পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দিব্রাইড অব ল্যামারযুর ক্যালেব সে ডাকে কৰ্ণপাত কঝিল না । যেন সে শুনিতেই পায় নাই, এখনই ভাবে সোজা চলিতে লাগিল। অবশেষে পুনঃ পুন; টংকারে সে অগত্য থামিল। সে সংগৃহীত দ্রব্যগুলি দৃঢ়হস্তে ধারণ করিয়া বেশ সন্ত্রমভরে আগস্তুকের প্রতীক্ষা করিতে লাগিল। সে প্রাণত্যাগ কপ্লিবে, তথাপি একটি জিনিষও ফিরাইয়া দিবে না । এমন সময় সে সবিস্ময়ে দেখিল, গির্ডারের ভৃত্য সম্মান সহকারে তাকাকে সম্বেধন করিয়া সেখানে আসিয়া ঘোড়া থামাইল । সে বলিল যে, তাহার মালিক উপস্থিত ছিলেন না বলিয়। দুঃখ প্রকাশ করিয়াছেন। ছেলের নামকরণের উৎসব ছাড়িয়া র্তাহার পক্ষে আসা অসম্ভব, এজন্য তাহাকে পাঠাইয়। দিয়াছেন । কিছু ব্রাণ্ডি ও অন্যান্ত খাদ্যদ্রব্যও তাহার সঙ্গে দিয়াছেন । কারণ, তিনি শুনিয়াছেন, দুর্গে মহামান্য অতিথি আসিয়াছেন, অথচ তাঙ্কাদের সেবার উপযোগী দ্রব্যাদির অভাব আছে ; ক্যালেব এ কথা শুনিয়া আনন্দে অপীর হইয়। উঠিল। সে গম্ভীরভাবে তাহাকে কাণে কাণে বাগল যে, সে যেন ঐ জিনিষগুলি গুগে লহয় যায়। বালক ক্যালেবকে মুহূস্বরে এ কথাও বলিল যে, লর্ড র্যাভেনৃসউ৬ যেন গির্ডারের কথা মনে রাখেন । পিটার পনচিয়ন মার। গিয়াছে । সেই পদে সৃদি গির্ডারকে নিযুক্ত করা হয়, গুইমে তিনি কলার্থ হইবেন । মুরুকীয়ান চালে ক্যালেব ত;হাকে বলিল, *আচ্ছা, সে কথা যাক । তোমার মনিব যেরকম ভদ ব্যবহার করেছেন, তাতে আমি মনিবের কাছে তার কথা বেশ গুছিয়েই জানাব । আপাততঃ তুমি জিনিষ গুলো নিয়ে দুর্গের মধ্যে ঢুকে ডানদিকে রেখে দেবে। চাকরবাকররা বাড়ীতে নেই, কাজেই কাকেও দেখতে পাবে না ।” ছোকরা আদেশমত ঘোড়া ছুটাইয়া দিল । কৰ্ত্তব্য সমাধা করিয়া ফিরিবার পথে সে ক্যালেবকে টুপী খুলিয়া সেলাম বাজাইয়া চলিয়া গেল । 8ዓ চতুর্দশ পরিচ্ছেদ As, v, the Autumn breeze's bugle sound, Various and vague the dry leaves dance their round; Or, from the garner-door, or ether borne, The chaff flies devious from the winnow'd corn ; So vague, so devious, at the breath of heaven, From their fix’d aim are Imortal counsels driv’n. Anonymous. র্যাভেন্দউড় পরিবারের সন্মান রক্ষা করিতে গিয়া সকল বিষয়ে সফলতা লাভ করাসু ক্যালেব অভ্যন্ত উৎফুল্ল হইয়া উঠিয়াছিল । সে যখন নানাবিধ খাদ্যদ্রব্য টেবলে সাঙ্গাইয়। দিল, তখন ভাস্কার খুসার সীম। ছিল, না । বহুদিন এমন খাদ্য উলফসক্রাগে দেখা যায় নাই ; ত{হার মনিব ও অতিথির পূৰ্ব্বে তাহার কথায় সন্দেহ প্রকাশ করিয়াছলেন, এজন্য সে তিরস্কারপূর্ণ দৃষ্টিঙে তাহদের দিকে ঢাহিতে ৪ iম: লকতাডকেও স তাহার প্রভুবংশের ক্ষমতা গব্বের নান কাহিনী শুনাইয়া দিতেও ছাড়ে নাই ।

  • জানেন মশাহ, এ দেশের কোন প্রজা যদি গরু বা ভেড়া কিনে আনত, আমনি সে আগে লর্ড র্যাভেনসউডকে জিজ্ঞাস করত, তিনি সেগুলে৷ এtখবেন কি না । তিনি অনুমতি দিলে তবে তারা গরু-ভেড়া ঘরে তুলত। অবঙ্গ আগের সে দিন এখন আর নেই । ভধু প্রজার মনিবকে ভয় ক’রে চলে। এদের প্রতাপ কতখানি, তা বুঝুন "

লকচার্ড ললিল, “দেখুন মিঃ ক্যালেব, আমাদের মনে হয় যে, আমার মনিব-কল্পার সঙ্গে আপনার মলিবের বিয়ে হ'লে সব দিকে রক্ষা পায় । সার উইলিয়ম তা হ’লে আপনার মনিবেৰু সব সম্পত্তি মেয়েকেই আবার দান ক’রে ফেলবেন । এই যুবকযুবতীর মিলন হ'লে সব দিক দিয়েই ভাল হবে ।” মাথা নাড়িয়া ক্যালেব বলিল, “ত যদি হ’ত, ভালই চ’ত । কিন্তু এ বংশের সম্বন্ধে একট। ভবিষ্যস্বাণী আছে । সেটা ভাল নয়।"