পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/৩৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দি এ্যাষ্টিকোয়ারি বা প্রত্নতাত্ত্বিক অস্ত্রখানি তাড়াতাড়ি ঝুলাইয়া দিলেন । এমন সময় হেক্টর কক্ষমধ্যে প্রবেশ করিল। সে ইতিমধ্যে সন্ধান লইতে গিয়াছিল যে, বিপদজ্ঞাপক সঙ্কেত সত্য কি না । - ওল্ডবক্‌ বলিলেন, “হেক্টর, তোমার অস্ত্র-শস্ত্র কোথায় ? তোমার দোনলা বন্দুক কোথায় ? যখন কোন দরকার ছিল না, তখনও সব সময়েই ঐ বন্দুক তোমার হাতে দেখেছি। এখন সেট। কোথায় ?” হেক্টর বগিল, “যুদ্ধের সময় কেউ পাখী-মার। বন্দুক ব্যবহার করে না কি, মশাই ? আপনি ত দেখছেন, আমার সৈনিক-বেশ আমি পরেছি । দশটা দোনলী বন্দুকের চাইতে এতেই আমি অনেক কাজ করতে পারব—ষদি আমায়ু সেনাপতি কর। হয় । আপনাকে এখন ফেয়ারপোর্টে যেতে হবে । ঘোড়া, মানুষ কোথায় কি থাকূলে, তার সম্বন্ধে আপমাকে উপায় নির্দেশ করে দিতে হবে । স্বাঙে কোন গোলমাল না বttধ, তা করা দরকার * “ঠিক বলেছ, হেক্টর । আমার মাথ ও হাতের সাহায্যে আমি অনেক কাজ করতে পারব । এই যে, সার আর্থার ওয়ারভুর এসে গজির ৷ কোন কাজেক্ট উনি আমার সঙ্গে পেরে উঠবেন না ।” সার আর্থারের অভিমত কিন্তু অন্য প্রকারের । তাহার অঙ্গে লেফটেনান্টের সামরিক পরিচ্ছদ অবশ্য ছিল, তিনিও ফেয়ারপোটে চলিয়াছেন । বার সময় লডুবককে সঙ্গে লইবার জন্য অসিয়াছেন । মেয়ের আপত্তি জানাইলেন যে, হেকটরের সাহায্যে ওল্ডবক্‌ গুহরক্ষার ব্যবস্ত করিলেই ভাল হয় । কিন্তু মঙ্কবার্নস সার অর্থারের প্রস্তাবেই রাজি হইলেন । যাহার। এরূপ দৃপ্ত দেখিয়াছে, তাহারাই শুধু বুঝিতে পারিখে, ফেরারপোর্টে তখন কি গোলযোগ ও বিশৃঙ্খলা ঘটিয়াছিল। অট্টালিক-সমূহের বাতায়মপথে শত শত আলোক জলিতেছিল । কখনো আলোকমালা সরিয়৷ যাইতেছিল, আবার জ্বলিখুt উঠিতেছিল। ইহাঙেই বুঝ। যাইবে, ভিতরে কিরূপ বিশৃঙ্খলা চলিয়াছে। নিম্ন শ্রেণীর নারীর বাজারে সমবেত হইয়। জটলা করিতেছিল । পাৰ্ব্ব ও্য ধনুকধারীরা, উপত্যকাভূমি হইতে দলে দলে নিৰ্গত হইয়া অশ্বারোহণে বা পদব্রজে রাজপথে ছুটাছুটি করিতে" ছিল । কোথাও এক জন, কোথাও বা ৫৬ জন একত্র হইয়া সশস্ত্রভূাবে চলাফেরা করিতেছিল । তুরী ভেরী এবং ঢঙ্কান্নাদে স্বেচ্ছাসেবকগণকে সশস্ত্র هت: ाङ 388 & - হইবার জন্য আচবান করা হইতেছিল । সামরিক কৰ্ম্মচারীদিগের কণ্ঠস্বর শোনা যাইভেছিল-ধৰ্ম্মমন্দিরে ঘণ্টানিনাদ এবং বিউগলের তীব্র শব্দ চারিদিকে অনুরণিত । বন্দবের জাহাজ গুলিতে আলোকমালা জ্বলিয়া উঠিয়াছে, সশস্ত্র জাহাজগুলিতে নৌকার ভিড় । সকলেষ্ট সশস্ত্র হষ্টয় সঙ্গর রক্ষার জন্য জাহাজ হইতে ভাবে অবতীর্ণ হুইতেছে। টাফরিল স্বয়ং কামান সাঙ্গাইয়। তাঁরভূমি রক্ষণর আয়োজন করিতেছিলেন । দুই তিনখানি লঘুগতি জাহাজ সমুদ্রপক্ষে গিয়া শক্র আলিঙেছে কি না, তাছা দেখিতেছিল । যখন চারিদিকে এইরূপ বিশৃঙ্খলা, সেই সময় সার আর্থর, ওল্ডবক্ এবং হেক্টরকে লষ্টয়া অভিকষ্ট্রে প্রধান উন্মাণে প্রবেশ করিলেন । উচ্চার চারিপার্থে সইরের বড় বড় অট্রলিক অবস্থিত । উদ্যানটি উজ্জল আলোকে উদ্ভাসিত ইয়াছিল । সহরের হাকিমরা বহু ভদ্রও তবেশী সঙ্গ ভথায় সমবেত হইয়াছিলেন । স্কটল্যাণ্ডের জনসাধারণ কিরূপ তৎপরতা সহকারে দেশমাতার রক্ষার গুল্প সমবেত হইয়াছিল, তাহা দেখিলে বস্মিত গুইতে হয় । বিভিন্ন সেনাদলের নায়কর। স্থাকিমদিগকে প্রশ্নবাণে অস্থির করিয়া তুলিখেছিলেন। বেলি লিটলজন বলিলেন, “..ঘাড়া গুলোকে আমাদের গুদাম-ঘরে রাখবার ব্যবস্ত করা হোক্ । আর মানুষ গুলো আমাদের বৈঠকখান-ঘরে গিয়ে আশ্রয় নিক্‌ ৷ আমাদের আtহার্য; দ্বার সৈনিকদের আঙিথ্যসৎকার করা ফালে ; আমরা এত দিন রাজার স্বশাসনে বলবান— ঐশ্বর্যবান হয়েছি ; এখন আমাদের কৰ্ত্তব্য করবার সুযোগ এসেছে t* উপস্থিত জনতা উচ্চস্বরে জয়ধ্বনি করিয়া উঠিল । দেশের সম্মান রক্ষার জন্য সকলেই একবাক্যে তাহু!দেয় ঘথ সলস্ব নিয়োগ করিক্তে দৃঢ়সঙ্কল্প হইল । বৰ্ত্তমানক্ষেত্রে ক্যাপ্টেন ম্যাকহন্‌টায়ার সামরিক পরামর্শদাতার কােজ লইল । প্রধাণ হাকিমের সে পাশ্বচরের দঃস্বও গ্রহণ করিল ; সে শাস্তু দৃঢ়তার স:ইত যে ভাবে নগর রক্ষার উপদেশ দিতে লাগিল, তাঙ্গভে প্রত্নস্তাত্বিক তাহার কৰ্ম্মকুশলতার পরিচয় পাইৰ বিস্ময়াভিভূত ইলেন । বিভিন্ন সেনাদলের অস্ত্রশস্ত্রাদির ত্রুটি সত্ত্বেও সে সকলকে উৎপাতি করিয়া তুলিল। সে সময়ে সামরিক অভিজ্ঞতা অন্যান্স জ্ঞানকে এমনভাবে অতিক্রম করিয়া গেল যে, বৃদ্ধ এড়ি পর্যস্ত রক্ষাকাষে অসম্ভব উৎসাহ দেখাইতে লাগিল । তাহার উপর গুলী বারুদ বিতরণের ভার