পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

盘8 “সে কথ। তিনি ব'লে দিয়েছেন। আপনার এখানে তিনি অতিথি ছিলেন । বিনা কারণে আপনি তঁকে এখানে আসতে নিষেধ করে দিয়েfছলেন, ছাই--" মাষ্টার বললেন, “প্রয়োজন ব্যাপারটা যে তার কাছে অপমানজনক বোধ হবে, এত বড় নিবোধ তাকে মনে করতে আমার কষ্ট বোধ হচ্ছে । তার পর আপনার মত এক জন লোককে বিচারক নিযুক্ত ক’রে পাঠানও দেখছি তার ভুল হয়েছে । আপনি অতি অবিবেচক এবং লঘুচিত্ত লোক 1’ কণ্ঠস্বর উচ্চে তুলিযা ক্রেগেমগেল্ট বলিলেন, “আমি লঘুচিন্তু, অবিবেচক ! আমার বন্ধু আগে যদি আপনাকে দ্বন্দ্বযুদ্ধে আহবান না করতেন, তা ইলে --" “ক্যাপ্টেন ক্ৰেগেনগেল্ট, আপনার কোন কথা আমি বুঝতে পারলাম না। আপনার কৈফিয়ৎ অতি তুচ্ছ । এখন দয়া ক’রে এখান থেকে চ'লে যান ।” "এই সংবাদ নিয়ে আমায় যেতে বলেন না . কি ?” “আপনি বাকলোকে বলবেন, যদি তার প্রকৃত অভিযোগের কথা কোন যোগ্য ব্যক্তির মারফৎ আমায় জানান, তখন আমি বিবেচনা ক’রে দেখ ব যে, তার কাছে কৈফিয়ং দেব, কিংব। আমার ব্যবহারের সমর্থন করব ।" “ঙ হ’লে মাষ্টার, বাকলোর যে সব জিনিষপত্র আছে, তামার কাছে দিয়ে দিন । আমি নিয়ে স্বাধ * মাষ্টায় বলিলেন, “বাক্লোর ধদি কিছু জিনিষ পত্র এখানে থেকে থাকে, অামার চাকর দিয়ে তার কাছে পরে আমি পাঠিয়ে দেব । আপনি এমন কোন প্রমাণ অামাকে দেখাতে পারেন নি-যাঞ্চে ক’রে আমি আপনার কাছে তাঃ জিনিষ দিতে পাধি ” ক্রেগেনগেল্ট অভ্যস্ত ঈর্ষভাবে বলি উঠিলেন, “মাষ্টার, আজ আপনি আমার বড়ই অপমান করলেন । আহা, এটা আবার দুর্গ না কি ? মানুষকে ভুলিয়ে নিয়ে গিয়ে যায়। পথিকের সৰ্ব্বস্ব হরণ করে, তাদের বাড়ীও এর চেয়ে ঢের ভাল।” হাতের ষষ্টি উদ্যত করিয়া র্যাভেনসউণ্ড বলিলেন, “উদ্ধত রাস্কে: ! তুমি এখনি যদি এখান থেকে সার ওয়ান্টার স্কটের গ্রন্থাবলী চ'লে মা তোমাকে মেরে হাড় ভেঙ্গে দেব।” মাষ্ট্রার তাহার দিকে অগ্রসর হইতেছেন দেখিয়া, ক্রেগেনৃগেল্ট ভাড়াতাড়ি ঘোড়ার মুখ ফিরাইয়া যেমন ঘোড়া চালাষ্টতে যাইবেন, আমনই তিনি অশ্বপৃষ্ঠ হইতে ভূতলে নিক্ষিপ্ত হইলেন । কিন্তু শরীরের কোথায ব্যথ লাগিল, তাহা গ্রাহ না করিয়াই তিনি পুনরায় অশ্বারোহণ করিয়া বিদ্যুদ্বেগে উহাকে চালিত করিলেন । র্যাভেনস্ট৬ প্রাঙ্গণ ত্যাগ করিবার উপক্রম করিতেছেন, এমন সময় দেখিলেন যে, লর্ড কিপার কলে মামিয়! আসিয়া সমস্ত ঘটনা প্রত্যক্ষ করিয়াছেন । লর্ড কিপার বলিলেন, “ঐ ভদ্রলোকের মুখ আমি দেখেছি । ওঁকে তামি চিনি--ঔর নাম—ক্রেগ— ক্রেগ—ঐ রকম মাম তবে " মাষ্টার বলিলেন, “লোকটার নাম ক্রেগেনআগু তঃ ঐ নামে সে আত্মপরিচর দিয়ে ८*लूरं i ?stびふ ক্যালেব বলিল, “৪য় নাম—ক্রেগ---ইন, গিন্ট । ওর মুখে শয়তানের ছাপ আঁকি আছে, আমি বলৰ ' &ার্ড কিপার হাসিয়। বলিলেন, “মিঃ ক্যালেব, তুমি মানুষ চল দেখছি , পক্ষকাল পূৰ্ব্বে ডিনবরায় ঐ নামধারী লোকটাকে গ্রিভিকাউন্সিলে খুব জ্ঞের করা হয়েছিল ।” কৌতূহলপরবশ গুষ্টয়া করিলেন, “কেন বলুন ও ৫" বলিবার জশুই লর্ড কিপার সুযোগের অন্বেষণ করিতেছিলেন । তিমি মাষ্টারের বাহু ধারণ করিয়া বলিলেন, “ব্যাপারটা যদি ও অতিশয় কাস্তোদীপক, কিন্তু আপনাকে ছাড়া আর কারুর কাছে সেটা প্রকাশধোগ্য নয় ।” উভয়ে হলধরে ফিরিয়া গেলেন । র্তাহার এক খোলা বাতায়নের ধারে গিয় দাড়াইলেন। এখানে মিস অ্যাসটনের আসিবার আশঙ্কা নাই । র্যাভেমসউণ্ড প্রশ্ন go