোকানে সেগুলো চলে যেত, বা ঘোড়ার বাজারে আশ্রয় নিত ; অথবা কুকুরওয়ালার খেয়াল মিটুতে শেষ হত ।” "মাম, আপনার বইগুলো ব্যবহার করতে আমি শিখিনি, সে কথা ঠিক : যাতে ওগুলো ভাল লোকের হাতে পড়ে, সে ব্যবস্থ} আপনি করবেন । কিন্তু আমার মাথার দোষ আমার আস্তরের ওপর চাপবেন না ." একটু নরমস্বরে মাতুল বলিলেন, "মাঝে মাঝে তোমাকে একটু খোচ আমি দেই বটে। তাতে তোমাকে শিক্ষণ দেই যে গুরুজনদের মান্ত করা উচিত—তাদের কথ। শোনা উচিত । এতে শৃঙ্খল বজায় থাকে । আমার কাছে থাকলে তোমার সময় মুখে কাটবে । তুমি আর রাগ করে না। ঐ দেখ এডি অস্েিছ । ওর সঙ্গে আমার কাজ আছে ।” মাতুল কক্ষ হইতে নির্গত হইতেই হেক্টর বলিয়। উঠিল, “মামা খুব ভাল লোক মানি । আমাদের ওপর স্নেহও প্রচুর আছে। কিন্তু সীল মাছ সম্বন্ধে ওঁর বিদ্রুপ শুনলে আর এখানে থাতে ইচ্ছে হয় না। ওঁর মুখ যাতে না দেখতে হয়, তার জন্য পশ্চিম দ্বীপপুঞ্জে গিয়ে থাকৃতে ইচ্ছে হয় ।” মিস ম্যাকইনটায়ার তাহার মাতুলকে খুব ভক্তি করিতেন, কিন্তু ভ্রাতার প্রতিও তাঞ্ছার স্নেহ প্রবলতম ছিল। এরূপ ক্ষেত্রে তিনিই উভয়ের মধ্যে মিলনের দূতী সাজিতেন। মাতুল ঘরে ফিরিয়া আসিতেই তিনি তাড়াতাড়ি তাহার কাছে গিয়া উপস্থিত হইলেন । “কি গো বাছ, তোমার মুখখান অমন কেন ? জুনে আর কোন ক্ষতি করেছে না কি ?” “জুনো নয়, মামা' কিন্তু জুনোর মনিব সীল মাছ নিয়ে আপনার তামাসাফে এত ভয় করেন যে, ভার প্রাণে বড় ব্যথা লাগে । ওর বোকামি ভা