পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8や ব্যবহার অমাঞ্জনৗধ অপরাধ । বিশেষতঃ আজকার দিনে । তোমার পুলের নামকরণের শুভ দিনে, কোম খৃষ্টানের এমন কাজ সমর্থন যোগ্য নয়। তার পর সামান্য মাংসের জন্য ! ছিঃ, ছিঃ !" “সামান্ত ! এমন বুনো মুরগী হঠাৎ পাওয়া যায়, মশাই ?” ধৰ্ম্মযাজক বলিলেন, “ঠলই ব| ভাল জিনিষ, বন্ধু । ঘরে ত আরও অনেক রকম খাবার জিনিষ আছে । তাই দিয়েই সকলের গণগুণ। বেশ চলুবে ।” গৃহ এওঁ মরুপায় গুইয়া বলিল, “সব বুঝলুম, কিন্তু ঐ রকম একটা ভবঘুরেকে আমন ভাল জিনিষ দেওয়! —* ধৰ্ম্মযাজক পলিলেন, “শোন, গিলবার্ট । এ ব্যাপারে ভগবানের বিচারফল দেখতে পাচ্ছ না ? যারা ধৰ্ম্মভীরু, তারা ভিক্ষে ক'রে খায় না । তোমাদের অত্যাচ ধী জমিদারের ছেলে এমন অবস্থায় এসে দাড়িয়েছেন যে, তোমার প্রাচুর্য্যপুর্ণ ংসাব থেকে ভিক্ষা ক’রে জীবন স্থাপন করছেন ?” স্ত্রী খলিল, “লৰ্ড ব্ল্যাভেনস্টডকে শুধু মাংস দেওয়া হয়নি । র্তার বাড়ান্তে লর্ড কিপার আজ অঙিথি । তার জন্যই দেওয়া হয়েছে " গির্ডার সবিস্মসে বলল, “সার উইলিয়ম্ স্যাস্টন উলফস ক্রাগে এসেছেন ?” * - লাইট বয় বলিল, “শুধু তাই নয় । উডের সঙ্গে তার বন্ধুত্ব হয়েছে ।" কত্ত। বলিল, “যত সব লাজে কথা ! লর্ড কিপার আর র্যাভেনস উড এর মধ্যে বন্ধুত্ব ? কুকুর আর বেরালে বন্ধুত্ব করবে ? খরগোসের সঙ্গে কুকুরের মিলন !” শাশুড়ী বলিল, “আমি বলুছি, লর্ড কিপারের মেয়ের সঙ্গে মাষ্টারের যে বিয়ে । শুনে রাখ, মহারাণীর ভাড়ারী পিটার পন্থচিয়ম মারা গেছে । সেই জায়গায়— —” গির্ডার বলিল, “সব বাজে কথা !" তখন মাতা ও পুত্র সমস্বপে নিজেদের কথাই বজায় রাখিয়া চীৎকার করিতে লাগিল । গির্ডারের বিশ্বস্ত কৰ্ম্মচারী এই সময় সেখানে আসিয়া উপস্তিস্ত হইল ! সে বলিল, “গিল্পীম! ঠিক কথাই বলছেন, লর্ড কিপারের চাকরদের আমি লকি স্মাট্রাসের তোটেলে থানাপিনা করতে দেখেছি ।” গির্ডার বলি ... “ওদের মনিব তা হ'লে উলফসক্রাগে আছেন ?" &্যাভেনস্ সর ওয়ান্টার স্বটের গ্রন্থাবলী কিশ্বস্ত কৰ্ম্মচারী বলিল, “আঞ্জে হ্য৷ ” “র্যাভেনসউডের সঙ্গে তা হলে মিতালী হয়েছে ?" সে বলিল, “সেই রকমই ত মনে হচ্ছে, কর্তা , তিনি ওখামেই ত বাসা নিয়েছেন ।” “পিটার পনচিয় তা হ'লে মারা গেছে ?” “হা, কওঁ, তাই । কিন্তু মুরগী নিয়ে মিঃ ব্যালডারষ্ট্রেন্থি চ'লে গেছেন। হুকুম হয় ত আমি ঘোড়ায় চেপে র্তাকে এখনও ধরতে পারি-মুরগীটা ফিরিয়ে আনতে পারি। তিনি বোধ হয় এখনো গ্রাম পার হতে পারেন নি।” “উইন, তাই যাও । তার দেখা পেলে তুমি কি করবে, তা ব’লে দিচ্ছি ।" সেখান কষ্টতে সরিয়া গিয়। সে তাহার তৃত্যকে গোপনে কি বলিয়া দিল । শাশুড়া ঘরের মধ্যে সিরিয়া আসিয়া বলিল,— “খুব ভাল কাজ করলে বটে। নিরীহ ছোকরাকে তুমি সশস্ত্র লোকের সঙ্গে পাঠালে। মিঃ ব্যালডারষ্ট্রোনের কোমরে তলোয়ার আছে, তা জান ?" ধৰ্ম্মযাজক বলিলেন-—“কাজট। তুমি ভাল করলে ন। ক, মি: গির্ডার ।" গিঙ1র বলিল,--“ভাল বিপদে পড়া গেছে । এক দিকে স্ত্রীর ফোস-ফোসানি, অপর দিকে পুরুতের ভ্যান্‌ ভ্যান্‌ ! আমার কাজ আমি ভাল বুঝি । জেয়ান, এখন আমাদের খেতে দেও, আর ও সব কথা নয় ;" এ বিষয়ে হইল ন । এ দিকে মালিকের অশ্বগৃষ্ঠে সমারূঢ় হইয়। ছোকর। জোরে ঘোড়া ঠাকাইয়া দিল । ক্যালেব পথিমধ্যে কোথাও যুক্তমাত্র দেরী করে নাই। শুধু সে মিঃ লকচার্ডকে বলিয়াছিল যে, গির্ডারের পত্নী তাহাকে মুরগীট দিয়াছে । মাইলী পাছে খারাপ করিয়া ফেলে, এজষ্ঠ আগুলে অাধl-কাচা ভাজা করিয়া দিয়াছে । ক্যালেব এত দ্রুত চলিতেছিল যে, তাহার সঙ্গীরা তাহার সঠিত তাল রাখিয়া হাটিতে পারিতেছিল না । গ্রাম ও উলফসক্রোগের মাঝখানের উচ্চভূমির উপর উঠিয়া ক্যালেব আপনাকে অনেকটা নিরাপদ মনে করিল ৯ ঠিক এই সময়ে সে অশ্বপদধ্বনি ও সেই সঙ্গে কাহার কণ্ঠস্বর শুনিভে পাইল— "মিঃ ক্যালেব—মিঃ ব্যালডারষ্টোন্‌-মিঃ ক্যালেব ব্যালডারষ্ট্রোন্‌—একটু থামুন4" আর একটি কথারও আলোচনা