পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/৩৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দি এ্যাণ্টিকোয়ারি বা প্রত্নতাত্ত্বিক দিলাম। আমার চেয়ে ৰোগ্য লোক আসছে, সেই তোমার মোহুড়া নেবে ।” হেক্টরের প্রদত্ত মোহরট। পেয়াদ অনায়ালে গ্রহণ করিয়া পকেটে রাখিল । তার পর ঘটনার পরিণfঙ লক্ষ্য করিক্তে লাগিল । সমবেত সকলেরই কণ্ঠে প্রশ্ন । কিন্তু উত্তর কেষ্টই দিতেছিল না । সার আর্থার জিজ্ঞাস করিলেন, “ব্যাপার কি, ক্যাপ্টেন ম্যাকইনটায়ার ?” হেক্টর বলিল, “বুড়ো এডিকে জিজ্ঞাসা করুন । আমি শুধু জানি আর কোন ভয় নেই,সব মঙ্গল ।” ভিখারীকে মিস ওয়ারভুর জিজ্ঞাসা করিলেন, “ব্যাপার কি, এডি ? o “মঙ্কবাবুনসকে জিজ্ঞাস করুন । চিঠিপত্র সব ও'ব নামেই এসেছে পুপ্রিলার অন্তর্গ পত্রের প্রতি দৃষ্টিপাত করিয়াই প্রত্নতাত্ত্বিক বfললেন, ভগবান রাজাকে সুদীর্ঘ জীবন দান করুন!” টুপীট। তিনি উৰ্দ্ধে নিক্ষেপ করিলেন । BBBS BBBBBB BSBDS KBS gBB BBB হাতে ক্ষরিয়। আসিল । সানন্দে তিনি চারিদিকে ১াহিয়! নিজের পরচুলা ধরিয়া টানাটানি করিতে লাগিলেন । এডি তাড়াতাড়ি বাধা দিয়। বলিল, “ভগবানের দোহাই উনি দেখছি, নিজেকে ভুলে গেছেন । শুকুল, নে ক্যাক্সন মই, পরচুলা নষ্ট হলে, মেয়াম ষ্ট্র এখানে কেউ কর•ে পারবে না ।" তথন সকলেই প্রত্ন ভাত্ত্বিককে ধরিয়; বসিল, সহস। এত আনন্দের সি কারণ ঘটিল ? সকলের কথা কাণে ধাইবামাত্র প্রত্ন তাত্ত্বিক আত্মবিস্তুতির জন্য যেন লজ্জিত ক্ষই ধু। পড়িলেন । তিনি সোপানাবলীর দুই ধাপ উপরে উঠিয়া সকলকে সম্বোধন করিয়া বলিলেন ;– *বন্ধুগণ, সব কথা তোমাদের জানাবার আগে, আমি নিজে সব ব্যাপারট জেনে নেই । সুতরাং আমি এখন সার আর্থারকে নিয়ে পাঠাগারে যাচ্ছি মিস ওয়ারভুর, আপনিও আমার সঙ্গে আসুন । মিঃ সুষ্টপক্লিন, আমাদের আরো পাচ মিনিট সময় তুমি দেবে । হেক্টর, তোমার দলবল নিয়ে সরে যাও । আমি ফিরে না আসা পর্য্যস্ত সকলে আনন্দ কর ।” বাস্তবিক পুলিন্দার মধ্যে যে পত্র ছিল, তাচার ভাবার্থ পড়িয়া প্রত্নতাত্ত্বিক এমনই উল্লসিত হইয়াছিলেন যে, উক্ত তিনি প্রত্যাশাই করেন নাই । সুতরাং তাঙ্কার আনন্দবিহবলত ক্ষমাহ । তিনি ভাৱ: করিয়া সমস্ত ন পড়িয়া কাহাকেও কিছু বলিঙ্কে বাঞ্জি ছিলেন না।” & e 835) අාවණ් থামের মধ্যে যে পত্র ছিল, তাহা মঙ্কবারনেসের জোনাথান ওল্ডবকের নামে । উস্থাতে এইরূপ লেখা ছিল ;– “প্রিয় মহাশয়, श्रा°नि श्राभाद्र निडात अछद्रश शि४भौ बकू ইহার বহু প্রমাণ আমি জানি আমি বিশেষ প্রয়োজনীয় সামরিক কার্যে এত বিব্রত আছি বলিয়াই আপনার কাছে পত্র পারিলাম ন; ! আপনি আমাদের বিষয়সম্পত্ত্বির সমস্ত অবস্থা এতদিনে জানিতে পারিয়াছেন । আমাদের সম্পত্তি 행회한, 전 전 ঋণপীড়িত । সৌভাগ্যক্রমে আমি এখন এমন অপ্র তা:িশ ও ভাবে ভাল পড়ে নিযুক্ত হইয়াছি যে, রাবাকে এই বিপদ হইণ্ডে রক্ষা করিতে পারিব । এসংবাদে আপনি নিশ্চয়ই আনন্দামুভব কী রবেন আমি জানিতে পারিয়াছি যে, যাহারা পূৰ্ব্বে বাবার আtমমোক্তার ভtঙ্কার! বাবাকে কাবাগারে পাঠাইবার আয়োজন করিয়াছে । এখানকার কোন ধনী ব্যবসায়ীর পরামর্শমত আমি এই পত্ৰখান; সংগ্রঃ করিয়া সঙ্গে পাঠাই:াম । পত্র পাঠমার সমস্ত কাজ বন্ধ হইয়। যাইবে । তার পর পা ওনাদারের হিসাবপত্র আইনসঙ্গত ভাবে আলোচিভ হইবে । তাহাতে টাকার পরিমাণ অনেক কমিস্থা যাইবে বলিয়! আমি জানিতে পারিয়াছি ।

  • এই সঙ্গে হাজার পাউণ্ডেৰ একfবল পাঠাইলাম । তাহার স্বারা আবখা-প্রয়োজনীয় ব্যাপার নির্বাহিত হুইবে ; আপনি আমাদের হিতকামী বন্ধু হিসাবে, স্বtহ{ সাহ প্রয়োজনীয়, সেই বাবদ আপনার খুলীমত ব্যয় করিবেন ।

“আমার পিতার উপর এই ভার অর্পণ করাই স্বাভাবিক । কিন্তু শুtহু না করিয়া আপনাকে কষ্ট দিভেছি, ইহাতে হয় আপনি বিস্মিত হইতে পারেন ; কিন্তু আমি এখনও বিশ্বাস করিতে পারিতেছি না, সেই ধfড়বাজ জাৰ্ম্মানটার প্রভাব তাহার উপর অাছে কি মা । আপনি পুনঃ পুনঃ ঐ বদ লোকটার সংস্রব ত্যাগ করিবার জন্য বাবাকে বহু অনুনয় বিনয় করিয়াছেন, তাই আমি জানি । আপনার অতুলনীয় বন্ধুত্ব সংর আর্থারকে রক্ষা করিতে পাপ্লিবে ভাবিয়াই আমি আপনার বিবেচনাবুদ্ধির আশ্রয় লইলাম। আপনি এক্ষেত্রে যাহা সঙ্গত মনে করবেন, তাছাই করিবেন । “আমার ধন্ধু, আপনার সম্বন্ধে অভ্যস্ত শ্রদ্ধাশীল । এই’সঙ্গে গে পর পাঠাই*াম, তাছ। পড়িলেই উাহার ĮT-- ছিল,