পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(t $ মাষ্টারের আতিথেয়তাঁধ লর্ড কিপার আশ্বস্ত হইলেন। মাষ্টার র্যাভেনৃস্টডকে কিছু সম্পত্তি ছাড়িয়া দিয়া রফা করিবার জন্য তিনি ব্যগ্র হইলেন । তদনুসারে তিনি শয়নের পূৰ্ব্বে প্রস্তাবও করিলেন । কন্যার সহিত র্যাভেনম্সউডের বিবাহ দিবার সংকল্পও ভূঁtহায় মনে জাগিল । কিন্তু তাহার স্ত্রীর দিক হক্টতে প্রতিবাদ আসিতেও পারে, সে কথাটাও ঠাঙ্গার মনে হুইল । সে পরের কথা । তখন অবস্থ৷ বুঝিয়া ব্যবস্থা করা যাইবে, ইহ। ভাবিয়া রাত্রির মত তিনি নিদ্রার ক্রোড়ে আত্মসমর্পণ করিলেন । ঘোড়শ পরিচ্ছেদ "A slight note I havo about nie for you, for the dolivery of which you must excuse me. it is an offer that friendship calls upon me to do, and no way offensive to you, since 1 desire nothing but right upon both sides." - King and no King. পরদিন প্রভাতে অতিথির সহিত মাষ্টার র্যাভেন্‌মউডের যখন সাক্ষাৎ হুইল, তখন মাষ্টারের চিপ্তে বিষঃতর ছায়া আংশিক ভাবে ফিরিয়া আসিয়! ছিল । তিনিও সারারাত্রি ধূমাইতে পারেন নাই— শুধু চিস্তায় কাটিয়াছে । বংশের চিরশত্রর সহিত নিজের বাড়ীতে বন্ধুভাবে ব্যবহার কবা, অতিথিসৎকার করা, মিষ্ট কথা বলা যেন তাহার নিকট হীনতার দ্যোতক বলিয়া প্রতীয়মান হুইতেছিল । কাজেই সমস্ত রাত্রি তাহাকে মনের সহিত সংগ্রাম করিতে হইয়াছিল । লড কিপার দেখিলেন, তুষার যখন গলিতে আরম্ভ করিয়াছে, তখন কালবিলম্ব না করিয়া, সেই অবস্থায় তাহাকে রাখিতে হইবে--আবার যেন জমিয়া ন উঠে । সেই উদেখে লণ্ড কিপার, মাষ্টার র্যাভেনৃদউডকে ধরের এক প্রাস্তুে ডাকিয়া লইয়। গিয়া ব্যাপারটা বুঝাইবার চেষ্টা করলেন । দুর্ভাগ্যক্রমে বুঝিবার ভূলেই ভূতপূৰ্ব্ব লর্ড র্যাভেন্‌স" উডের সহিত উtষ্ঠার বিরোধ ঘটিয়াছিল । র্যাভেনৃসউডের মত সম্মানভাজন ব্যক্তি আর নাই । সুতরাংলড কিপার নিজের ভুলের জন্য অমৃতপ্ত । খুবক নীরবে সকল কথা শুনিয়া গেলেন । লড কিপার বলিলেন যে, তাছার পিতা, ভূতপূৰ্ব্ব পডের লড সার ওয়ান্টার স্কটের গ্রন্থাবলী পিতাকে ২০ হাজার স্বর্ণমুদা অগ্রিম দিয়াছিলেন । সেই টাঞ্চা সুদে আসলে কিরূপে বাড়িয়াছিল, তাছাও তিনি বিবৃত করিতে লাগিলেন । এমন সময় ধুবক বাধা দিয়া বলিলেন, “দেখুন, এই বাড়াতে বসে আপনার কৈপিয়ং শোনাটা আমার ভাল দেখায় না । এখানে—এই বাড়ীতে আমার ব{4} ভগ্ন-ইদয়ে দেহত্যাগ করেছেন । সুতরাং এখানে ব’স স্ট্রি ব্যাপারে তার এ দুরবস্থা হয়েছিল, তার কারণ অনুসন্ধান করা আমার পক্ষে সঙ্গত হবে না । আমি ষে তার পুঞ্জ, সে কথাটা হয় ত আমি ভুলে না যেতেও পারি—তার ফলে গৃহীর কৰ্ত্তব্যে বাধা ঘটতে পারে । আমার মনে হয়, এ সব বিষয়ে আমরা অন্তর আলোচনা করলেই ভাল শুধু ! এখানে নয় ;" লর্ড কিপার বলিলেন, "বেশ, আপনি যখন বলবেন, ধখানে বলবেন, সেখানে সেই সময়ে আলোচন কর! ধাপে ! আমি সায়বিচার চাই ।” মাষ্টার বণিলেন, “সার উইলিয়ম অ্যাসটন, ম্বে জমীদারব আপনি এখন মাণিক হয়েছেন, ঐ সম্পত্তি আমার পূৰ্ব্বপুরুষ অস্ত্রবলে রাঙ্গার কাছ থেকে যৌতুকস্বরূপ পেয়েছিলেন । রাঙ্গার পক্ষে, ইংরেজের বিপক্ষে তিনি অস্থধারণ করেছিলেন । তার পর কি ক’রে কেমনভাবে আমাদের সম্পত্তি সুদের চাপে আমাদের *াভ থেকে ম'রে গেল, তা আমার চেয়ে আপনি ভ{ল বোঝেন । আপনার স্পষ্ট কথা গুণে অামার মনে হয়েছে যে, এন্ত দিন অtপনার সম্বন্ধে আমার ধে ধাবণ ছিল, ওi ঠিক নয় ” লর্ড কিপার বললেন,"প্রস্থ মাষ্টার র্যাভেন্‌ উড, আপনার সম্বন্ধেও আমি ভুল কথা শুনেছিলুম। লোকে আমার কাছে বলেছিল যে, আপনি অভি হিংস্রপ্রকৃতির, গোয়ার গোছের যুব পুরুষ । আপনি আমার সম্বন্ধে ভুল ধারণ করেছিলেন, আমারও আপনার সম্বন্ধে ভ্ৰাপ্ত ধারণ। জন্মেছিল ; এখন আপনি আমার মত এক জল বুড়ো ব্যবহারাজীবের কথা শুনুন-আমি সব কথা আপনাকে বুঝিয়ে দিতে পারি । তা হ’লে আমাদের মতের অনৈকা আর থাবে না ।” র্যাভেনসউড বগিলেন, “ন, সার উইলিয়ম্। এ সব বিষয়ে আলোছনী হবে বৃটিশ পালামেণ্টে । সেখানে আমরা উভয়েই স্বাধীনভাবে ষে যার নিজের কথা জানাৰ বৃটিশ পালামেন্টের সভার আমাদের বিবাদের নিম্পত্ত্বি ক'রে দেবেন। তারাই ব্যবস্থা