পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/৩৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দি এ্যাণ্টিকোয়ারি বা প্রত্নতাত্ত্বিক জরুরী চিঠি পাঠাইলাম। পেয়াদ। তাছার আরন্ধকার্য বন্ধ রাখিয়া যাহাতে অবিলম্বে চলিয়া আইসে, আমি সেইরূপ আদেশ দিয়াছি । অতঃপর আপনার দেই ও সম্পত্তির উপর কোনও প্রকার দাবী-দাওয়া থাকিল না । এজন্য আমি শ্রদ্ধা সহকারে আপনার নিকট ক্রটি স্বীকার করিতেছি—আপনি ক্ষম। করিবেন !

  • আমি এই সঙ্গে একটা কথা নিবেদন করিতে চাই । মিঃ গ্রীনডারসনের ধারণা এই যে, আপনার বিশ্বস্তম্ভ। অর্জন করিতে পারিলে, মেসাস গোল্ডবার্ডস এর বর্তমান দাবীর মধ্যে এমন সব ব্যাপার আছে, তাহ। তিনি আপনাকে দেখাইয়া দিতে পরিবেন । উচ্চার ফলে তাহদের দাবীর পরিমাণ অনেক কমিয়া যাইবে ( দেখিতেছি লোকটা দুই দিকে টোপ ফেলিতেছে । ) –এই সঙ্গে বলিয়। রাখি, আমাদের প্রাপ্য মিটাইবার জন্য বিন্দুমাত্র তাড়াতাড়ি করিবার কোন প্রয়োজন নাই । আমি এবং মিঃ ঞ্জি—{চরদিনই আপনার বিশ্ব স্থতার দাবী কবি ।

fs. গিলবার্ট গ্রীণশ্লরণ * き মঙ্কবারনস্ পঞ্জখানি আছে পাপ্ত ৬নিবার পর ঋলিলেন, "ম: গিলধাট গ্রাণহরণ বেশ ভাল কথাই বলেছেন। এক জামুগ{য় গুজন এটলী থাকা ভাল ৰলেই মনে হচ্ছে ; ওদের চল চলন ঠিক যেন ড8, শিশু-মন্দিরের স্বাম?ার মত । যখন মক্কেলের সুiদন । তখন ভদ্রঞ্জেক ভাগীদার কুকুরের মর্ত প। চীটেন । আবাব যখন দুদিন দেখা দেয়, তখন অন্য ভাগীদার বুলডগের মত কামড়ে ধরে ; আমি ভগবানকে ধন্যবাদ জানাচ্ছি যে, আমাদের এই কাজের মাতুষটি এখনো সম ত্রিভুজবিশিষ্ট টুপী পরে থাকেন, পুরাতন সহরে এখনো বাড়ী আছে, আর আমারই মত ঘোড। দেখলে ভয় পান ।” হেক্টর বলিল, “কোন কোন উকীল কিন্তু সতি্যু ভাল লোক । আমার খুড়তুতো ভাই ডোনাল্ড ম্যাকৃইনটায়ার বোধ হয় এমন ভাল মামুন-” প্রত্নতাত্ত্বিক বলিলেন, “ঠকটর, ম্যাকুইনটয়ার বংশের সবাই তাই, তাতে কোন সন্দেহ নেই । ওটা যেন তাদের পেটেণ্ট জিনিষ । কিন্তু আমি এই কথাই বলতে চাই যে, ব্যবসায়ে মানুষ সম্পূর্ণভাবে নির্ভর করে বসে থাকে, কুড়েমি করে শুধু নিৰ্ব্বোধই তা সম্পন্ন করতে অবহেলা করে । অবগু এতে বিস্ময়ের কথা কিছু নেই। কিন্তু ধার। সাধু লোক, তারা সম্মানজনক পথে চলে । এই রকম লোকের ඕම්`` sাতেই মানুষ নিরাপদে তাদের পৈতৃক্ষ সম্পত্তির" রক্ষণাবেক্ষণের শত্ৰ দিয়ে নিশ্চিন্তু থাকতে পারে " অকলটি xতক্ষণ নীরব ছিল । সে বৈঠকখান। ঘরের প্রলেশপথে গল। বাড়ষ্টয়া দিয়া বলিল, “ঐ সব লোকের সঙ্গে যাদের কোন সম্বন্ধ নেই, তারাই বরং ভাল থাকে " - প্রত্নতাত্ত্বি : বলিলেন, “আরে বুড়ো এড়ি, তুমি ওখানে আত্ন ম! কি ? সার আর্থার, যে মুসংবাদ বহন করে এনেছে, তাকে এই ঘরে নিয়ে আদি । অধগু সে গোড়া বটে । আপনি তখন বলছিলেন, মড়া দেখলে শকুনী গন্ধ পেয়ে ছুটে আসে । কিন্তু এই নাগ পায়রাট, ৬ ৭ মাইল দূরে স্বসংবাদের গন্ধ পেয়েছিল । অম্নি গাড়ী চড়ে সেখানে উড়ে গিয়েছিল, আর জলপাইয়ের শাখ। নিয়ে চলে এধেtছ * ভিখারী বলি, "বচার রোবের জন্য এটা হয়েছে । তার সন্দেহ হয়েছে যে, লেডী এবং সার আগার তার ওপর বিরক্ত হয়েছেন ।” রবার্টের অম্বু গুপ্ত এবং লজ্জারত্ত মুখমণ্ডল এডির পশ্চাতে দেখ! যাইতেছিল ।

  1. iব শার্থীর টেষ্টসংক্রাস্তু সমস্ত কথাই ধিস্থত হুইয়াছিলেন । তিনি বলিলেন, “আমি বিরক্ত হয়েছি ? বিরক্ত হব ? ষ্ট্যা, হ্যা, এখন মনে পড়েছে । রবার্ট, সহ্য আমি রাগ করেছিলাম— তোমার ও অন্যায় হয়েছিল । যাও, এখন তোমার কাজ কর গে । মণিব যখন ক্রোধাদ্ধ হয়ে কথা বলেন, সে সমথে জবাব দিতে নেই *

প্রত্নতাত্ত্বিক বণি প্লেন, “কার ও রাগের সময় জবাব দতে নেই । মিষ্টি দপ্তরে রাগ চলে যায় ।” মিস্ প্ৰধারভুর বলিলেন, “তোমার মা বাতে বড় কষ্ট পাচ্ছেন । তোমার মাকে বলো, কাল সকালে এসে যেন ভাণ্ডারীর সঙ্গে তিনি দেখা করেন । তার কি ব্যবস্থ কর; ষায়, তা আমরা দেখব ।” র বার্ট “গুগবান আপনার কল্যাণ করুন, ম্যাডাম । সার আশ্বারেরও মঙ্গল হোক । নক কনক্‌-বংশের সে যেখানে আছেন, সবারই ভাল হো । অনেক কাল পরে এই বংশ গরীব দুঃখীর অনেক উপকার করে এসেছেন ' প্রত্নতাত্ত্বিক স1র অর্থারকে উদ্দেশ করিয়া বলিলেন,"ঐ গুমুন –এ বিষয়ে বাদামুবাদ নিম্প্রয়োজন — গরীব লোক আপনাদের বংশের ভদ্রত ও অন্য গুণের জন্য কিরূপ কৃতজ্ঞ ! ওর। কেউ রেডহ্যাণ্ড বা অণর কারুর নাম মুখে গানে না । এখন আমি বলিল,