পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/৩৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

fয় এ্যাণ্টিকোয়ারি বা প্রত্নতাত্ত্বিক দলের এক জনের কাছ থেকে আমি শুনে এলাম । তারা যাত্রা করেছে এতক্ষণ " “এডি, তুমি কি ঠিক জান যে, ছুর্দিন এসে পড়েছে। বল, বল ভূমি, আমি সব জানতে চাই ।” “আমি যা বল্লাম, সব সত্য, লেডী । কিন্তু আমন করে মুখভার করবেন না-হুতাশ হবেন না । আপনার মাথার ওপরে ভগবান আছেন, তিনি সব দেখছেন । সমুদ্রের গ্রাস থেকে ষিনি রক্ষা করেছিলেন, তিনিই আপনাকে রক্ষা করবেন । যিনি সমুদ্রের তরঙ্গকে দু'হাত দিয়ে ঠেলে ফেলেছিলেন, তিনি কি মামুষের হাত থেকে আপনাদের রক্ষা করতে পারেন না ? হলেই বা তার মামুষের শক্তিতে শক্তিমান ?”

  • হঁ্যা, সেই রকম বিশ্বাস তার উপর রাখতে পারলে শুধু "
  • আপনি জানেন না, আপনি জানেন না । রাত্রি যখন ঘন অন্ধকারে ভর, জানবেন, তার পরই প্রভাত আসছে । আমি যদি একটা ঘোড় পেতাম, ব। কেউ আমাকে ঘোড়ায় করে নিয়ে যেত, আমি জানি আপনাদের সাহায্যকারীকে আনতে পারব । অামি চেষ্টা করেছিলাম, কিন্তু গাড়ী বা ঘোড়া জোগাড় করতে পারিন । তাই আপনার বাড়ীর দিকে আসছিলাম। যদি আপনি আমাকে পাঠিয়ে দেবার ব্যবস্থা করতে পারেন "

যুবতী জিজ্ঞাস করিলেন, “তুমি কোথায় যেতে চাঁ গু, এড়ি ?” “ট্যানোন্‌বাৰ্গে, লন্ডী । এখুনি যাওয়া দরকার— আপনাদেরই কাজ ।” ট্যানোন্‌বাৰ্গ নকৃউইকনকের কাছেই, ফেয়ারফোর্টএ যাইবার প্রথম রাস্ত । “আমাদের জন্য, এডি ? হাধ ! मश्९, किङ्खु-" “এতে কিন্তু টিন্থ নেই, লেডী । কারণ, আমি নিশ্চয় যাব .” “কিন্তু ট্যানোম্বার্গে গিয়ে তুমি কি করবে ? কিংবা তুমি সেখানে গেলে আমার বাবার কি উপকার হবে ?” ভিক্ষুক বলিল, “সেটুকু এখন বল্ব না, ত৷ এখন গোপন থাকবে—এটুকু আমাকে বিশ্বাস করতে হবে । সেদিন দুৰ্য্যোগের রাত্তিরে যদি আপনাদের জীবন-রক্ষার জন্ত দি বুদ্ধি বের করতে পেরে থাকি, তা হলে আপনাদের বিপদের দিনে २tcण कांछ कद्रव, 4फ़ेi,छविह्वन न! * o তোমার উদ্দেশুে రిలీ) মিস ওয়ারডুর বলিলেন, “তা হলে এস আমার সঙ্গে, এডি। আমি তোমাকে ট্যানোম্বার্গএ পাঠাবার চেষ্টা করব।” “তবে খুব তাড়াতাড়ি করুন—খুব তাড়ী তাড়ি !” উভয়ে দ্রুতপদে দুর্গে প্রত্যাবর্তন করিলেন ।

ՀՀ

Let thoso go see who will----I lik e it not.— For, say he was a slave to rank and pomp, And all the nothings he is now divorced from Iy the hard, doorn of stern necessity Yet it is sad to mark his altered brow, Where vanity adjusts her flimsy ven O'er the deep wrinklos of repentant anguish. Old Play. মিস ওয়ারভুর দুর্গের প্রাঙ্গণে উপনীত হইবামাত্র দেখিলেন, আদালতের পেয়াদার ইতিমধ্যেই আসিয়া পৌঁছিয়াছে । পরিচারক-পরিচারিক প্রভৃতি এই ব্যাপারে অন্ত্যস্ত বিচলিত ও বিমর্ষ হইয়া পড়িয়াছিল । পেয়াদার ইতস্তত: ঘুরিয়া ফিরিয়া দ্রব্যাদির তালিকা লিপিবদ্ধ করিতেছিল। তাহারা ষে পরোয়ান! আনিয়াছিল, তাঙ্কাভে অস্থাবর ষাব সম্পত্তির উপর ক্রোক হইয়াছিল । ক্যাপ্টেন ম্যাকইনটায়ার, মিস ওয়ারভুরকে দেখি মাত্র দৌড়িয় তাহার কাছে গেল । সে যুবতীর পিতার এই শোচনীয় অবস্থা দেখিয় নিৰ্ব্বাক হইয়। গিয়াছিল । তোরণের পাশ্বে ইসাবেলা থমকিয়া দাড়াইলেন । ক্যাপ্টেন বলিল, “আপনি বিচলিত হবেন না । মামা এখনই আসবেন । আমি ঠিক জানি, এই রাস্কেলদের তিনি কোন না কোন উপায়ে এখান থেকে ভাড়িয়ে দিতে পারবেন ।" "তায় । ক্যাপ্টেন ম্যাকৃষ্টনটায়ার, যখন তিনি আসবেন, তখন আর করবার কিছু থাকবে না ।" এডি অধীর ভাবে বলিল, “ন8– আমি যদি একবার ট্যালোম্বার্গে যেতে পারতাম । ভগৰানের দোহাই, ক্যাপ্টেন, আমাকে কোন কৌশলে পাঠিয়ে