পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/৩৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○8ぐ。 "চুপ! চুপ!” বলিয়। প্রত্নতাত্ত্বিক তাড়াতাড়ি ৰাড়ীর মধ্যে প্রবেশ করিলেন । ভিখারী এক মুহূৰ্ত্ত র্তাহার দিকে চাহিয়া রহিল। তার পর একবার খলু থলু করিয়া হাসিয়া সে ফেয়ারপোর্টের দিকে অগ্রসর হুইল । সংবাদ সংগ্ৰছ করা তাহার একটা নেশা । সে অত্যন্ন সময়ের মধ্যেই সহরে প্রবেশ করিল। સ્વC: Red glared the beacon on Pownell, On Skiddaw there were three : The bugle horn on moor and fell Was heard continually' James Hogg’ পাছাড়ের উপর যে প্রহরী নজর রাখিয়াছিল, এবং ৰাৰ্ণামের দিকে চাহিতেছিল, সে যখন দেখিল যে বৃক্ষকুঞ্জ ভন্‌সিনামের দিকে অগ্রসর হইতেছে, সম্ভবতঃ তাহার উহা বিশ্বাস কয় নাই—সি ভাবিয়া ছিল, লে বুঝি শুধু স্বপ্নই দেখিতেছে ; বৃদ্ধ ক্যাকসনও সেইরূপ তাহার কুটীরে বসিয়া তাহার কন্থার আসন্ন বিবাহের কথা ভাবিতেছিল । সে মাঝে মাঝে ভাবিভেছিল, লেফটেনাণ্ট টাফরিলের শ্বশুর হইলে ভাছার পদমর্য্যাদা কিরূপ বৰ্দ্ধিত হইবে ; এইরূপ চিন্তা করিতে করিতে সে মাঝে মাঝে সঙ্কেত মঞ্চের দিকে দৃষ্টিপাত করিতেছিল, এমন সময় সে সবিস্ময়ে দেখিল, ঐ দিকে একট। আলোকদীপ্তি দেখা যাইতেছে । সে চক্ষু মার্জন করিয়া আবার সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করিল । সে দেখিল, জ্যোতিৰ্ব্বিদের দৃষ্টিপথে ধূমকেতু পড়িলে যেমন হয়, সেই ভাবে আলোকদীপ্তি ক্রমশঃই বৃদ্ধি পাইতেছে। ক্যাকসন আপন মনে বলিল, “ভগবান রক্ষ। করুন। এখন কি করা যায় ? আমার চেয়ে যার জ্ঞানী, বেশী বোঝেন তারা ওটা দেখুন এবার আমি সঙ্কেত-আলে! জেলে ফেলি।” । সে আলো জালিয়া ফেলিল । আকাশপথে সেই আলোকরশ্মি যেন তরঙ্গায়িত হষ্টয়া উঠিল । সমুদ্রচর পক্ষীরা নিজ নিজ কুলায়ে সেই আলোকরশ্মি দেখিয়া চমকিয়া উঠিল । সমুদ্র-ভরঙ্গের উপর—বহু দূর পর্যন্ত সেই আলোকদীপ্তি উজ্জ্বল झ्हेब्रु! फेणि । ক্যাক্সনের সহকারী প্রহরীও ঐ আলোক দুষ্ট্রে সঙ্কেত আলোক জালিয়া ফেলিল, চারিদিকে ঐ সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী : আলোকমালা ছড়াইয়া পড়িল-পাহাড়, মাঠ, গ্রাম, নগর, সৰ্ব্বত্র ঐ আলোক-প্রবাহু ছুটিয়া চলিল । সমগ্র অঞ্চল তখনই বুঝিল শত্র আক্রমণ করিতে আসিতেছে, তাই সঙ্কেম্ভ-আলোক জলিয়া উঠিয়াছে। প্রত্নতাত্ত্বিক ডবল টুপী পরিয়া পরম আয়াসে নিদ্র। যাইতেছিলেন । সহসা তাহার সহোদর ও ভাগিনেয়ীর চীৎকারে তাহার মুখনিদ্রা ভঙ্গ হইল - পরিচারিকারাও চীৎকার জুড়িয়া দিল। শষ্যার উপর উঠিয়া বসিয়া তিনি বলিলেন, “ব্যাপার কি ? এত রাত্রিতে আমার ঘরে মেয়েমানুবর এসেছে কেন ? ভোমরা সব পাগঞ্জ ন! কি ৷” মিস ম্যাকইনটায়ার বলিলেন, “সঙ্কেত-আলো জ্বলে উঠেছে, মামা !” মিস গিঞ্জেল চীৎকার করিয়া বলিলেন, "ফরাসীর। আমাদের খুন করবার জন্ত আসছে ” অপেরার গায়িকাদের ন্যায সমস্বৰে পরিচারিকার। বলিয়া উঠিল, "লঙ্কেত-আলে। ফরাসী !— খুন ! খুন!” চমকিতভাবে উঠিয় দাড়াইয়। ওল্ডবক্‌ বলিলেন, *ফরাসী ? অামার ঘর থেকে সব এখুনি বেরিয়ে ধাও—আমার জিনিষ-পত্র সব ঠিক ঠাক করে নেই— এই তুমি শুম্‌ছ ? আমার তলোপ্পারটা নিয়ে এস্ !” সহোদর। বলিয়। উঠিলেন, “কোনগান: মঙ্করবারনস্ ?” তিনি এক হান্তে পিতলের কাটারী ও অপর হাতে হাতলবিহীন আণ্ডিয়া ফেরারার ছোৱা ধরিয়া ভ্রাতাকে দেখাইলেন । জেনী রিম্থেরাউট চীৎকার করিতে করিতে দ্বাদশ শতাব্দীর দুষ্ট চাতল বিশিষ্ট তরবারি টানিয়া অনিয়া বলিল, “সব চেয়ে বড় তলোয়ার !" অভ্যস্ত উত্তেজিতভাবে প্রত্নতাত্ত্বিক বলিলেন, “ও গো মেয়ে মানুষরা, শাস্ত হও, বৃথা ভয়ে অধীর ইচ্ছ কেন ? তোমর ঠিক জন কি, তারা এসেছে ?" জেনী বলিল, “নিশ্চয় এসেছে । খুব সত্যু এসেছে, সব জায়গার পন্টার ফেয়ারপোর্টের দিকে ছুটে চলেছে-বুড়ে মকলব্যাকইট ছুটে গেছে। রাজার জন্য সবাই প্রাণ দেবে ।” ওল্ডবৰু বলিলেন, “পয়তাল্লিশ বছর বয়সে अाभांद्र यांश cरु डLलां प्लांद्र दyदश्tब्र कब्र८७न, আমাকে সেখান দেওঁ । সেখানার কোমরবন্ধ নেই—তা না থাকৃ, তাড়া হাড়ি এনে দেও * প্রত্নতাত্ত্বিক তাহার : প্যান্টালুনের পাশে