পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8е করিয়া থাকেন, তবে ঠান্থার অনিচ্ছা প্রকাশের এই উপায়টি প্রশংসনীয় নহে । তরুণীৰ মূৰ্চ্চা অপনোদন এবং তাঙ্কাকে সুস্থ করিবার জন্য মাষ্টার র্যাভেনসউড়কে ক্টাঙ্গার বংশের শত্রুর সহিছে এমন ভাবে মিশিন্তে হইল, ষাঠাতে উভয়ের মধের বাধ যেন ভাঙ্গিয়া গেল । ইতিমধ্যে লসী সুস্থ হইয়া, উভয় বাহু পসারিত কঃিস্থ উভয়কে ধন্যবাদ জ্ঞাপন করিলেন । তখন মাষ্টারের মনে হইল, লর্ড • কিপারের বিরুদ্ধে তাঙ্গার ংৈ ভাব যেন অনেকট। প্রশমিত শ্লষ্টয়াছে । সে দিন লর্ড বিটলব্রেনস-গৃহে লর্সীর ফিরিয়: যাওয়৷ অসম্ভব হুইয়। উঠিল । এমন ঝড়-বৃষ্টি এবং অনুচর প্রভৃতির অভাব বশতঃ এখন সে কাৰ্য্য সস্তুবপর মহে ! সুতরাং দুর্গস্বামী পিতা ও কন্যাকে তাহার গুহে রাবিষাপনের জন্ত অনুরোধ জ্ঞাপন করিলেন । কিন্তু সেই সঙ্গে তিনি এ কথাও জানাইলেন যে, তাহীদের পরিচর্য্যার উপযুক্ত আয়োজনও তাঙ্গাব সাধ্যাত্ৰীত ।

  1. ড কিপার পলিলেন, “ও সব কথ। ধৰ্ত্তব্য নয় । আপনি বিদেশযাত্রার জন্য প্রস্বত, সুতরাং আপনা এখানে বর্তমানে সকল জিনিষের অভাব ই ওয়াই স্বাভাবিক । তবু যদি আপনি অসুবিধার কথা তোলেন, তা হ'লে বাধ্য হয়ে আমাদের গ্রামেই অtশ্রয় নিলে হবে *

ফুর্গস্বামী উত্তর দিতে যাই ছেন, এমন সমৰ দ্বার খুলিয়। ক্যালের ব্যালডারসটন বরে প্রবেশ করিল ; _ একাদশ পরিচেছঙ্গ Let them have meat enough. woman-half a hen There be old rotten pilchards— put them off too : "Tis but a little new anointing of them, And a strong onion, that ronfounds the savour. Love's pilgrimage. যে বজ্রপাতে সকলেই স্তব্ধ হইয়া পড়িয়াছিল, পরিচারক ক্যালেবের উদ্ভাবনী শক্তি ভাস্কাকেই অবলম্বন করিয়! মুযোগ স্মৃষ্টি করিয়া লইল । শব্দ থামিবার পূৰ্ব্বেই ক্যালেব বলিয়া উঠিল, “জয় সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী ভগবান । এতেই কাৰ্য্যসিদ্ধি ” লর্ড কিপারের সহচরকে ফিরিয়া আসিতে দেখিয়া ক্যালের রন্ধনীগারের দ্বার বন্ধ করিয়া দিল । সে আপন মনে বলিল, “কি বিপদ, এ আপদটা আবার কোথা থেকে এল ! গে। মাষ্টস, ওখানে ব'লে তুই কি করছিল ? এ দিকে আয়—ময় ত ওখান থেকেই চেঁচাতে সুরু ক’রে দে ! প্রাণপণে চীৎকার করতে থাক-ইঁ্য, ক্টা, খুৰ জোরে-ভদ্রলোকরা যেন তোর চীৎকার *মতে আরে, জোরে চেচা ও তারপর বাসনপত্র সব মাটীতে চুড়ে ফেলে দে—* বলিতে বলিতে সে তাক হইভে ক ৬ক গুলি বাসনপর ভূমিতলে ফেলিয়া দিল । সঙ্গে সঙ্গে সেও চীৎকার করিতে লাগিল ! মাইস তাহার কাণ্ড দেসিয়া বলিয়া উঠিল, “আরে, লোকট। ক্ষেপে গেল ন; কি ? মাষ্টারের জন্য শৃযোরের মাংস ছিল, দুধ ছিল, সব দেলে দিয়ে ! এখন তাকে কি খেতে দেব ? ন}, লোকট! সত্যি ক্ষেপে গেছে ।" নিজেৰ কৰ্য্যে খুসী হইয়। ক্যালেব বলিল, “তুষ্ট ধাম, মাগ বাঙ্গ পড়ে সব খাবার নষ্ট হয়ে গেছে, তুষ্ট কি করৰি বল ?”

    • াঙ্গ বেচারী, সতি। পঃগল চয়ে গেছে দেখছি । ভগবান ওকে ভাল ক’রে দিন ।”

সমস্তার সমাধান করিতে পারিয়াছে ভাবিয়। ক্যালেৰ বলিল, “ওরে ভাগা বুড়ী, ঐ নতুন শ্লোকটাকে বান্নাদ্বপ্নে আসতে দিধিনে, বুঝলি ? তুই বলবি, চিমনি দিয়ে ব1ঞ্জ প’ড়ে সব খাবার নষ্ট ক’রে দিয়েছে—ভেডার মাংস, ছাগলের মাংস, বুনে মুরগীর মাংস রান্ন করা ছিল, সব বাজ প’ড়ে খারাপ হয়ে গেছে বলবি ; কিন্তু লোকটাকে এখানে ঢুকতে কোনমতেষ্ট দিfৰনে ৷” এই বলিয়া যে ঘরে লুসী অ্যাসটন ছিলেন, সখানে দৌডিয়৷ চলিয়। গেল । সেখানে তাহার অবস্থা দেখিয়া সে নীরবে #tড়াইল । কিন্তু যখন স দেখিল যে, সুনরী প্রকৃতিস্থ হইয়াছেন, তখন সে পূৰ্ব্ব অধ্যান্ধে বণিsভাবে দ্রুত কক্ষমধ্যে প্রবেশ করিল । সে বলিল,”হায়, এ কি হ’ল ! র্যাভেন্‌সউড-বংশের এ ব্যাপার তামাকে বেঁচে থেকে দেখতে হ’ল ।” তাহার ভাবভঙ্গীতে ভীত হইয়া র্যাভেনসটড বলিলেন, “কি হয়েছে, কালেব ? দুর্গের একটা অংশ কি ভেঙ্গে পড়েছে ?” "দুর্গ ভেঙ্গেছে ? না, না, শুধু চিমনি দিয়ে বাজ প'ড়ে খান নষ্ট ক'রে দিয়েছে । সব জিনিষ মিশে

  • {t ন ।