পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্রাইড স্থ . بي , ممر ما يبيا "نية

so s k নিদ্রাভ্যাগ করিয়া বাকলো বললেন, “অত বড় লোক যেখানে ঘুমিয়েছিলেন, তার জন্য আমার অভিযোগ করবার কিছু নেই। তবে ইছরগুলো ভারী উৎপাত করেছে। ঐ জানালাটার যদি কপাট, আর বিছানায় মশারি থাকৃত, তা হ'লে আর বলবার কিছু ছিল না ।” ক্ষুদ্র কক্ষটির চারিদিকে দৃষ্টিপাত করিয়া মাষ্টার বলিলেন, “জায়গাটা ভারী নির্জন । যাক, এখন উঠে এস, ক্যালেব প্রাক্তরাশের কি যোগাড় করলে, দেখ{ যাক্‌ * শয্যা স্ল্যাগের পর বেশভূষা সম্পন্ন করতে করিতে বাকুলে বলিলেন, "খাবার কথা কিছু ভাববেন না । এখন আপনার বুকের ভেতর যে সাপট ছিল, তাকে জব করতে পেরেছেন কি ? আপনি দেখছেন, আমার বুকের ভেতর যার ছিল, তাদের অনেকটা কায়দা ক’রে এনেছি * “হ্যা, বাক্লো, আমিও আরস্ত করেছি । এ ক সুন্দরী পরী-কন্যাকে স্বপ্নে দেখেছি । তিনি আমাকে সাহায্য করবার জন্য . স্বর্গ থেকে নেমে এসেছেন ;* “আমার কিন্তু স্বপ্ন দেখার কোন সৌভাগ্য হয়নি ।" র্যাভেনসউড সে কক্ষ ত্যাগ করিয়া ক্যালেবের সন্ধানে গেলেন । অনেক কষ্ট্রে তাহাকে ভিলি একটা অন্ধকার ঘরে দেখিতে পাইলেন । সে তখন সীসা ও দস্তা-নিৰ্ম্মিত একটি স্বরাপাত্রকে মাঞ্জিয় ঘষিয়া অনেকট রৌপ্যপাত্রের মত দাড় করাইয়াছিল। সে আপন মনে বলিতেছিল, “এতেই ইবে-চ'লে যাবে এতে ” এমন সময় মালিকের কণ্ঠস্বর সে শুনিতে পাইল । তিনি বলিলেন, *এটা নেও, যা দরকার, সব কিনে আন " বলিয়া তিনি মুদ্রাধারটি তৃত্যের দিকে বাড়াইল৷ দিলেন । ক্রেগেন্‌গেলটের হাত হইতে উৎ অতি কষ্ট্রে রক্ষা পাইয়াছিল। মুদ্রাধারটি তাতে কবিয়। নাড়িয় চাড়িয়া উৎকণ্ঠাভরে ভূত্য বলিল, “এতে शां यां८छ्, ऊांझे कि जरु ?’ প্রফুল্লতার ভাণ করিয়া মনিব ধণিলেন, *আপাততঃ তাই বটে। কিন্তু ক্যালেব, কালে আমাদের এ অবস্থা থাকবে না ।” “কিন্তু তার অর্থে বুড়ে চাকর হয় ত চ'লে যাবে। টাকার থলি আপনি" রাখুন। দরকার হলে লোকের সামূনে ওটা বের করবেন। আপনার টাকা আছে দেখলে সবাই আমাদেরও বিশ্বাস করবে * এই లి রছি, শীঘ্র এ দেশ ছেড়ে চলে - # আমি অঞ্চণী হয়ে যেতে काझे ! श्रदर्थं श्राभाद्र मिtखछ झङ ८कान cनन আমি রাখলে চাই ন! ”

  • ভা আপনি যেতে পারবেন । বুড়ো ক্যালেব সব ভার নিয়ে থাকলে । এ বংশের যাতে মান বঙ্গায় থাকে, তা আমার দ্বারা হবে । আপনি কিছু ভাববেন না ।”

মনিব ভূতাকে বুঝাইতে চাছিলেন যে, সে র্তাহার হইয়। সমুদয় ঋণ নিজ্ঞের স্কন্ধ লষ্টবে, ইঙ্গ তিনি চাহেন না । কিন্তু ক্যালেব তাহ কিছুতেই । বুঝিবে না । তাঁহাকে নিরস্ত করিতে না পারিয়া তিনি অবশেষে হাল ছাড়িয়া দিলেন । ক্যালেব বহু চেষ্টা করিয়া তিন চারি দিন যেরূপ আtহায্য পরিবেষণের ব্যবস্থা করিয়াছিল, তাহা যে চমৎকার, এমন কথা বলা যায় না । তবে সেঞ্জস্য কোনও অসুবিধ ব! সমালোচনার কারণ ঘটে নাই । বরং ক্যালেবের ব্যবহারে যুবক জুই জন পরম কৌতুবই অনুভব করিয়াছিলেন ; বাক্লো সকল প্রকার আমোদ-প্রমোদ হইতে বঞ্চিত হইয়ু৷ দুর্গের মধ্যে নিজেক্ষে সংগুপ্ত রাখিয়া" ছিলেন । বহিরে যাইবার উপায় নাই, পাছে ধরা পড়েন । র্যাভেনসউড নিজের চিন্তাতেই বিভোর থাকিম্ভেন ; প্রথম দর্শনে লুী অ্যাস্টন র্তাহাকে অভিভূত করিতে পারেন নাই,কিন্তু চিন্তার ক্ষেত্রে এই তরুণীর সুন্দর আকৃতি ৪ মধুর ব্যবহার তাছার মনকে প্রভাবিত করিতে লাগিল "ধে মনোবৃত্তির দ্বারা প্রণোদিত হইয়। তিনি এই তরুণীর পিতার সহিত সাক্ষাৎ কবিতে গিলাচিলন, ভtহার উগ্রতা , ক্রমেই প্রশমিত্ত হৃষ্টসু আসিয়াছিল। র্যাভেনসউড উক্ত তরুণীর প্রতি যেরূপ ব্যবস্থার করিয়াছিলেন, তাহা স্মরণ হইলেই তিনি নিজের ব্যবহারকে সমর্থনের অধোগ্য বলিয় মনে করিতে লাগিলেন । এই সুনরী স্বেরূপ আগ্রঃ ভরে কৃষ্ণ স্তুভ প্রকাশ এবং শিষ্ট ব্যবহার করিয়াছিলেন, র্যাভেনসউড তাহ ঘূণ৮ ভরেই প্রত্যাখ্যান করিয়াছিলেন। সার উইলিয়ম অ্যাস্টনের নিকট হইতে তিনি অল্পায় ও অবিচার পাইলেও, তাহার বিবেক বলিয়া দিল যে, পিতার দোযে কণ্ঠার প্রতি তিনি যে ব্যবহার করিয়াছেন, তাহা তাস্তই অশোভন হইয়াছিল । এইরূপে তিনি নিজের ব্যবহারের জষ্ঠ, অনুত্তপ্ত হইতেছিলেন, সঙ্গে সঙ্গে লুণী অ্যাসটনের মধুর প্রকৃতি ও বরণীয়ু আকৃতি র্তাহার চিত্তে আসন গ্ৰহণ