পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দি ব্রাইড অব ল্যামারমুর র্যাভেন্‌সউড বলিলেন, “ৰাকলে, এ চিঠি পড়ে তোমার কি মনে হয় ?” বাক্লো বলিলেন, “সত্যি বলতে কি, মাকুইসের হাতের লেখাও যেমন দুৰ্ব্বোধ্য, তার পরের কথাও তেমনি ধাধায় ভরা। তিনি দুয়ু! ক’রে আপনাকে এই অভিশপ্ত দেশে থাকতে বলছেন, অথচ তার প্রাসাদে আশ্রয় দিতে নিষেধ করছেন । আমার মনে হয়, তার মাথায় একটা মতলব আছে, আপনার vার! সেই মতলব তিনি ষ্টাসিল করতে চান । তাই তিনি আপনাকে হাতের কাছে বtখতে চান । যখন তার ষড়ম্বন্ধ পেকে উঠবে, আপনাকে দিয়ে কার্য্যসিদ্ধি করিয়ে নেবেন । আর যদি ষড়যন্ত্র ফেঁসে ষায়, ৩া হলে আপনাকে ভাসিধুে দেবেন ।” র্যাভেন্‌সউড বলিলেন, “ষড়যন্থ পাকাচ্ছেন ? ভ{ হলে তোমার মনে হয়, সেট1 রাজদ্রোহজনক ব্যাপার ?" বাঞ্চলে বুলিলেন, “ শু। ছ।ড়। আর কি বলব ? সেণ্টঞ্জাৰ্ম্মানের দিকে অনেক দিন থেকেই তার মঞ্জর আছে, এ সন্যেই অনেক দিন ধরেই অনেকের মনে প্রধল হয়ে দঠেছে ।" র্যালেনসউড বললেন, “এমন দুঃসাহসিক ব্যাপারে তিনি অবিবেকীর মত আমাকে জড়াবেন ব’লে মনে কমু মা ! প্রথম ? দ্বিতীয় চালসের কথা, শেষ রাজা জেমসের কথ:"ও আমার মনে পড়েছে । তাদের বংশধরদের জঙ্গ আমি তরবারি কোষমুক্ত করব, এটা আমি সঙ্গই বলে মনে করিমে " বাক্লে মাথা নাড়িয়। একটা গ্রাম সঙ্গীতের কয়েক কলি গাহিল্ল! উঠিলেন র্যাভেনসট্ট৬ বলিলেন, তুমি বড়-গলা করে স্বতই গান কর না,আমি মাকু ইসকে খুব জ্ঞানী লোক বলেই জানি । তিনি কার ও ঘাড়ে বোঝা চাপাবেন না। আমার সন্দেহ হয়, স্কটল্যাণ্ডের প্রিভি কাউন্সিল সম্বন্ধে বিদ্রোহের অভিালই দিয়েছেন—বৃটিশ রাজ। সম্বন্ধে নয় ।” বাকলে বলিলেন, “রাজনীতিক ধ্যাপার উৎসল্প স্বাক্। আমি টেনিস খেলার ভক্ত, যুদ্ধ আমার প্রিয় । আমি টেনিস র্যাকেট আর তরবারির সাহায্যেই আমার জীবিকার্জন করব । আপনারও মন রাষ্ট্রনীতির হাঙ্গাম। চায় না বলেই আমার ধারণা।” র্যাভেনস্টও বলিলেন, " ত তুমি আমাকে ভাল ক’রে চিনেছ, আমি নিজেকে হয় ত চিনতে পারি নি। যাক, ক্যালেব আমাদের ডিনারের ঘণ্ট বাজাচ্ছে । চল যাওয়া যাক " ඕදී) =ान्वञ्ज -ति८ात्रछ्ध्र Ay, and when huutsmen brind the merry horn, And from its covert, #tarts the fearful prey, Who, warni’d with youth's blood in bis swelling veins, Would, like a lifeless clod. outstretched lie, Shut out from all the fair creation offers Łthwald, Scene I. Act. I. পরদিবস প্রভান্তে বাক্লে তাহার গুহুস্বামীর কক্ষে প্রবেশ করিয়! চীৎকার করিতে লাগিলেন । “উঠন, উঠল । শিকারীরা বেরি:েছে, এ মাসে o

এমন দৃশ্ব আমি দেখিনি । মাষ্টার, আপনি এখনে বিছানায় শুয়ে আছেন " উপধান হইতে অনিচ্ছাভরে মাথা তুলিয়া প্ল্যাভেনস উড বলি উঠিলেন, “সারা রাত্রি ধরে চিত্ত৷ করে, সবে একটু ঘুম এসেছে । এখন এ বিশ্রামস্থখ ছেড়ে উঠবার ইচ্ছে আমার নেই।” “বাজে কথা ! উঠন । শিকারী কুকুরগুলো চারিদিকে ছুটে বেড়াচ্ছে—আমি ঘোড়ার পিঠে নিজেই জিম চড়িয়েছি । কালেৰ সহিসদের হুঁ: কী-হুঁকি করে ডাকৃছিল ; কিন্তু একশ মাষ্টলের মধ্যেও তারা নেই উঠুন, মাষ্টায়- শিকার আরম্ভ হয়ে গেছে । বাক্লে দ্রুত চলিয়া গেলেন । ধীরে ধীরে শয্যার উপর উঠিয়া বসিয়া র্যাভেনসউড় আপন মনে বলিলেন, “আমার কোন বিষয়েই আগ্রহ নেই। এখানে কে শিকারী কুকুরের দল নিয়ে এলেন ?” ক্যালেব বলিল, “লৰ্ড লিটলরেনের শিকারীদল ।” র্যাভেনস উড় বলিলেন, “ক্যালেব, আমার ক্লাকট; দাও । বেচার বাকলে এখানে এসে মনমর হণুে আছেন । তার শিকার-তৃষ্ণ নিবারণ করা আমার উচিত " “হুজুর, কোন পোষাকট। দেৰ ?” "ষেটা ইচ্ছে দেওঁ । অামার পোষাকের ভাণ্ডারে ও বেশী কিছু নেই ।” “বলেন কি, হুজুর ! মখমলের পোষাক-” “আহা, সেট ততোমাকে দিয়েছি । আর কিছু