পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

·මීෂී আছে,—তাই রায় ক’রে দিচ্ছি।” বেচার ভূত্ত্যকে অব্যাহতি দিবার জন্ত বাক্লো বলিলেন, “তার দরকার নেই। একটু ঠাণ্ড ধদি থাকে, কিংব! রুটাব টুকরো—” দুশ্চিস্ত হইতে মুক্তি পাইয়। ক্যাগেৰ বলিল, “তা পাবেন বৈ কি ! তবে ঘরে যত মাংস, রুট ছিল, সব গরীবদের বিলিয়ে দেওয়া হয়েছে । ষা হোকৃ—* র্যাভেনস্টড বলি:ণন, “শানো ক্যালেব, ইনি বাস্থলের জুমদার ; মমি বাঞ্চলে । এখানে ইনি আত্মগোপন ক’রে থাকবেন।” কy:লেব বলিল, “ওঃ, উনি এখন বিপন্ন । ত৷ এখানে সে বেশ হবে । এখন খাবার কি দেওয়া ষায় ? মিথা বলে লাভ কি বলুন, ভেড়ার মাংস থানিকট আছে ; রুট মাখনও দিচ্ছি ” এই বলিয়া সে তাড়াতাড়ি তাক হইতে যৎসামান্ত গাছদ্রব্য যাহ। ছিল, তাহ ধস্থির করিয়! ছোট টেবলের উপর সাঞ্জাইঃ দিল । উভয়ে তাহা খাইতে শীরপ্ত করিলেন । ক্যালের সেখানে দাড়াইয়া রহিল । মাংসের স্থানিকটা উদয়স্থ করিয়া বাকুলে। বলিলেন যে, এমৃ মদ্য তিনি কিছু চান । ক1ালেব বলিল, “ঘরে যে এল্ সুর আছে, ত৷ এখন দেওয়া যায় না । ক1রণ, জিনিষটা খারাপ ক’রে তৈরী করা । তা ছাড়া গত হুগুীয় খুব ঝড়জল বজ্রাঘাত হয়েছিল । কস্তু আমাদের দুর্গের কৃয়ার জল খুব ভাল । খেলে ভারী তৃপ্তি হবে ।” বাঞ্চলে বলিলেন, “এল্‌ মদ যদি খারাপ হয়ে গিয়ে থাকে, তাহলে অভ্যন্ত কোন মগ্ন দিত্তে ও পার ।” “মদ !—যথেষ্ট মদ ছিল ; এত মদ ছিল যে, ঢেলে দিলে তার উপর পানী ভাসিয়ে দেওয়া চলন্ত । উলফস্ক্রাগে মদের অভাব কোন দিন হয় নি।" র্যাণ্ডেনসউড বলিলেন, "ভা হলে বেশী বক্‌বক্‌ না করে, খানিকট নিয়ে এস " ক্যালেব বীরদৰ্পে মুল্ল জানিতে চলিল । কিন্তু সৰ্ব্বত্র খুজিয়া বহু বোতল উপুড় করিয়া সে - Iv আধারে মাত্র আধ পোয়tটাক স্থর সংগ্রঃ করিল। তাহাও বহুদিনের পুরাতন । তবে কৌশলী, প্রভুভক্ত: ভূত্য সহসা একটা পৃষ্ঠ বোড়ল মাটীতে সশস্কে নিক্ষেপ কারবার পর মাষ্টসাঁকে ডাকিয়ু বলিগ, মেঝেতে যে মদ পড়িয়া গিয়াছে, তাহ যেন সে মুছিয়া ফেলে। অদ্য পত্রিটি সে টেবলের উপর আনিয়া রাখিল । বকুলে আগ্রহভরে এক ঢোক পান করিয়াই আর উহ! পান করিতে চাছিলেন, মা । কারণ, স্বৱা

সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী দোকানের মাংস খাওয়া বাবে না । বাড়ীতে মুরগী সম্পূর্ণ বিস্বাদ হইয়া গিয়াছিল। সুতরাং সাদা কুপোদক পান করিয়াই বাকৃলো ছন্ধের স্বাদ ঘোলে মিটাষ্টলেন । এইবার তাহার নিদ্রার ব্যবস্থা করিতে হইল । গুপ্তকক্ষে তিনি রাত্রি যাপন করিবেন স্থির হইল। কক্ষমধ্যে শষা ও অন্যান্ত বিলাসদ্রব্যের অভাব সম্বন্ধে ক্যালেব কৈফিয়ৎ দিবারও সুযোগ পাইল । সে বলিল, “গুপ্তকক্ষ যে ব্যবহার করবার জন্ত দরকার হবে, তা ত কেউ জানত না। গেীবী ষড়যন্ত্রের পর থেকে ও ঘরটা কেউ কখনো ব্যবহার করেনি । ঐ ঘরে যাবার পথ কোন চাকরচাকরাণী? জানে না । কারণ, তাহলে আর ওটাকে গুপ্তঘর বলা চলুবে না । সবাই জেনে ফেলুবে ।” - प्टपछैञ्ज ध्वेंद्विटत्रक्कास् The hearth in ball was black and dead, No hoard was dight in bower within, Nor merry bowl, nor welcome bed ; “Here's sorry cheer”, quoth the Hcir of Linne. ()ld Ballad, প্রাচীন গানে ক্লিানিব অমিতব্যই উত্তরাধিকারীর সমস্ত ঐশ্বধ নষ্ট হুইবার পর মনে যে ভাবের উদয় হইয়াছিল এবং নির্জন কুটীরে বাস করিবার সময় তাহার ষে অবস্থা ঘটিয়াছিল, তাহার সহিত জনহীন দুৰ্গেং অধিস্বামী র্যাভেনসউডের সোঁ৭াদৃপ্ত আছে । তবে কিংবদন্তীতে কথিত উত্তরাধিকারীর সহিত র্তাহাত্ন পার্থক্য ছিল । তাহার দুর্দশা তাহারই কৰ্ম্মফলের জন্ত উদ্ভূত হয় নাই—তাহার পিত উত্তরাধিকারস্থত্রে উহা পুত্রকে দিয়া গিয়াছিলেন । র্যাভেনসউড নিজের দুর্দশার কথা ভাবিতে ছিলেন । গতকল্য তিনি যেরূপ উত্তেজিত অবস্থায়ু ছিলেন, পরদিন প্রভাতে স্থৰ্য্যালোকিত প্রকৃতির । দৃপ্ত দেখিয় তাহার সে উত্তেজনা হ্রাস পাইয়াছিল । মনকে স্বস্থির করিয়া তিনি গুপ্তকক্ষে বাক্লোর সহিত দেখা করিতে গেলেন । তিনি বলিলেন, “কি রকম, বাক্লো ? নির্বাসিত অাল অ্যাক্সস যে কোঁচে বিশ্রাম করেছিলেন, তাতে শুয়ে কেমন বোধ হ’ল ? রাজার সেনাদল যখন র্তার সন্ধানে ব্যস্ত, তথম এই আরাম-শয়নে তিনি পরম্ব নিরাপদে ছিলেন -