পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দি ব্রাইড, অব, ল্যামারযুর উচ্চস্বরে ক্যাণেব বলিল, “অনেক আছে, হুজুর । কিন্তু নিম্ন স্বরে বলিল, “শ্রাদ্ধকার্ঘ্যের পর মাত্র গাট দুই আঁটিখড় হয় ত পড়ে আছে, হুজুর ” ভূত্যের অনিচ্ছুক হস্ত হইতে আলোকবৰ্ত্তিক। লইয়। র্যাভেনসউড বলিলেন, “দেশ ! এখন একে আমি পথ দেখিয়ে ওপরে নিয়ে যাচ্ছি ।” ক্যালেব বলিল, “ত হতে পারে না, হুজুর । যদি আপনার পাচ মিনিট, কি দশ মিনিট কিংম্ব বড় জোর মিনিট পনের ধরে টাদের আলোতে বাইরের শোভাট দেখেন, তা হলে ঘোড়া দুটকে দানা পানি দিয়ে রেখে এসে আপনাদের উপরে নিয়ে যাব । তা ছাড় আমি বাতিদান ও বাতিগুলো বন্ধ করে রেখেছি—এ আলেtট আপনাদের যোগ্য—” র্যাভেনসউড় বলিলেন, “এতেই এখন কাজ চলে যাবে । অার আস্তাবলে তোমার আলোর দরকার হবে না । কারণ, অামার যতটা মনে পড়ে, আধখান ছাদ পড়ে গেছে ।” বিশ্বস্ত পরিচারক সহঞ্জা ও বুদ্ধিবলে তখনই উত্তর দিল, “হুজুর ঠিক বলেছেন জালুসে মিঙ্গীগুলে far উপর তলের পথ দেখাইয়া চলিতে চলি৩ে র্যাভেনসউড় বললেন, “আমার দুর্দশ সম্বন্ধে একটু ঠাট্ট-তামাস। যদি করি, বেচার ক্যালেব আমনি নানা অজুহত স্মৃষ্টি করে সেটা ঢকে রাখবার চেষ্ট করবেষ্ট । বৰ্ত্তমান অবস্থtট সে কোন মতেই বুঝতে দিতে চায় না । বংশের গেী:বের দিকে তার ঝোক খুব বেশী। ধেটা নেই, সেই সে বুঝতে দিতে চায় ন মাদের এ দুর্গটা খুব বড় না হলেও, কোম্ ঘরে আগুন আছে, সেটা ওর সাহায্য ব্যতীত এখন খুজে পাওয়াই মুস্কিল।" বলিতে বলিতে তিনি একটা প্রকাও হলঘরেণু দরজা খুলিয়। ফেলিলেন । বলিলেন, “এখানে দেখছি আগুনও নেই, বসবার জায়গাও নেই।” বাস্তধিক সই বিরাট হলঘরটি ছন্নছাড়া অবস্থায় ছিল । প্যারণের অন্ত্যেষ্টিক্রিয়ার পর এখানে ধে ভোজের উৎসব হইয়াছিল, তাহার পর এ ঘরটিকে পরিষ্কার করিবার কোন ব্যবস্থাই হয় নাই কোথাও জলের সরাই কত ইষ্টয়। অাছে, কোথাও পানপত্রগুলি স্ত,পীকৃত হইয়। আবর্জনার স্বষ্টি করিয়াছে। ভাঙ্গা পেয়ালা ইতস্ততঃ বিক্ষিপ্ত— চারিদিকে অপূব্যয় ও দুর্দশার চিত্রই পরিস্ফুট । সেই হলঘর ত্যাগ করিয়া তাহার উপরতলে চলিলেন । দুই তিনটি দরজা খুলিবার পর র্যাভেনসউড ૨૭ একটি কক্ষে প্রবেশ করিলেন, এখানে এক কোণে আগুন জলিতেছিল । বুদ্ধ পরিচারিকা মাইসী, ক্যালেবের ইঙ্গিতক্রমে কোন ওমতে আগুন জালিবার ব্যবস্থা করিয়া ফেলিছিল। র্যাভেনস্টড বলিলেন, “তোমকে আরাম দিতে পারব না। অনেক দিম ধরে আরাম কি জিনিষ, তা আমি নিজেই জানি না । তবে নিরাপদে আশ্রয় অামি তোমাকে দিতে পারব ।” বাক্লে। বলিলেন, “এই যথেষ্ট, মাঙ্গার ! আজি রাত্রিতে এক গ্রাস তাহার্য ও এক চোক সুর। পেলেই আমার চলে যাবে |" মাষ্টার বলিমেন, "মৈশ ভোজ তোমার পক্ষে আমি ষৎসামান্তই ব্যবস্থা করতে পারব। বেচার রাণ্ডার ষ্টোন কাণে কম শানে । কাজেই সে চুপি চপি যে কথা বলে, তা অন্তে শুনতে পায়, বিশেষতঃ যাদের কাছে অবস্থ-দৈন্য গোপন রাখতে চায়, তারা সবই গুণে ফেলে ! ঐ শোন ।” র্তাহারা শুনিতে পাইলেন, মাইদীর সহিত ক্যালেব কথা বলিতেছিল—“যা আছে তাই ঠিক করে ফেল ; ওতেই এক রকম করে কাজ চলিয়ে নেওয়া যাবে " “কিন্তু বুড়ে মুরগী—ঞ্জর মাংস যে চামড়ার মণ্ড ইষে গেছে !” - “আগ্নে, মাইস, বললেই হবে তুমি ভুল করে ফেলেছ! নিজের ঘাড়ে দোষ নিও, কিন্তু এ ধাড়ীর মান বজায় রাখতেই হবে ।" মাইপী প্রতিবাদ করিয়ু বলিল, “কিন্তু মুরশীট কেথায়ু বসে ড্ৰিমে ৩ দিচ্ছে, এা অন্ধকারে দেখব কি ক'রে ? বাড়ীতে ত আর আগে নেই । য়েট ছিল, সেটা ত মাষ্টার হাতে করে নিয়ে গেছেন । যদি কোনমতে মুগুটিাকে পাই, অন্ধকারে তার মাংস বানাব কি ? '&g ? আগুনের কুণ্ডট ও একটাই । সেখানে ত ওয়াই ব’সে আছেন ।” ক্যাবে বলিল, “আমিছা, মাইস ! তুমি একটু ধাড়া ও আমি কৌশ: আলোট ওঁদের কাছ থেকে নিয়ে আসছি ।” ক্যালেব ধরের মধ্যে প্রবেশ করিল । সে জামি ও না, তা 21:দর কথাবাও সবই তাহার। গুণিয়াছেন মাষ্টার বলিলেন, “কালেব, ধন্ধু, অঙ্গি কিছু খেতে পাওয়া যাবে ত ?” কথায় জোর দ্বিষ ক্যালেব বikল, “খেতে পাবেন না, হুজুর ! এ কি কথা ! আমরা থাকতে, হুজুর এমন কথা বললেন ! তবে এখন কশাইয়ের も