পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

س9b কথা বলিতেও ক্যালেবের বিন্দুমাত্র সঙ্কোচবোধ । হইত না ! এ সংবাদ শুনিয়া সকলে ধিষ্মিত হইল, কেহ কেই হাসিয়া উঠিল। অনেকে বলিল যে, তাহাদের মনিব যখন দুর্গে আছেন, তখন তাহার। মনিবের কাছে থাকিতে বাধা । কিন্তু ক্যালেব কাহারও কথায় কৰ্ণপাত করিল না। যুক্তিতর্ক তাহার কাছে ব্যর্থ হইয় গেল । অবশেষে ৰাকৃলো অগিাইয়া আসিয়া দ্বার খুলিয়া দিতে আদেশ করিলেন । ক্যালেৰ বলিল, “স্বয়ং রাজা যদি এখন বাইরে দাড়িয়ে থাকেন, তা হ’লেও আমি দরজা খুলে র্যাভেন্সউড পরিবারের প্রচলিত নিয়ম ভাঙ্গবো ন৷ ” বাকলো ক্রোধে অধীর হইয়। পড়িলেন । তিনি ক্ৰোধে অগ্নিশৰ্ম্ম হইয়া ক্যালেবকে গালি পাড়িতে লাগিলেন । এত বড় অপমান কেন তিনি সহ করিবেন ? কিন্তু কোন কথাতেই ক্যালেব কর্ণপাত করিল না, সে তাহার বক্তব্য জানাইয়া দিয়া সেখান হইতে সরিয়া পড়িল । আর এক ব্যক্তি অদৃপ্ত থাকিয় ক্যালেবের কাৰ্য্যাবলী দর্শণ করিয়াছিলেন। এই ব্যক্তি অপরিচিত বৃদ্ধের বিশ্বস্ত কৰ্ম্মচাঞ্চী । তিনি প্রভুর উদেশ্ব জানিতেন । এই ব্যক্তিই বাকলোকে তেজী ঘোড়৷ ধার দয়াছিলেন । ক্যালেৰ চলিয় গেলে তিনি ছিদ্রপথে মুখ বাড়াহয়া বলিলেন যে,শিকারীর দল উলফসহুেডএ চলয়। ষাক্ । যাহ; খরচ পড়িবে, তিনি গিয়া মিটাইয়া দিবেন। তাহার কথায় শিকারীর দল সে স্থান পরিত্যাগ করিল। যাইবার সময় কেহ দুৰ্গস্বামীকে কৃপণ, অভদ্র বলিয়। উল্লেখ করল, কেহ গালি দিল । বাক্লে খুব বিরক্ত এবং অপমানিত হইয়াছিলেন । তিনিও ক্রোধভয়ে গৰ্জ্জন করিতে করিতে উলফসঙ্গেডএর দিকে অশ্ব চালনা করিলেন । পান্থশালায় আসিয়া তিনি ক্রেগেনগেলুটের দেখা পাইবেন । ঙিনি বললেন, “বাক্লে, তুমি অনেক দিন বাচৰে । জগংট। মন্দ, কিন্তু তবু এখানে ভাললোকের থাকবার জায়গার অভাব নেই - “তা ঠিক, নইলে তুমি এখানে আসবে কেন ?” ক্রেগেনগেল্ট বলিলেন, “কেন, কি হয়েছে ? আমি ও এখন স্বাধীন—মুক্ত । এক তৃপ্তার বেশী ওরা আমাঘ আটকে রাখতে পারেনি—ছেড়ে দিয়েছে - সার ওয়াটার ইঁটের গ্রন্থাবলী “বাজে কথা বলে না। সত্য বলত, তুমি মুক্ত, নিরাপদে আছ ?” “নিশ্চয়। আর তোমাকেও বলি, আত্মগোপন ক’রে তোমার আর থাকবার দরকার নেই।” বাকলো বলিলেন, “তা হ'লে তোমাকে এখন বন্ধুজন বলা যেতে পারে বল ?” “বন্ধু ! তুমি আমার অপ্তরঙ্গ বন্ধু, এ কথা বলুলেই চলে। আমি জীবনে মরণে তোমারই ।”

  • আচ্ছা, পরখ ক’রে দেখা যাক্ । টাক। তোমার কাছে সব সময়েই থাকে । ত৷ যেমন ক’রেই হোকৃ না কেন, তুমি টাকা সংগ্ৰহ ক'রে থাক । দুটো মোহর দেও ত ভাই, একবার ওদের কিছু মদ খাইয়ে দেই । डांद्र श्रृंद्र-'

“দুটে—মোটে দুটো ! কুড়িখানা মোহুর নেও— আরও বেশী কুড়িখানা দিচ্ছি !” বাৰুলোর মনে সন্দেহ জাগিল । এতটা উদারতা প্রকাশের অর্থ কি ? তিনি বলিলেন, “ক্রেগ, হয় তুমি ভাল লোক, নয় ভ নও। যাই হোক, ভারী চালাক তুমি ” “ষ্ঠাত দিয়ে দেখ ভাই, সাণার টাকা দেখলেই চিনতে পারবে ।” বাকলোর পকেটে তিনি ন গণিয়া এক মুঠ মেহর ফেলিমুt দিলেন । বাকুলে। তথন সঙ্গিগণকে আহবান করিলেন । সকলে জয়ধ্বনি করিয়া উঠিল, “বাকলোর দীর্ঘ জীবন স্কো ।” এক জন বলিয়া উঠিল,—“আর যে লোক শিকার থেকে ফের শিকারীদের বাড়ার দরজা থেকে তাড়িয়ে দিয়েছে, তার নিক শি হোক ৷” জনৈক বৃদ্ধ বলিল, “এককালে র্যাভেনসউড পরিবার খুব ভদ্র ছিল, কিন্তু সম্পত্তি হারিয়ে সে পরিবার এখন গ্রুপণ হয়ে পড়েছে ।” বাকলে খুব স্কৃত্তির সহিত শিকারীদিগকে মদ্য বিতরণ করিতে লাগিলেন । আহার্য্যাদিও আসিল । সকলে পরমানন্দে পানাহার করিতে লাগিল । ঠিক এই সময়ে উল্ক্ষস্ক্রাগে সম্পূর্ণ বিপরীত দৃষ্ঠের অভিনয় হইতেছিল। মাষ্টার র্যাভেনসউড ক্যালেবের কাৰ্য্যের প্রতি দৃষ্টিপাত না করিয়া অতিথিদিগকে কিরূপে অভ্যর্থনা করিবেন, এই চিন্তা লইয়া র্তাহাদিগকে উপরতলে লইয়ু চলিলেন । ক্যালেব সেই দিন সকাল হইতে যথাসাধ্য চেষ্টা সহকারে হলঘরটাকে , অপেক্ষাকৃত মুশৃঙ্খলভাবে সাজাইয়া রাখিয়াছিল। কিন্তু যৎসামান্ত